X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

দিল্লি ছেড়েছেন ভারতীয় সেনাপ্রধান, গন্তব্য লাদাখ

বিদেশ ডেস্ক
২০ আগস্ট ২০১৭, ১৩:৩৬আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১৩:৪০
image

রোববার তিন দিনের সফরে লাদাখের পথে পা বাড়িয়েছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। ভারতীয় সংবাদমাধ্যম ওয়ান ইন্ডিয়া তার দিল্লি ছেড়ে যাওয়ার খবর জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চীনের সাথে দোকলাম অচলাবস্থা এবং পানগঙে সংঘর্ষের প্রেক্ষাপটে পূর্বাঞ্চলীয় লাদাখের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করাই তার এই সফরের উদ্দেশ্য।
সীমান্তে ভারত ও চীনা বাহিনীর দুই সদস্য

লাদাখের পানগঙ লেকে ভারতীয় ও চীনা টহল নৌযানের মধ্যে সংঘর্ষের কয়েক দিনের মধ্যে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। দ্য হিন্দু জানিয়েছে, সফরকালে তিনি চীন সীমান্তের নিরাপত্তা প্রস্তুতি দেখবেন এবং সার্বিক অবস্থা নিয়ে শীর্ষ কমান্ডারদের সাথে আলোচনা করবেন।

পূর্ব হিমালয়ের দোকলাম ইস্যুতে ক্রমেই যখন ভারত-চীন সম্পর্ক জটিল হচ্ছে তখন উত্তেজনা থেকে রেহায় মিলছে না পশ্চিম সীমন্তেরও। ১৫ আগস্ট (মঙ্গলবার) লাদাখ সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পাথর ছোঁড়াছুড়ি ও বাকবিতণ্ডার খবর দেয় চীন এবং ভারতের সংবাদমাধ্যমগুলো। রীতি মেনে প্রতিবার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে চীনা সীমান্তবাহিনী শুভেচ্ছা জানায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এবার তা হয়নি।
উল্লেখ্য, এমনিতেই দোকলাম নিয়ে ভারত ও চীনের মধ্যে যুদ্ধংদেহী অবস্থান। সেখানে চীনা সেনাবাহিনীর একটি রাস্তা নির্মাণে বাধা দেয় ভারতীয় সেনারা। এ নিয়ে উত্তেজনা তুঙ্গে রয়েছে। মুখোমুখি অবস্থানে রয়েছে সেখানে দু’দেশের সেনারা। চীন বার বার বলছে, দোকলাম থেকে একতরফাভাবে নিজ দেশের সেনাদের প্রত্যাহার করে নিতে হবে ভারতকে। যদি তা করা না হয় তাহলে উত্তেজনা আরো বাড়বে। ওদিকে চীনের রাষ্ট্রীয় মিডিয়া ভারতকে হুঁশিয়ার করে বলা হয়েছে, সীমান্ত ইস্যুতে ১৯৬২ সালে যে যুদ্ধ হয়েছিল তার চেয়ে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে ভারতকে।
ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত

লাদাখের ক্ষেত্রেও একই বাস্তবতা। ওই এলাকার মালিকানা দাবি করে আসছে ভারত ও চীন উভয়েই। ফিঙ্গার ফোরে চীন একটি সড়ক নির্মাণ করেছে, যা দুই দেশের সীমারেখা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) থেকে ৫ কিলোমিটার দূরে। পানগং হৃদের উত্তর ও দক্ষিণ পাড় টহলের জন্য ব্যবহার করে থাকে চীন। এই হৃদের ৪৫ কিলোমিটার পাড় ভারতের এবং ৯০ কিলোমিটার পাড় চীনের মধ্যে পড়েছে। এই হৃদকে কেন্দ্র করে দুই দেশের বাহিনীর মধ্যে প্রায়ই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

/বিএ/

সম্পর্কিত
লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট দিলেন মোদি
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
জনপ্রিয়তার তুঙ্গে থেকেও হিন্দুত্ববাদে ভরসা মোদির?
সর্বশেষ খবর
বিচারকের স্বাক্ষর জাল: ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল হয়নি 
বিচারকের স্বাক্ষর জাল: ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল হয়নি 
ছুঁড়ে দেয়া সকল তীর সাদরে গ্রহন করলাম: ভাবনা
ছুঁড়ে দেয়া সকল তীর সাদরে গ্রহন করলাম: ভাবনা
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার প্রতিরোধে সর্বাত্মক চেষ্টা চলছে: সিইসি
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার প্রতিরোধে সর্বাত্মক চেষ্টা চলছে: সিইসি
সাগরে তেল-গ্যাস অনুসন্ধান: দরপত্র মূল্যায়নের সময় বেঁধে দিলো সরকার
সাগরে তেল-গ্যাস অনুসন্ধান: দরপত্র মূল্যায়নের সময় বেঁধে দিলো সরকার
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?