X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ভারতে আদালত ভবনের বাইরে বিচার হওয়ার কয়েকটি নজির

বিদেশ ডেস্ক
২৮ আগস্ট ২০১৭, ১০:০০আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ১০:১৮
image

১৫ বছরের পুরনো ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়ে রোহতকের সুনারিয়ার জেলের নিজর্ন কারা সেলে সাজার মেয়াদ শোনার অপেক্ষায় আছেন ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং। সোমবার (২৮ আগস্ট) দুপুরে রোহতকের জেলেই তার বিরুদ্ধে সাজা ঘোষণা করবেন বিচারপতি। গত শুক্রবার রাম রহিমকে দোষী সাব্যস্ত করে রায় দেওয়ার পর ভক্তরা যে রকম তাণ্ডব চালিয়েছিল, তার পরে আর ঝুঁকি নিতে চাইছে না হরিয়ানা প্রশাসন। তবে ভারতে সুরক্ষার স্বার্থে বা বিশেষ প্রয়োজনে আদালত ভবনের বাইরে এরকম এজলাস বসানোটা নতুন নয়। 

প্রতীকী ছবি
পশ্চিমবঙ্গভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরসিংহ রাও ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন। ২০০০ সালে সেই মামলার বিচার হয়েছিল নয়াদিল্লির বিজ্ঞান ভবনে। ১৯৯৩ সালে হিরো কাপের সম্প্রসারণ নিয়ে দূরদর্শন এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের মধ্যে মামলায় জরুরি ভিত্তিতে অনেক রাতে বিশেষ আদালত বসেছিল তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি এন কে মিত্রের বাসভবনে।

সে বছরেই বাবরি মসজিদ ধ্বংসের মামলায় একাধিক বার আদালত বসে বেতওয়া নদীর ধারে মাতাটিলা বাঁধের পাশে এক বাংলোর লনে। সেখানে বন্দি ছিলেন বাবরি ধ্বংসে অভিযুক্ত লালকৃষ্ণ আদভানি, মুরলী মনোহর জোশী, উমা ভারতী, বিনয় কাটিয়ারের মতো নেতারা। তখনও লক্ষ্ণৌ থেকে উড়িয়ে আনা হতো বিচারকদের। মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত আজমল কাসাবের বিচার হয়েছিল মুম্বাইয়ের আর্থার রোড জেলে। প্রাক্তন অতিরিক্ত সলিসিটর জেনারেল বিশ্বজিৎ ভট্টাচার্য জানান, ‘হাইকোর্টের নির্দেশে নিম্ন আদালত এ ভাবে বসতে পারে।’

হামলার আশঙ্কায় অভিযুক্তেরাও অনেক সময়ে চায়, বিচার হোক জেলেই। যেমন, কাশ্মিরে অশান্তি ছড়ানোর দায়ে ভারতে অভিযুক্ত বিদ্রোহী নেতা সাবির শাহ পটিয়ালা আদালতে এরকম এক আর্জি জানিয়েছেন। সাবির চান, তিহার জেল থেকেই ভিডিও কনফারেন্সে বা জেলেই  বিশেষ আদালতে বিচার হোক তার।

উল্লেখ্য, শুক্রবার ১৫ বছরের পুরনো এক ধর্ষণ মামলায় রাম রহিমকে দোষী সাব্যস্ত করেছেন বিচারপতি জগদীপ। ২০০২ সালে নিজ আশ্রমে দুই নারী অনুসারীকে ধর্ষণ করার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

 

/এফইউ/
সম্পর্কিত
লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট দিলেন মোদি
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
জনপ্রিয়তার তুঙ্গে থেকেও হিন্দুত্ববাদে ভরসা মোদির?
সর্বশেষ খবর
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
বজ্রাঘাতে পদ্মা সেতুর টোলপ্লাজায় কারিগরি ত্রুটি, দীর্ঘ যানজট
বজ্রাঘাতে পদ্মা সেতুর টোলপ্লাজায় কারিগরি ত্রুটি, দীর্ঘ যানজট
স্যালাইনের দাম না বাড়াতে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী
স্যালাইনের দাম না বাড়াতে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী
শরীয়তপুরে আগুনে পুড়লো ৯ দোকান, ক্ষতি দুই কোটি টাকা
শরীয়তপুরে আগুনে পুড়লো ৯ দোকান, ক্ষতি দুই কোটি টাকা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র