X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ওবামার ‘ডিএসিএ’ অভিবাসী নীতি বাদ দেওয়ার সিদ্ধান্তে অনড় ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০১৭, ১৬:১৫আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৭, ১৬:১৭
image

শৈশবে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসীদের কাজের অনুমতি দিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষিত কর্মসূচিটি বাতিল করার সিদ্ধান্তে অনড় রয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সিদ্ধান্তটি বাস্তবায়নের সময় ছয় মাস পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিকল্প আইন খুঁজতে কংগ্রেসকে এ ছয় মাস সময় দিতে চান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এ সিদ্ধান্তের ব্যাপারে জানাশোনা রয়েছে এমন দুই সূত্রকে উদ্ধৃত করে রবিবার (৩ সেপ্টেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে।

ডিএসিএ অভিবাসী নীথি বজায় রাখার আহ্বান
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ট্রাম্প এ ঘোষণা দেবেন বলে কথা রয়েছে। অবশ্য, ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সদস্যদের কেউ কেউ তার এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন। অনেক মার্কিনিও চান না, যুক্তরাষ্ট্রে একটা বড় সময় পার করে দেওয়া এইসব মানুষদেরকে বিতাড়িত করা হোক।

ডিফারড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস (ডিএসিএ) কর্মসূচিটি চালু করেছিল বারাক ওবামার প্রশাসন। এ নীতির আওতায় ‘ড্রিমারস’ নামে পরিচিত প্রায় ৮ লাখ অভিবাসীকে দেশে ফেরত পাঠানো থেকে বিরত থাকা হয়েছিল এবং তাদেরকে বৈধভাবে কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল। ড্রিমারস হলো যুক্তরাষ্ট্রে ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীর একটা অংশ। এরা ছোটবেলায় যুক্তরাষ্ট্রে অবৈধভাবে এসেছেন এবং বড় হয়ে বৈধভাবে কাজ করার সুযোগ পেয়েছেন।

ড্রিমারসদের বেশিরভাগই হিস্পানিক। তাদের বেশিরভাগই এসেছেন মেক্সিকো ও ল্যাটিন আমেরিকার অন্য দেশগুলো থেকে। ২ লাখেরও বেশি ড্রিমারস ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন, ১ লাখ বসবাস করছেন টেক্সাসে। নিউ ইয়র্ক, ইলিনয় এবং ফ্লোরিডায়ও বিপুল সংখ্যক ড্রিমারস এর বসবাস। নির্বাচনি প্রচারণার সময় ড্রিমারসদের বিতাড়িত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চান তিনি। তবে অনেক মার্কিনি এখন তার সিদ্ধান্তের বিরোধিতা করছেন। এরমধ্যে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকও রয়েছেন। টিম কুক টুইটারে জানিয়েছেন, তার প্রতিষ্ঠানের ২৫০ কর্মী ড্রিমারস এবং তিনি তাদের পাশে আছেন।

হাউস অব রিপ্রেজেন্টিটিভের স্পিকার পল রায়ানও ট্রাম্পকে ‘ডিএসিএ’ অভিবাসী নীতি বাদ না দেওয়ার আহ্বান জানিয়েছেন। সিনেটর অরিন হ্যাচ, কিউবান আমেরিকান রিপাবলিকান ইলেনা রস-লেহতিনেনও এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।

/এফইউ/
সম্পর্কিত
ঝুঁকি নিচ্ছেন নেতানিয়াহুজিম্মি মুক্তি ও রাফাহতে অভিযান নিয়ে বিভক্ত ইসরায়েলিরা
রাফাহতে হামলার আশঙ্কা, ইসরায়েলে অস্ত্রের চালান স্থগিত যুক্তরাষ্ট্রের
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
আজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাআজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার