X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

গণভোটের আইন পাস করায় কাতালোনিয়ার পার্লামেন্টের বিরুদ্ধে ক্ষুব্ধ স্পেন

বিদেশ ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০৩
image

স্পেন থেকে কাতালোনিয়ার স্বাধীনতা প্রশ্নে আগামী মাসের গণভোট অনুষ্ঠানের জন্য প্রস্তাবিত আইন অনুমোদন করায় অঞ্চলটির পার্লামেন্টের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে মাদ্রিদ সরকার। তাদের অভিযোগ, এ পদক্ষেপের মধ্য দিয়ে কাতালোনিয়ার পার্লামেন্ট ‘সংবিধান ও গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা’ করেছে। ১ অক্টোবরের গণভোট ঠেকাতে সব ধরনের আইনি ও রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করা হবে বলেও হুঁশিয়ার করেছে স্পেন সরকার।  

স্বাধীনতার দাবিতে আন্দোলনকারী কাতালোনিয়াবাসী
বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে স্পেন থেকে কাতালোনিয়ার বিচ্ছিন্ন হওয়া না হওয়ার প্রশ্নে ১ অক্টোবর গণভোট অনুষ্ঠানের জন্য প্রস্তাবিত বিলটি অনুমোদন করে কাতালোনিয়ার পার্লামেন্ট। গণভোট সংক্রান্ত আইন পাসের জন্য বুধবার পার্লামেন্টে ভোটাভুটি হয়। বার্সেলোনার ১৩৫ আসনবিশিষ্ট আইনসভায় প্রস্তাবের পক্ষে ৭২টি ভোট পড়ে। ভোটদান থেকে বিরত থাকেন ১১ জন। আর ভোটাভুটির আগে আগে রাগ করে পার্লামেন্ট থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের ৫২ জন এমপি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভোটাভুটির পর পরই কাতালোনিয়ার প্রেসিডেন্ট কার্লেস পুগডেমন্ট বিলটিতে স্বাক্ষর করে তা স্থানীয় আইনে পরিণত করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, কাতালোনিয়া পার্লামেন্টের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে স্প্যানিশ প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয় এ ব্যাপারে দেশের সাংবিধানিক আদালতে অভিযোগ দায়েরের জন্য সরকারি আইনজীবীদের নির্দেশ দিয়েছেন। সরকারি প্রসিকিউটরের কার্যালয় থেকেও জানানো হয়েছে, কাতালোনিয়ার পার্লামেন্টের স্পিকার কারমে ফরকাডেলসহ অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। স্বাধীনতার জন্য আইনগত পদক্ষেপ নিষিদ্ধ করে আদালতের পূর্ববর্তী রায়কে অমান্য করার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

কাতালোনিয়ার পার্লামেন্টের এ পদক্ষেপকে ‘লজ্জাজনক ও হতবুদ্ধিকর’ কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন স্পেনের উপ-প্রধানমন্ত্রী সোরায়া সায়েনজ দে সান্তামারিয়া। তার দাবি, এ ধরনের কর্মকাণ্ড গণতন্ত্র ও স্পেনের সংবিধানের সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল।

/এফইউ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
দায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস আজদায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
শাহীনের বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
শাহীনের বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু