X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

এবার 'টার্কস অ্যান্ড কাইকোস' দ্বীপপুঞ্জে ইরমার তাণ্ডব, ১৪ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০১৭, ০৯:২১আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১১:৪৫
image

ইরমার তাণ্ডবের আগের ও পরের ছবি
ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তাণ্ডব চালানোর পর হারিকেন ইরমা আটলান্টিক মহাসাগরের নিম্নাঞ্চলীয় দ্বীপপুঞ্জ টার্কস এন্ড কাইকোসে আঘাত হেনেছে। ওই দ্বীপপুঞ্জ এলাকায় ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। আঘাতে এরইমধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ক্যাটাগরি ৫ বা চরম শক্তিশালী ঝড়ে রূপ নেওয়া হারিকেনটি বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) হাইতিতেও তাণ্ডব চালিয়েছে। আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ঝড়টির পরবর্তী গন্তব্য কিউবা। এরপর সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হানতে পারে ইরমা।

সাম্প্রতিক দিনগুলোতে ঘণ্টায় ১৮৫ মাইল বেগে ক্যারিবীয় দ্বীপগুলোতে আঘাত হানে শক্তিশালী হারিকেনটি। ইরমা শুরুতেই আঘাত হানে এন্টিগুয়া ও বারবুডায়। তারপর যায় ফরাসীদের কাছে অবকাশ যাপনের সবচেয়ে জনপ্রিয় দ্বীপ সেন্ট মার্টিন ও সেন্ট বার্টসের দিকে। এই দুটি দ্বীপে আঘাত হানার আগে ঘূর্ণিঝড়ে বাতাসের গতি ছিল ঘন্টায় ৩০০ কিলোমিটার। ফরাসী স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই ঝড়ের কারণে বন্যা হয়েছে এবং দ্বীপের ভবনগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে।

ঘূর্ণিঝড় ইরমার কারণে ক্যারিবিয় দ্বীপগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এন্টিগুয়া ও বারবুডার প্রধানমন্ত্রী জানিয়েছেন, তাদের দেশে ঝড়ে অন্তত একজন নিহত হয়েছে আর দেশটির প্রায় ৯০ শতাংশ ভবনই ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ঘণ্টায় ১৭৫ মাইল বেগে ঘূর্ণিঝড়টি ডমিনিক প্রজাতন্ত্র, হাইতি এবং টার্কস এন্ড কাইকোস দ্বীপপুঞ্জে আঘাত হানে। ন্যাশনাল হারিকেন সেন্টার ঘোষিত ৫ ক্যাটাগরির শক্তিশালী ঝড় হিসেবেই এখনও এগিয়ে যাচ্ছে হারিকেনটি।

ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, সেন্ট মার্টিন ও সেন্ট বার্টস-এ ক্ষতির মাত্রাটা ব্যাপক। বারবুডায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন এন্টিগুয়া ও বারবুডার প্রধানমন্ত্রী জাস্টিন ব্রাউনি।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পশ্চিম এলাকা থেকেও অনেককে সরিয়ে নেয়া হয়েছে এবং এই ঝড়ের প্রভাবে সেখানে ব্যাপক ভূমিধ্বসের আশঙ্কা করা হচ্ছে।

 

/এফইউ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
সর্বশেষ খবর
নেত্রীর জন্য জান দেবেন আর সিদ্ধান্ত মানবেন না, সেটা উচিত না: দীপু মনি
নেত্রীর জন্য জান দেবেন আর সিদ্ধান্ত মানবেন না, সেটা উচিত না: দীপু মনি
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
টেন মিনিট স্কুলে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক
টেন মিনিট স্কুলে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক
চিকিৎসকের ওপর হামলা ও রোগীর প্রতি অবহেলা সহ্য করা হবে না
স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারিচিকিৎসকের ওপর হামলা ও রোগীর প্রতি অবহেলা সহ্য করা হবে না
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে