X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের বিরুদ্ধে আগেই ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ মিয়ানমারের ২৯টি দল

বিদেশ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩৬আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ২১:৪৬

অং সান সু চি মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে আরও আগেই ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে দেশটির ২৯টি রাজনৈতিক দল। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নিজেদের এ ক্ষোভের কথা জানায় বিরোধী দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি’সহ অন্য দলগুলো। তাদের ভাষায়, “রাখাইনের প্রশাসনিক অবস্থা এখন বেশ ভালো। কিন্তু তার মানে এই নয় যে, সরকার বিষয়টি খুব ভালোভাবে দেখভাল করছে। তাদের উচিত ‘নাগরিকদের’ পরামর্শ গ্রহণ করা।”

৮৮ জেনারেশন স্টুডেন্ট ইয়ুথস-এর মুখপাত্র ইউ থান ও বলেন, ২০১৬ সালের সেপ্টেম্বরে সরকারের প্রতি রাখাইন রাজ্যে জরুরি অবস্থা জারির আহ্বান জানানো হয়েছিল। এছাড়া সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার করে এ সমস্যার সমাধানের কথা বলা হয়েছে। জাতীয় নিরাপত্তা কমিশনের প্রতিও জরুরি ভিত্তিতে একই আহ্বান জানানো হয়। কিন্তু সরকার সেসব পরামর্শ শোনেনি। এখন সহিংসতার কারণে রাখাইনে প্রশাসনিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। সরকারের দোদুল্যমানতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের পরামর্শ শুনলে আজকের পরিস্থিতি তৈরি হতো না।

৮৮ জেনারেশন স্টুডেন্ট ইয়ুথস-এর মুখপাত্র ইউ থান ও বলেন, রাখাইন ইস্যুতে সু চি কফি আনান’কে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। তবে আমরা কফি আনান কমিশনের অনেক বক্তব্যের সঙ্গে একমত নই। আমরা এগুলো গ্রহণ করতে পারি না।

তিনি বলেন, ২৪ আগস্ট প্রকাশিত কফি আনান কমিশনের প্রতিবেদনে ১৯৮২ সালের নাগরিকত্ব আইনকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এটা গ্রহণ করা উচিত নয়।

রাখাইনের সমস্যা সমাধানে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করায় সরকারের সমালোচনা করেন ন্যাশনাল পলিটিক্যাল অ্যালায়েন্স পার্টি’র মহাসচিব ইউ কিউ থু অং।

ইউএসডিপি’র মুখপাত্র ড. নানদার হলা মিন্ট বলেন, আমরা আমাদের ঘরের মতো করেই আমাদের দেশকে রক্ষা করেছি। রাজনৈতিক দলগুলো এটা নিয়ে রাজনীতি করতে চায় না। সূত্র: মিয়ানমার টাইমস।

/এমপি/

/এমপি/
সম্পর্কিত
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
রোহিঙ্গাদের জন্য আরও তহবিল চাইলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গা গণহত্যা মামলা চালাতে ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
অসময়ে দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
অসময়ে দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
গাজা ইস্যুতে আবারও কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিরা, এবার চুক্তি হবে?
গাজা ইস্যুতে আবারও কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিরা, এবার চুক্তি হবে?
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট