X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

একটু পরেই বিশ্বসভায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০১৭, ০১:৪৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ০১:৫৭
image

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে একটু পরেই ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অতীতের ধারাবাহিকতায় বাংলায় ভাষণ দেবেন তিনি। এর মধ্য দিয়ে বিশ্বসভায় আবারও ভাষা-শহীদের রক্তে ভেজা বাংলা ভাষার প্রতিনিধিত্ব নিশ্চিত করবে বাংলাদেশ। জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনের প্রেস উইং জানিয়েছে, প্রধানমন্ত্রীর ভাষণে চলমান রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট হবে। উল্লেখ্য, শেখ হাসিনাই বাংলাদেশের একমাত্র সরকার প্রধান, যিনি পরপর ৯বার সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার নজির স্থাপন করতে যাচ্ছেন। 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা


প্রতিদিন দুইটি করে পর্বে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বিতর্ক অনুষ্ঠিত হচ্ছে। এই প্রতিবেদন তৈরির সময় জাতিসংঘ সাধারণ পরিষদের ওয়েব সাইটে গিয়ে দেখা যায়, দ্বিতীয় পর্বের প্রথম দেশ হিসেবে এল সালভেদর-এর প্রতিনিধি বক্তব্য দিচ্ছেন। দ্বিতীয় পর্বের ১৪তম পর্বে বাংলাদেশকে বিশ্বসভায় তুলে ধরবেন মাননীয় প্রধানমন্ত্রী।এদিন সন্ধ্যায় নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে তার এই সফরের ওপর সাংবাদিকদের ব্রিফ করবেন শেখ হাসিনা।

জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনের প্রেস উইং জানিয়েছে, ভাষণে রোহিঙ্গাদের ওপর চলমান নিপীড়নের বিষয়টি তুলে ধরবেন প্রধানমন্ত্রী। সংকট নিরসনে বিশ্ববাসীর সহযোগিতা কামনা করবেন। প্রধানমন্ত্রী আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের প্রস্তাব দেবেন । সেইসঙ্গে রোহিঙ্গা সমস্যার মূল কারণগুলো উপস্থাপন এবং এর আশু সমাধানে বাংলাদেশের প্রস্তাবগুলো উত্থাপন করবেন শেখ হাসিনা।

অধিবেশনে ভাষণ দেওয়া ছাড়াও একইদিন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এদিনই নিজের হোটেলে ভার্জিনিয়ার আইবিএম এর প্রেসিডেন্ট মেরি রোমেটি সাক্ষাত করবেন তিনি। পরে কসোবোর প্রেসিডেন্ট হাসগিম থাচির সঙ্গে প্রধানমন্ত্রীর একটি দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। ইউএনএইচকিউ-এ পানি বিষয়ক একটি উচ্চ পর্যায়ের প্যানেলের চতুর্থ বৈঠকে যোগ দেওয়ারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর। 
মঙ্গলবার জাতিসংঘ সদরদপ্তরে ওআইসি কনট্যাক্ট গ্রুপের বৈঠকে শেখ হাসিনা বলেন, রোহিঙ্গাদের জাতিগত নির্মূল অভিযানের অবসান চায় বিশ্ববাসী। কফি আনান কমিশনের সুপারিশ অবিলম্বে বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী।  ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে সড়কপথে ভার্জিনিয়ার উদ্দেশে রওয়ানা হবেন তিনি। ভার্জিনিয়ায় এক সপ্তাহ অবস্থানের পর  ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে শেখ হাসিনার।

/বিএ/
সম্পর্কিত
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
‘হতাশা থেকে রোহিঙ্গারা আইনবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারে’
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ