X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

উ. কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞায় ট্রাম্পের স্বাক্ষর

বিদেশ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০১৭, ১১:১২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১১:১২
image

পারমাণবিক পরীক্ষা বন্ধ না করায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় নতুন পদক্ষেপ নেওয়ার ব্যাপারে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কেরিয়ার সঙ্গে ব্যবসা পরিচালনা করা মার্কিন প্রতিষ্ঠানগুলোর উপর নজরদারি ও ব্যবস্থার অনুমতি পেয়েছে মার্কিন অর্থ বিভাগ। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

উ. কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞায় ট্রাম্পের স্বাক্ষর প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের সর্বশেষ নিষেধাজ্ঞা জারির দুই সপ্তাহের মধ্যেই এই নতুন মার্কিন নিষেধাজ্ঞা আসলো। চীনের কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য চীনা ব্যাংকগুলোকেও পিয়ংইয়ংয়ের সঙ্গে ব্যবসা বন্ধের  নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার নতুন নিষেধাজ্ঞায় স্বাক্ষর করার পর ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার ঠেকাতে সবরকম ব্যবস্থা নেওয়া হবে। এই নিষেধাজ্ঞার মাধ্যমে তাদের প্রয়োজনীয় অনেক উৎসই বন্ধ হয়ে যাবে। টেক্সটাইল খাত, মৎস, তথ্য প্রযুক্তির বিষয়টি উল্লেখ করেন ট্রাম্প।

তিনি বলেন, অনেকদিন ধরেই উত্তর কোরিয়াকে আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা ব্যবহার করার সুযোগ দেওয়া হচ্ছিলো।  ট্রাম্প বলেন, এই নিষেধাজ্ঞা একটি মাত্র দেশকেই লক্ষ্য করে করা। আর সেটা হচ্ছে উত্তর কোরিয়া।

এর আগে গত মাসে (আগস্ট) উত্তর কোরিয়া এমন একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানা যায়। পিয়ংইয়ং বহুবার সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত হানার হুমকি দিয়েছে। এরই ধারাবাহিকতায় রবিবার (৩ সেপ্টেম্বর) ক্ষেপণাস্ত্র বহনযোগ্য একটি হাউড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর দাবি করে পিয়ং ইয়ং।  ষষ্ঠ দফায় চালানো এই পরমাণু পরীক্ষার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব উত্থাপন করে। পরিষদের ১৫ সদস্য দেশের সবাই নিষেধাজ্ঞার পক্ষে রায় দেয়। ওই নিষেধাজ্ঞার আওতায় কয়লা, সীসা ও সামুদ্রিক খাদ্য রফতানিকে আনা হয়। 

/এমএইচ/
সম্পর্কিত
ভারতের মসলা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
দায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস আজদায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
শাহীনের বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
শাহীনের বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু