X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

উ. কোরিয়ার পরমাণু কেন্দ্রের কাছে কম্পন, বিস্ফোরণ বলছে চীন

বিদেশ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১৫আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২৬

ভূমিকম্প উ. কোরিয়ার একটি পরমাণু স্থাপনার কাছে শনিবার ৩ দশমিক ৪ মাত্রার একটি কম্পন অনুভূত হয়েছে। তবে এটি ভূমিকম্প না পারমাণবিক বিস্ফোরণ; সে ব্যাপারে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। চীনের ধারণা এটি সন্দেহজনক বিস্ফোরণ। আর দক্ষিণ কোরিয়া বলছে, এটা আসলে ভূমিকম্প ছিল।

চীনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় ৮টা ৩০ মিনিটে ভূগর্ভের শূন্য কিলোমিটারের মধ্যে এ কম্পন অনুভূত হয়েছে।

চলতি মাসে এর আগেও পারমাণবিক পরীক্ষার কারণে উত্তর কোরিয়ায় কম্পন অনুভূত হওয়ার ঘটনা ঘটেছে।

দক্ষিণ কোরিয়ার আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা অবশ্য বলছে, প্রাকৃতিকভাবে ভূকম্পন অনুভূত হয়েছে। পারমাণবিক পরীক্ষাজনিত কম্পন না হওয়ার পক্ষে সংস্থাটির বক্তব্য, কৃত্রিম কম্পনে যে ধরনের আওয়াজ পাওয়া যায়; শনিবারের কম্পনে সে ধরনের কিছু পাওয়া যায়নি।

এদিকে একইদিন উত্তর কোরিয়ায় তেল সরবরাহ কমানোর ঘোষণা দিয়েছে দেশটির ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত চীন। শনিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে পিয়ংইয়ং থেকে আর বস্ত্রসামগ্রী না কেনারও ঘোষণা দিয়েছে বেইজিং। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিকভাবে এমনিতে চাপের মুখে রয়েছে উত্তর কোরিয়া। তার ওপর গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার চীনের এমন সিদ্ধান্তে দেশটি আরও কোণঠাসা হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। শুধু চীনে বস্ত্রসামগ্রী রফতানির বাজার হারানোয় বছরে প্রায় ৭০ কোটি ডলারের আয় হারাবে পিয়ংইয়ং। এছাড়া গত দুই মাসে উত্তর কোরিয়ায় পেট্রোলের দাম বেড়েছে ২০ শতাংশ। এখন চীনা সরবরাহ কমে গেলে দাম আরও লাফিয়ে লাফিয়ে বাড়বে। সামগ্রিকভাবে নেতিবাচক প্রভাব পড়বে উত্তর কোরিয়ার অর্থনীতিতে। কেননা উত্তর কোরিয়ার বাণিজ্যের প্রায় ৯০ শতাংশই সম্পাদিত হয় চীনের সঙ্গে।

সূত্র: আল জাজিরা, সাউথ চায়না মর্নিং পোস্ট।

/এমপি/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ