X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

‘কাতালোনিয়ার স্বাধীনতা এখন সময়ের ব্যাপার মাত্র’

বিদেশ ডেস্ক
০৪ অক্টোবর ২০১৭, ০৫:১৪আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ১১:০৮

‘কাতালোনিয়ার স্বাধীনতা এখন সময়ের ব্যাপার মাত্র’

‘কয়েকদিনের মধ্যেই স্বাধীনতা ঘোষণা করবে কাতালোনিয়া। স্পেন থেকে আলাদা হয়ে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। এ সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহের শুরুতেই নতুন সরকার গঠন করা হতে পারে।’ রবিবার কাতালোনিয়ায় আয়োজিত গণভোটের ফলাফলে বিপুল ব্যবধানে বিজয়ের পর প্রথমবারের মতো দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চলটির স্বাধীনতাকামী নেতা কার্লোস পুইজমন্ট। মঙ্গলবার রাতে বিবিসি’কে এ সাক্ষাৎকার দেন তিনি।

এদিকে এ বক্তব্যের পরপরই টেলিভিশনে দেওয়া পৃথক বক্তব্যে গণভোটের তীব্র নিন্দা জানিয়েছেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ। তিনি বলেছেন, ‘গণভোট আয়োজনকারীরা নিজেদের অপরাধীর পর্যায়ে নিয়ে গেছে।’ স্পেন এখন কঠিন সময় পার করছে উল্লেখ করে দেশের সবাইকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এ গণভোটের কারণে উত্তর-পূর্বাঞ্চলের কাতালোনিয়ার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে, এমনকি স্পেনের সামগ্রিক অর্থনীতিও প্রভাবিত হবে বলে সতর্ক করেছেন রাজা ষষ্ঠ ফিলিপ। তবে দ্রুতই স্পেন এ সংকট কাটিয়ে উঠবে বলেও জানান তিনি।

কিন্তু রাজার এ বক্তব্যের আগে নিজের সংক্ষিপ্ত বক্তব্যে কাতালোনিয়ার স্বাধীনতার কথাই বলেছেন কার্লোস পুইজমন্ট। শিগগিরই কাতালোনিয়ার নতুন ও স্বাধীন সরকার গঠন করা হবে বলেও জানান তিনি।

কাতালোনিয়া আঞ্চলিক সরকারের প্রধান কার্লোস পুইজমন্ট

এসময় কাতালোনিয়া আঞ্চলিক সরকারের প্রধান কার্লোস পুইজমন্ট বলেন, ‘এখন মাদ্রিদ সরকারের সঙ্গে কাতালোনিয়ার আঞ্চলিক সরকারের কোনও প্রকার সম্পর্ক নেই।’ কাতালোনিয়ার গণভোটকে স্পেনের অভ্যন্তরীণ ব্যাপার বলে ইউরোপিয়ান কমিশন দেওয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন তিনি। স্পেনের বর্তমান সরকার যদি এখন আঞ্চলিক সরকারের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বা কাতালোনিয়ার স্বাধীনতার উদ্যোগে বাধা দেয় তাহলে কী হবে, এমন প্রশ্নের জবাবে কার্লোস পুইজমন্ট বলেন, ‘পরিস্থিতি বদলে গেছে। সেটি অনেক বড় ভুল হবে।’

এ গণভোটকে কেন্দ্র এখন পর্যন্ত প্রায় ৯শ’ স্বাধীনতাকামী ও ৩৩ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। নগর পুলিশের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, শুধুমাত্র বার্সেলোনার রাস্তাতেই এখন প্রায় সাত লাখ বিক্ষোভকারী অবস্থান নিয়েছে। গণভোটের সময় থেকেই স্বাধীনতাকামীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ আন্দোলকারীদের। তবে গণভোটে স্বাধীনতার পক্ষে বিপুল সংখ্যক ভোট পড়ায় তাদের দাবি বাস্তবায়নে ক্রমেই লোকসংখ্যা বাড়ছে রাস্তায়। 

উল্লেখ্য, কাতালোনিয়ার জনসংখ্যা ৭৫ লাখ। সুইজারল্যান্ডের জনসংখ্যার সমান। স্পেনের মোট জনসংখ্যার ১৬ শতাংশ এই কাতালোনিয়ায়। স্পেনের উত্তর-পূর্বের এই প্রদেশটির রাজধানী বার্সেলোনা। তাদের আছে নিজস্ব ভাষাও। বার্সেলোনা বিশ্বের অত্যন্ত জনপ্রিয় শহরগুলোর একটি, ফুটবল এবং একইসঙ্গে পর্যটনের কারণে। স্পেনের মোট আয়ের ২০ শতাংশ আসে কাতালোনিয়া থেকে। ইউরোজোনের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ স্পেনের জাতীয় বাজেটের একটা বড় অংশ আসে কাতালোনিয়ার জনগণের দেওয়া রাজস্ব থেকে। ফলে রাজনৈতিক সংকটের পাশাপাশি কাতালোনিয়ার অর্থনৈতিক প্রভাবের দিকটিও স্পেন সরকারের চিন্তার কারণ। এদিকে রবিবারের গণভোটে কাতালোনিয়ার প্রায় ২২ লাখ মানুষ অংশ নেয় যাদের ৯০ শতাংশই স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছেন। সূত্র: বিবিসি, রয়টার্স। 

/এএইচ/
সম্পর্কিত
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
এগোচ্ছে রাশিয়া, খারকিভে দুটি অঞ্চলে পিছু হটলো ইউক্রেন
ইউক্রেন নিয়ে চীনের শান্তি পরিকল্পনায় পুতিনের সমর্থন
সর্বশেষ খবর
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?