X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

ধর্ষণের হাত থেকে ইতালীয় তরুণীকে বাঁচালেন বাংলাদেশি আলমগীর

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০১৭, ২২:৪৩আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ২৩:১৭

গায়া গুরনোত্তা এবং হোসেইন আলমগীর ইতালির ফ্লোরেন্স শহরে সংঘবদ্ধ ধর্ষণের হাত থেকে এক তরুণীকে বাঁচিয়েছেন আলমগীর নামের বাংলাদেশি বংশোদ্ভূত একজন ফুল বিক্রেতা। ঘটনার পর ভুক্তভোগী নারী গায়া গুরনোত্তা (২৫) ফেসবুকে দেওয়া এক পোস্টে ঘটনার পুরো বিবরণ তুলে ধরেন। এতে তিনি আলমগীরের নিঃস্বার্থ সাহসিকতার প্রশংসা করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।

প্রতিবেদনে বলা হয়, পিজা ডেলা রিপাবলিকার পাশের রাস্তায় হাঁটার সময় ধর্ষণের উদ্দেশ্যে ওই তরুণীর পিছু নেয় ২৫ মদ্যপ। এ সময় তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তারা তাকে অশ্লীল ভাষায় গালমন্দ করে। তবে শেষ পর্যন্ত হোসেইন আলমগীরের (৫৮) সহায়তায় দুবৃত্তদের হাত থেকে বেঁচে যান ওই তরুণী।

ফেসবুকে দেওয়া এক পোস্টে গায়া গুরনোত্তা লিখেছেন, ‘রাত সাড়ে ১১ টার দিকে রাস্তায় একা হাঁটতে বেরিয়েছিলাম। এরপর মাতালরা আমার পিছু নেয়। তারা যেভাবে আমাকে ঘিরে রেখেছিল তা অবর্ণনীয়। তারা বলতে থাকে, আমাদের সঙ্গে চলো, আমরা তোমাকে ভালো সময় দেবো, ২৫ জনের বিপরীতে একজন একটা চমৎকার রাত। চল একসঙ্গে মজা করি।’

গায়া গুরনোত্তা বলেন, ‘আমার দিকে থুতু নিক্ষেপ করা হয়। অন্যরা তাদের মোবাইলে এ দৃশ্য ধারণ করতে থাকে।’

গায়া গুরনোত্তা'র পোস্টের স্ক্রিনশট: 

ধর্ষণের হাত থেকে ইতালীয় তরুণীকে বাঁচালেন বাংলাদেশি আলমগীর

.

ধর্ষণের হাত থেকে ইতালীয় তরুণীকে বাঁচালেন বাংলাদেশি আলমগীর ঘটনাস্থল এলাকায় থাকা একজন ফটোগ্রাফার জানান, প্রস্তাব উপেক্ষা করায় গায়া গুরনোত্তাকে যৌনকর্মী বলে গালি দেয় মাতাল দুর্বৃত্তরা। এক পর্যায়ে তারা তাকে অস্ত্রের মুখে টেনে নিয়ে যেতে থাকে।

গোলমাল টের পেয়ে বাংলাদেশি বংশোদ্ভূত ফুল বিক্রেতা হোসেইন আলমগীর সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন। গায়া গুরনোত্তাকে উদ্ধারের পর একটি নিরাপদ স্থানে নিয়ে গিয়ে তাকে খেতে দেন আলমগীর। মানসিক অবসাদ কাটিয়ে উঠতে তাকে একটি গোলাপ উপহার দেন।

গায়া গুরনোত্তা লিখেছেন, হোসেইন যখন আমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিল তখনও তারা আমাকে যৌনকর্মী বলে গালি দিতে থাকে। হোসেইনের মতো মানুষদের জন্য পৃথিবীকে ধন্যবাদ; যারা কোনও প্রতিদান ছাড়াই সাহায্য করে। তার চেহারা কখনও ভুলবো না।

উল্লেখ্য, ২০০৫ সাল থেকে ইতালিতে বাস করছেন হোসেইন আলমগীর। ফলে সেখানকার অনেক কিছুই তার চেনাজানা।

/এমপি/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
টেকনাফে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৬
টেকনাফে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৬
সিলেটে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
সিলেটে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
ফোরাম থেকে ব্যারিস্টার খোকনের অব্যাহতির আদেশ প্রত্যাহার
ফোরাম থেকে ব্যারিস্টার খোকনের অব্যাহতির আদেশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন