X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সপরিবারে ফ্রান্সে হারিরি, ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাতের অপেক্ষায়

বিদেশ ডেস্ক
১৮ নভেম্বর ২০১৭, ১৬:০২আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১৬:৩৬
image

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে সাড়া দিয়ে সৌদি আরব থেকে সপরিবারে প্যারিস পৌঁছেছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। শনিবার (১৮ নভেম্বর) সকালে তিনি প্যারিসে পৌঁছান বলে হারিরির প্রেস অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে।

লেবাননের প্রধানমন্ত্রী হারিরি
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফ্রান্সের স্থানীয় সময় দুপুরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দেখা করবেন তিনি। হারিরি, তার স্ত্রী এবং পুত্রের সৌজন্যে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।

শনিবার টুইটারে লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আউন বলেছেন, দুই সপ্তাহেরও বেশি সময় ধরে বাইরে থাকার পর ২২ নভেম্বর দেশের স্বাধীনতা দিবস উদযাপনে অংশ নিতে হারিরি বৈরুতে ফেরার পরিকল্পনা করছেন।

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলার পর গত বুধবার ফরাসি প্রেসিডেন্ট এক বিবৃতিতে হারিরিকে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানান।  শুক্রবার ম্যাক্রোঁ বলেন, হারিরিকে প্রধানমন্ত্রীর সম্মান দিয়েই স্বাগত জানাবে ফ্রান্স। হারিরিকে একদিন বা সপ্তাহের মধ্যেই লেবাননে ফেরত পাঠানোর ব্যাপারে তিনি আশাবাদী। শুক্রবার সুইডেনের গোথেনবার্গে এক অনুষ্ঠানে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘পদত্যাগের ঘোষণা দেওয়ার পরও আমি তাকে (হারিরি) প্রধানমন্ত্রীর সম্মান দিয়েই স্বাগত জানাতে চাই। কারণ ওই পদত্যাগপত্র এখন তার দেশ গ্রহণ করেনি।’

লেবানন ইস্যুতে আন্তর্জাতিক চাপের মুখে শুক্রবার সৌদি পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন, ‘হারিরি যখন খুশি তখনই যেখানে ইচ্ছা যেতে পারেন।’

উল্লেখ্য, ৪ নভেম্বর সৌদি আরব থেকে দেওয়া এক টেলিভিশন ভাষণে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন হারিরি। এরপর থেকে তিনি সৌদি আরবে ছিলেন। লেবাননের দাবি,পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য করে দেশটির প্রধানমন্ত্রীকে বলপূর্বক আটকে রেখেছে সৌদি কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতেও ইঙ্গিত দেওয়া হয় ইরানকে ঠেকাতে সৌদি আরব লেবাননকে নাট্যমঞ্চ বানিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে লেবাননের প্রেসিডেন্ট জানান,দেশে না ফিরলে হারিরি’র পদত্যাগপত্র গ্রহণযোগ্য নয়।

/এফইউ/
সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
অভিষেকে আস্থার প্রতিদান দিলেন তানজিদ
অভিষেকে আস্থার প্রতিদান দিলেন তানজিদ
এখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
২৮ অক্টোবর বিএনপির সমাবেশে সহিংসতাএখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা