X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ইরান ও হিজবুল্লাহ ইস্যুতে জরুরি বৈঠকে সৌদি জোট

বিদেশ ডেস্ক
১৯ নভেম্বর ২০১৭, ১৬:৩৭আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৬:৩৮
image

ইরান ও তাদের সমর্থিত বাহিনী হিজবুল্লাহর বিষয়ে আলোচনা করতে জরুরি বৈঠকে বসছে সৌদি নেতৃত্বাধীন জোট। রবিবার মিসরের রাজধানী কায়রোতে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

ইরান ও হিজবুল্লাহ ইস্যুতে জরুরি বৈঠকে সৌদি জোট

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব ও অন্যান্য আরব দেশের পররাষ্ট্র মন্ত্রীরা এই বৈঠকে অংশ নেবেন। দেশগুলোর দাবি, ইরান ও হিজবুল্লাহ অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।

গত দুই সপ্তাহ ধরে সুন্নিপন্থী সৌদি আরব ও শিয়াপন্থী ইরানের মধ্যে চলছে ছায়াযুদ্ধ। আধিপত্য বিস্তারের খেলায় মেতেছে মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তি। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই ইরানকে ঐতিহাসিক ও ধর্মীয় ক্ষেত্রে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে আসছে সৌদি আরব। সৌদি আরবের আশঙ্কা, ইরান তাদের চ্যালেঞ্জ জানাতে পারে। ইরাকযুদ্ধ ও আরব বসন্তের সুযোগ নিয়ে বাড়াতে পারে আঞ্চলিক প্রভাব। বাগদাদ, দামেস্ক, সানা ও বৈরুতের ধারাবাহিকতায় তেহরান মধ্যপ্রাচ্যের বাদবাকি দেশগুলোকে নিজেদের কব্জায় নিতে পারে বলেও আশঙ্কা রয়েছে সৌদি আরবের। এই বাস্তবতায় মধ্যপ্রাচ্যে নিজেদের কর্তৃত্ব নিরঙ্কুশ করার লড়াইয়ে নেমেছে তারা। দেশের অভ্যন্তরে দুর্নীতিবিরোধী লড়াইয়ের নামে আর ইরানঘনিষ্ঠ  ইয়েমেন-লেবাননের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অভিযোগ তুলে তেহরানবিরোধী ছায়াযুদ্ধ শুরু করে সৌদি আরব।

এরই অংশ হিসেবে ৪ নভেম্বর পদত্যাগ করেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। সৌদি এ মিত্র দাবি করেন, ইরান ও হিজবুল্লাহর কারণেই পদত্যাগ করছেন তিনি।

সশস্ত্র রাজনৈতিক দল হিজবুল্লাহ লেবানন সরকারের অংশ। দেশটিতে তারাই রাজনৈতিকভাবে বেশি শক্তিশালী। দেশটির প্রেসিডেন্ট মিশেল আউনও হিজবুল্লাহর সমর্থক।

মিসরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিনা জানায়, মিসরে জরুরি এই বৈঠক ডেকেছে সৌদি আরব। তাদের ডাকে সাড়া দিয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল জুবায়ের রয়টার্সকে বলেন, ইরানের ‘আগ্রাসন’ নিয়েই কথা বলবেন তারা।

আরব লিগের সহকারী সচিব হোসাম জাকি বলেন, ‘আরব দেশগুলোর সঙ্গে ইরান যা করছে তার বিরুদ্ধে এক হতে চাইছে সবাই। তাদেরকে থামাতে যৌথ নীতি প্রয়োজন।’

তিনি জানান, এই বৈঠকের মাধ্যমে ইরানকে ‘শক্ত বার্তা’ দেওয়া হবে। মিসরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল আহরাম জানায়, আরব দেশগুলো এই ইস্যু জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুলতে পারে।

৪ নভেম্বর ইয়েমেন থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ বিমানবন্দরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথি বিদ্রোহীরা। আকাশেই সেই হামলা প্রতিহত করে সৌদি বিমান বাহিনী। তবে এজন্য ইরানকে দায়ী করে তারা। তাদের দাবি, ইরানের সরবরাহকৃত অস্ত্র দিয়েই হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা।

এজন্য ইয়েমেনের স্থল, জল ও আকাশপথে অবরোধ আরোপ করে সৌদি নেতৃত্বাধীন জোট। তাদের যুক্তি ইরান যেন অস্ত্র সরবরাহ করতে না পারে সেজন্যই এই অবরোধ। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ইরান।

পুরো পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কায়রোতে বৈঠকে বসছে আরব দেশগুলো। তবে অংশ নাও নিতে পারেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী। দেশটির প্রধানমন্ত্রী বর্তমানে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে ফ্রান্স সফরে রয়েছেন। সেখান থেকেই চলতি সপ্তাহে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী সাদ হারিরি। তিনি জানান, বুধবার দেশটির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি।

/এমএইচ/
সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার
ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার
গরু কিনতে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত
গরু কিনতে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী
রাফাহ শহরের একাংশ থেকে ফিলিস্তিনিদের সরে যেতে বললো ইসরায়েল
সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি?রাফাহ শহরের একাংশ থেকে ফিলিস্তিনিদের সরে যেতে বললো ইসরায়েল
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?