X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সিরিয়া নিয়ে বৈঠকে পুতিন, রুহানি ও এরদোয়ান

বিদেশ ডেস্ক
১৯ নভেম্বর ২০১৭, ১৮:৪০আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৮:৫০
image

সিরিয়ার সংকট নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া, ইরান ও তুরস্ক। রাশিয়ার উপকূলীয় শহর সোচিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আয়োজনে এই বৈঠকে অংশ নেবের ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। রবিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

সিরিয়া নিয়ে বৈঠকে পুতিন, রুহানি ও এরদোয়ান

প্রতিবেদনে বলা হয়, বুধবার এই বৈঠক শুরুর আগে রবিবার আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে তুরস্কে। সেখানে অংশ নেবেন তিন দেশের পররাষ্ট্র মন্ত্রীরা।

সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারে জাতিসংঘ মিশনের তদন্ত কার্যক্রমে রাশিয়ার ভোটো দেওয়ার কিছুদিনের মধ্যেই এই বৈঠক আয়োজিত হচ্ছে। এদিকে ইরান ও হিজবুল্লাহ ইস্যুতে মিসরে আলোচনায় বসছে সৌদি নেতৃত্বাধীন জোট।

জাতিসংঘের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হেলি বলেছেন, সিরিয়ার রাসায়নিক হামলা তদন্তে রাশিয়া বাধা দিচ্ছে। এতে করে সিরিয়ায় ভবিষ্যত শান্তি বিনষ্ট হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা কি করে নিশ্চিত হবো যে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা করতে চাইছে রাশিয়া। সোচিতে রাশিয়ার রাজনৈতিক আলোচনায় কেউ কিভাবে অংশ নেয়।’

পুতিনের মুখপাত্র দিমিত্রি পেস্কোভের মতে, এই বৈঠকে তিনটি দেশই অংশ নেবে। কারণ তারাই এই মুহূর্তে ‘সিরিয়া রাজনৈতিক ও নিরাপত্তা স্থিতিশীলতা’ নিশ্চিত করতে পারবে।

২০১৬ সালের ডিসেম্বরে এই তিন দেশই সিরিয়ায় অস্ত্রবিরতির চেষ্টা করেছিলো। শান্তি আলোচনাও হয়। তবে তুরস্ক এখনও সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিপক্ষে অবস্থান করছে। বাশারকে সমর্থন দিচ্ছে রাশিয়া ও ইরান।

তবে গত ছয়মাসে সিরিয়ায় অবস্থার উন্নতির জন্য এই জোটকে কৃতিত্ব দিয়েছেন তুর্কি পররাষ্ট্র মন্ত্রী মেভলুথ কাভুসোগলু। তিনি বলেন, ‘আলেপ্পোর ঘটনার পর থেকে আমরা রাশিয়াকে সমর্থন দিচ্ছি। এতে অবস্থার অনেক উন্নতি হয়েছে। আমাদের সঙ্গে ইরানও যুক্ত হয়েছে। আর এখন ফলাফল স্পষ্ট। আগের চেয়ে অনেকটা স্থিতিশীল সিরিয়া।’

তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম খান বলেন, সিরিয়ায় সহিংসতা বন্ধে ও মানবিক সহায়তা কিভাবে দ্রুত পৌঁছানো যায় সেটা নিয়ে আলোচনা করবেন তিন নেতা।

সিরিয়ায় একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমাধান খুঁজবে তিন দেশ। রুশ বার্তা সংস্থা তাস জানায়, ইদলিবের পরিস্থিতিতে বিশেষ নজর রাখবে এই সম্মেলন। তিন দেশই সেখানে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে।

২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে এখন পর্যন্ত চার লাখেরও বেশি মানুষ মারা গেছেন। বাস্তুহারা হয়েছেন লাখ লাখ মানুষ।

/এমএইচ/
সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী