X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের বক্তব্যের নিন্দা উ. কোরিয়ার

বিদেশ ডেস্ক
২৩ নভেম্বর ২০১৭, ০৮:৫৯আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১২:৫৮
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক দেশ হিসেবে অভিহিত করে যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং। দেশটির দাবি, ট্রাম্পের বক্তব্য ‘মারাত্মক উস্কানিমূলক’। বৃহস্পতিবার ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

ট্রাম্পের বক্তব্যের নিন্দা উ. কোরিয়ার

প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র উৎপাদনের যে সিদ্ধান্ত নিয়েছে তা যে যথার্থ ছিল ট্রাম্পের বক্তব্য তার প্রমাণ।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বলেছে, সন্ত্রাসবাদের সঙ্গে দেশটির কোনো সম্পর্ক নেই এবং যুক্তরাষ্ট্র পিয়ংইয়ং-এর বিরুদ্ধে কী অভিযোগ আনল তা মোটেই গুরুত্বপূর্ণ নয়। উত্তর কোরিয়াকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক আখ্যা দিয়ে তারা পিয়ংইয়ংকে ধ্বংস করে ফেলতে চায়।

গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক মন্ত্রিসভার বৈঠকে উত্তর কোরিয়াকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদে সমর্থন দেওয়ার দায়ে অভিযুক্ত করেন। তিনি দাবি করেন, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে এই অভিযোগ অনেক আগেই উত্থাপন করা উচিত ছিল।

আন্তর্জাতিক সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক দেশগুলোর মার্কিন তালিকায় এর আগেও উত্তর কোরিয়ার নাম ছিল। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ ২০০৮ সালে ওই তালিকা থেকে উত্তর কোরিয়ার নাম বাদ দেন। উত্তর কোরিয়ার ঘোষিত প্রধান পরমাণু স্থাপনা ‘ইয়ংবিয়ন’-এ মার্কিন পরিদর্শকদের প্রবেশ করতে দেয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে একটি সমঝোতা অর্জনের লক্ষ্যে ওই কাজ করেন বুশ।

সে সময়  মার্কিন সরকারের ওই উদ্যোগকে স্বাগত জানিয়ে পিয়ংইয়ং বলেছিল, দেশটি তার পরমাণু স্থাপনাগুলো অকার্যকর করার উদ্যোগ নেবে। তবে সম্প্রতি ট্রাম্প ও কিম জংয়ের পাল্টাপাল্টি বক্তব্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তুরস্ক নৌবাহিনীর যুদ্ধজাহাজ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে
তুরস্ক নৌবাহিনীর যুদ্ধজাহাজ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে
কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা, খাদ্যমন্ত্রীর হুঁশিয়ারি
কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা, খাদ্যমন্ত্রীর হুঁশিয়ারি
গাজায় ত্রাণ প্রবেশের প্রধান দুটি ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল: জাতিসংঘ
গাজায় ত্রাণ প্রবেশের প্রধান দুটি ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল: জাতিসংঘ
পিছিয়ে পড়েও সানডে-ইমনের গোলে ফাইনালে মোহামেডান
পিছিয়ে পড়েও সানডে-ইমনের গোলে ফাইনালে মোহামেডান
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল