X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

জেরুজালেমের সীমানায় কোনও পরিবর্তন মেনে নেবে না ফিলিস্তিন

বিদেশ ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৭, ১৮:৫২আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ১৯:০৭

১৯৬৭ সালে নির্ধারিত পূর্ব জেরুজালেমের সীমানায় কোনও পরিবর্তন মেনে নেবে না বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। আর জেরুজালেমের ওয়েস্টার্ন ওয়াল বা আল বুরাক ওয়াল ইসরায়েলের অংশ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনি মুখপাত্র নাবিল আবু রুদেইনা

ওয়াফা নিউজ এজেন্সি’র বরাত দিয়ে আনাদুলো জানায়, ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেইনা এক বিবৃতিতে বলেন,‘১৯৬৭ সালের পূর্ব জেরুজালেমের সীমানায় কোনও পরিবর্তন মেনে নেবে না তারা।’ এসময় যুক্তরাষ্ট্রের প্রসঙ্গে তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন পুরোপুরিভাবে শান্তি প্রক্রিয়ার বাইরে আছে।’ তিনি আরও বলেন, ‘মার্কিন নীতি আন্তর্জাতিক আইন ভঙ্গের পাশাপাশি দখলদারিত্বকে আরও সংহত করছে।’

এদিকে শুক্রবার যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, ওয়াশিংটন আশা করে জেরুজালেমের পুরোনো নগরীর ওয়েস্টার্ন ওয়াল (আল বুরাক ওয়াল) ইসরায়েলের অংশ হবে।

ইসরায়েল-ফিলিস্তিনি সংকটের সবচেয়ে স্পর্শকাতর বিষয় জেরুজালেম। ১৯৮০ সালে ইসরায়েল জেরুজালেমকে রাজধানী ঘোষণা করলেও আন্তর্জাতিক সম্প্রদায় তা সমর্থন করেনি। আর ফিলিস্তিনিরা চায় দখলকৃত পূর্ব জেরুজালেম যেন তাদের রাজধানী হয়। এ দ্বন্দ্বের কারণে জেরুজালেমে কোনও দেশ দূতাবাস স্থাপন করেনি। সবগুলো দূতাবাসই তেল আবিবে অবস্থিত।

মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির বাইরে গিয়ে গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। আর ফিলিস্তিনে শুরু হয়েছে তীব্র বিক্ষোভ। ফিলিস্তিনের পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হচ্ছে ইসরায়েলি বাহিনীর। এরপরও প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে। ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে ফিলিস্তিনিরা ইন্তিফাদার অন্যতম হাতিয়ার পাথর আর গুলতি নিয়ে রাস্তায় নেমে পড়েছে।

 

 

/আরএ/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
উ. কোরিয়ার হুমকির মুখে কূটনৈতিক সতর্কতা বাড়ালো দ. কোরিয়া
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা