X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

অবসরে যাচ্ছেন কিউবার নেতা রাউল কাস্ত্রো

বিদেশ ডেস্ক
২৩ ডিসেম্বর ২০১৭, ১১:২৮আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৭, ১১:৩৪

অবসরে যাচ্ছেন কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো (৮৬)। ২০১৮ সালের ১৯ এপ্রিল তিনি পদত্যাগ করবেন। হাভানার ন্যাশনাল এসেম্বলির অধিবেশনে রাউল কাস্ত্রো নিজেই এ ঘোষণা দেন। প্রাকৃতিক দুর্যোগের ফলে উদ্ভূত পরিস্থিতিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি প্রত্যাশিত মেয়াদের চেয়ে দুই মাস বেশি ক্ষমতায় থাকছেন। পদত্যাগের আগেই তার উত্তরসূরি বাছাই করবে দেশটির গভর্নিং কাউন্সিল। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

রাউল কাস্ত্রো এর আগে রাউল ঘোষণা দিয়েছেন, তিনি আর নতুন মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন না। ফলে কমিউনিস্টশাসিত কিউবায় তার পদত্যাগের মধ্য দিয়ে দেশটির দীর্ঘ ছয় দশকের কাস্ত্রো জামানার অবসান ঘটবে।

বামপন্থী বিপ্লবের মাধ্যমে ১৯৫৯ সালে কিউবার ক্ষমতায় আসেন ফিদেল কাস্ত্রো। ফিদেলের উত্তরসূরি হিসেবে ২০০৮ সালের ২৪ ফেব্রুয়ারি দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন তার ভাই রাউল কাস্ত্রো। এখন রাউলের বিদায়ের পর ৫৭ বছরের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল (৫৭) নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নিতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

বৃহস্পতিবার কিউবার ন্যাশনাল এসেম্বলির অধিবেশনে রাউল কাস্ত্রোর পদত্যাগের সময়সীমা চূড়ান্ত করা হয়। অধিবেশনে তিনি বলেছেন, নতুন ন্যাশনাল অ্যাসেম্বলি গঠনের পর রাষ্ট্র ও সরকারপ্রধান হিসেবে আমার দ্বিতীয় ও শেষ মেয়াদের পরিসমাপ্তি ঘটবে। কিউবা একজন নতুন প্রেসিডেন্ট পাবে।

কিউবার নির্বাচনি বিধিমালা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে রাউল কাস্ত্রোর পদত্যাগের কথা রয়েছে। কিন্তু গত সেপ্টেম্বরে আঘাত হানা শক্তিশালী সামুদ্রিক ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন পিছিয়ে গেছে। ফলে নির্ধারিত মেয়াদের চেয়ে দুই মাস বেশি সময় ক্ষমতায় থাকছেন রাউল কাস্ত্রো।

/এমপি/
সম্পর্কিত
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার