X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ল্যাকটালিসের গুঁড়ো দুধে ব্যাকটেরিয়া: সংক্রমণের ঝুঁকিতে ৮৩ দেশ

বিদেশ ডেস্ক
১৪ জানুয়ারি ২০১৮, ১৯:০১আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ১৯:৫১
image

ফরাসি কোম্পানি ল্যাকটালিস-এর প্রস্তুতকৃত শিশু গুঁড়ো দুধে ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া যায় গত বছরের ডিসেম্বরে। তখন থেকে রবিবার পর্যন্ত বিশ্বের ৮৩টি দেশ থেকে নিজেদের তৈরি ১ কোটি ২০ লাখেরও বেশি গুঁড়ো দুধের বাক্স প্রত্যাহার করার কথা জানিয়েছে ল্যাকটালিস। তবে চলমান প্রত্যাহার কর্মসূচির মধ্যেই দুটি ভোক্তা দেশের ৩৬ জন গ্রহীতার মধ্যে ক্ষতিকর ওই ব্যাকটেরিয়ার প্রভাব শনাক্ত করা হয়েছে। ওই দুধ থেকে সংক্রমণের ঝুঁকির কথা স্বীকার করেছে ল্যাকটালিস। উল্লেখ্য, স্যালমোনেলার কারণে প্রচণ্ডরকমের ডায়রিয়া হয়, পেটে ব্যথা হয়, বমি হয় এবং পানিশূন্যতা দেখা দেয়। এটি জীবনঘাতী পর্যন্ত হতে পারে, বিশেষ করে শিশুদের জন্য।
৮৩টি দেশ থেকে গুঁড়োদুধ প্রত্যাহার করছে ল্যাকটালিস

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, দুধ প্রত্যাহারের কার্যক্রম শুরু হয়েছিল গত ডিসেম্বরে। বাচ্চারা ল্যাকটালিসের দুধ পান করার পর অসুস্থ হয়ে পড়েছে উল্লেখ করে অভিভাবকরা শত শত মামলা দায়েরের পর ওই কোম্পানির কারখানায় তদন্ত শুরু হয়। সেসময় ল্যাকটালিসের একটি কারখানায় স্যালমোনেলা ব্যাকটেরিয়ার অস্তিত্ব আবিষ্কার হয়। এর প্রেক্ষিতে ডিসেম্বরে বাজার থেকে গুঁড়োদুধ প্রত্যাহার করে নিতে শুরু করে কোম্পানিটি। প্রত্যাহারকৃত পণ্যের মধ্যে রয়েছে পিকট, মিলুমেল এবং তারানিস ব্র্যান্ডের গুঁড়ো দুধ।

রবিবার (১৪ জানুয়ারি) ল্যাকটালিস কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা এমানুয়েল বেসনিয়ের জানান, ‘আমাদের পদক্ষেপকে আমলে নেওয়া উচিত। বাজারে থাকা ১ কোটি ২০ লাখেরও বেশি গুঁড়ো দুধের বাক্স সরিয়ে নিচ্ছি আমরা।’ তার দাবি, সব দুধ প্রত্যাহারের নির্দেশ দেওয়ায় পণ্য বিতরণকারীদেরকে কোনটি ভালো আর কোনটি সংক্রমিত তা খুঁজে বের করতে হিমশিম খেতে হবে না।

তবে চলমান প্রত্যাহার প্রক্রিয়া স্যালমোনেলা ব্যাকটেরিয়ার সংক্রমণ রুখতে পারেনি। এরইমধ্যে কেবলমাত্র ফ্রান্সের স্যালমোনেলা ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছে ৩৫ জন, আর স্পেনে আক্রান্ত হয়েছে ১ জন। এদিকে কারখানায় ব্যাকটেরিয়ায় প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার খবর ল্যাকটালিস কর্তৃপক্ষ আড়াল করতে চাইছে বলে অভিযোগ উঠেছে। তবে ফরাসি সংবাদপত্র 'জার্নাল দু দিমানচে'কে দেওয়া সাক্ষাৎকারে ল্যাকটালিসের প্রধান নির্বাহী তা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘এই ব্যাপারে অভিযোগ রয়েছে এবং আমরা তা তদন্ত করব। এক্ষেত্রে আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা দেব।’ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতা প্রদানেরও আশ্বাস দিয়েছেন তিনি।

শুক্রবার ফরাসি কর্তৃপক্ষ জানায়, গ্রিসে আরেকজন সম্ভাব্য আক্রান্তকে পরীক্ষা করা হচ্ছে। ল্যাকটালিস কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা এমানুয়েল বেসনিয়ের ফরাসি সংবাদমাধ্যমের কাছে স্বীকার করেছেন, যে বাজারে থাকা তাদের গুঁড়ো দুধগুলোতে দুষণজনিত সংকট থাকতে পারে। ওই কোম্পানি নিজেই আশঙ্কা করছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় ফ্রান্সের ক্রেয়নে তাদের সেলিয়া কারখানার সংস্কার কার্যক্রমের  সময় ওই সংক্রমণ হয়ে থাকতে পারে। খোদ কোম্পানির পক্ষ থেকে এমন আশঙ্কার কথা জানানোর পর ওই দুধের ৮৩টি ভোক্তা দেশেই ব্যাকটেরিয়া সংক্রমণের আশঙ্কা সামনে এসেছে। ল্যাকটালিস কোম্পানির এক মুখপাত্র বিবিসিকে বলেন, ইউরোপ, এশিয়া, ল্যাটিন আমেরিকা ও আফ্রিকার যেসব দেশে এর প্রভাব পড়েছে সেগুলোকে এরইমধ্যে এই ব্যাপারে অবহিত করা হয়েছে। তবে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় এর প্রভাব পড়েনি বলে দাবি করেন তিনি।
ল্যাকটালিস গ্রুপ হলো বিশ্বের বৃহত্তর একটি দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান। ৪৭টি দেশে এর ২৪৬টি উৎপাদনস্থল রয়েছে। কেবল ফ্রান্সেই প্রতিষ্ঠানটিতে ১৫ হাজার মানুষ কাজ করছে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
সর্বশেষ খবর
ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী, চলছে  জিজ্ঞাসাবাদ
ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী, চলছে জিজ্ঞাসাবাদ
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
আইপিএলের সময়ে হবে পিএসএল!
আইপিএলের সময়ে হবে পিএসএল!
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি