X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ফিলিস্তিনিদের জন্য বরাদ্দ কমিয়ে দেওয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিন্দার ঝড়

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৮, ১৬:৩২আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১৯:১৫
image

জাতিসংঘের ত্রাণবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ-তে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য বরাদ্দকৃত সহায়তার পরিমাণ অর্ধেকে নামিয়ে আনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো। তাদের অভিযোগ, অসহায় ফিলিস্তিনিদের বিপন্নতার কথা বিবেচনা না করে নিজেদের রাজনৈতিক এজেন্ডাকে বড় করে দেখেছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন দেশের পক্ষ থেকেও যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের নিন্দা জানানো হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি জানিয়েছে।

ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা প্রদান করে ইউএনআরডব্লিউএ
মঙ্গলবার (১৬ জানুয়ারি) ফিলিস্তিনিদের জন্য কাজ করা জাতিসংঘের ত্রাণবিষয়ক সংস্থাইউএনআরডব্লিউএ-তে বরাদ্দকৃত সহায়তার পরিমাণ অর্ধেকের বেশি কমিয়ে ফেলার ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দফতর। জানানো হয়, ফিলিস্তিনিদের জন্য ১২৫ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার কথা থাকলেও এইবার সেই বরাদ্দ কমিয়ে ৬০ মিলিয়ন ডলার করা হয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের নির্বাহী পরিচালক কেনেথ রথ ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে মঙ্গলবার (১৬ জানুয়ারি) একটি টুইট করেছেন। তিনি বলেন, ‘রাজনৈতিক এজেন্ডার কাছে নিজেদের সমর্পণ করে ফিলিস্তিনি শিশুদের জন্য নির্ধারিত মানবিক সহায়তার লাগাম টেনে ধরেছে ওয়াশিংটন।’  

নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের মহাসচিব জান এগেল্যান্ড মার্কিন সরকারকে সিদ্ধান্ত পাল্টানোর আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যজুড়ে থাকা অসহায় ফিলিস্তিনিদেরকে ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দেবে। পশ্চিম তীর, গাজা, লেবানন, জর্ডান এবং সিরিয়ায় থাকা লাখ লাখ শরণার্থী শিশু তাদের শিক্ষার জন্য এই সংস্থার (ইউএনআরডব্লিউএ) উপর নির্ভর করে। এই পদক্ষেপের কারণে তাদের বাবা-মায়েরাও সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত হবেন। এই নিরাপত্তা সুরক্ষা চাদরই তাদেরকে টিকে থাকার শক্তি যোগায়।’

টুইটারেও ফিলিস্তিনিদের জন্য মার্কিন সহায়তা কমিয়ে দেওয়ার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন এগেল্যান্ড। এক টুইটে তিনি বলেন, ‘ভালোভাবে খেয়ে পরে বেড়ে ওঠা মানুষদের মধ্যে রাজনৈতিক অসমঝোতাকে কেন্দ্র করে নিষ্পাপ শরণার্থী শিশুদের জন্য সহায়তা কমিয়ে দেওয়াটা আসলে মানবিক সহায়তার একটি বাজে রাজনীতিকীকরণ।’

ইউএনআরডব্লিউএ পরিচালিত একটি স্কুলে ফিলিস্তিনি শিশুরা
২০১৬ সালে ৩৫৫ মিলিয়ন ডলার সহায়তা করে যুক্তরাষ্ট্র। এই বছরও এমনটা করার কথা ছিল। তবে ২ জানুয়ারি ট্রাম্পের এক টুইট পরিস্থিতি অন্যরকম হওয়ার আভাস দেয়। টুইটে শান্তি প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন,‘আমরা ফিলিস্তিনিদের জন্য কোটি কোটি ডলার খরচ করি। কিন্তু তারা আমাদের যথাযথ সম্মান দেয় না। ফিলিস্তিনিরা শান্তি আলোচনা করতে চায় না। তাহলে আমাদের তাদের সাহায্য করার কী দরকার।?’

যুক্তরাষ্ট্রের পদক্ষেপের নিন্দা জানিয়ে ইউএনআরডব্লিউএ-তে সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘ইউএনআরডব্লিউএ-তে সহায়তা কমিয়ে দেওয়ার পদক্ষেপ দ্বিরাষ্ট্র সমাধান প্রচেষ্টাকে ব্যাহত করবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ক্ষুণ্ন হবে।’

রবিবার (১৪ জানুয়ারি) ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার সমালোচনা করেন। তিনি বলে,জেরুজালেমকে ইসরায়েলি রাজধানী হিসেবে দেওয়ায় তিনি যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনও শান্তি পরিকল্পনা মানবেন না। আব্বাস ট্রাম্পের শান্তি প্রস্তাবের সমালোচনা করে বলেন,“এখন আমরা ট্রাম্পকে ‘না’ বলব। আমরা তার পরিকল্পনা গ্রহণ করব না।” মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে ‘চূড়ান্ত চুক্তি’তে পৌঁছানোর যে অঙ্গীকার করেছেন তার প্রসঙ্গ টেনে আব্বাস আরও বলেন,“আমরা যাকে ‘শতাব্দীর চুক্তি’ বলে ডাকছি সেটি আসলে শতাব্দীর চপেটাঘাত।”
এর আগে ১৫ জানুয়ারি ইউএনআরডব্লিউএ-তে ফিলিস্তিনিদের জন্য মার্কিন বরাদ্দ কমার আভাস দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। সেখানে বলা হয়,জাতিসংঘের এই সংস্থায় মার্কিন সহায়তা কমানোর বিষয়টি জর্ডান ও লেবাননে চাপ সৃষ্টি করবে। চাপে পড়বে ফিলিস্তিনি কর্তৃপক্ষই। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে গাজা উপত্যকা। 

/এফইউ/
সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচন অর্থ ও সময়ের অপচয় মাত্র: সাইফুল হক
উপজেলা নির্বাচন অর্থ ও সময়ের অপচয় মাত্র: সাইফুল হক
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
ফসল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে: কৃষিমন্ত্রী
ফসল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে: কৃষিমন্ত্রী
মানবাধিকার সমুন্নত রেখে জনগণকে সেবা দিতে আইজিপির নির্দেশ
মানবাধিকার সমুন্নত রেখে জনগণকে সেবা দিতে আইজিপির নির্দেশ
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল