X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ট্রাম্পকে একহাত নিলেন হিনা রাব্বানি

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৮, ২২:২২আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ২৩:৪০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একহাত নিলেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার। ট্রাম্পকে টুইটারে আসক্ত উল্লেখ করে তার টুইটকে উপেক্ষা করার পরামর্শ দিয়েছেন এ রাজনীতিক। মার্কিন প্রেসিডেন্টের গণিতজ্ঞান নিয়েও উপহাস করেছেন হিনা রাব্বানি খার। বলেছেন, সামান্য গাণিতিক হিসাব করার জন্য ‘ব্যাপক প্রতিভাবান’ হওয়ার দরকার পড়ে না।

হিনা রাব্বানি খার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’কে দেওয়া সাক্ষাৎকারে হিনা রাব্বানি বলেন, ‘টুইটারে আসক্ত এই ব্যক্তি (ট্রাম্প) উটকো বিষয় নিয়েই বেশি টুইট করে। মনে হয়, ঘুম থেকে উঠে বিছানার কোন পাশে ছিলেন তাও তিনি টুইট করতে চান।’

পাকিস্তানকে তিন হাজার ৩০০ কোটি ডলার সহায়তা দেওয়া হয়েছে উল্লেখ করে ট্রাম্পের টুইট বার্তার সমালোচনা করেন হিনা রাব্বানি খার। তিনি বলেন, ‘আগের সব টুইটের চেয়ে এই টুইটের পর টুইটকারীকে নিয়ে আমাদের বেশি উদ্বিগ্ন হওয়া উচিত বলে আমি মনে করি।’

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি হলে টুইটের বদলে টুইটকারীকে নিয়ে বেশি উদ্বিগ্ন হতাম। কোনও পরাশক্তি যখন নিজেদের বিদেশ নীতি টুইট করে জানায় তখন তাকে উপেক্ষা করা উচিত।’

হিনা রাব্বানি খার বলেন, ‘তিনি (ট্রাম্প) উল্লেখ করেছেন আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে তিন হাজার ৩০০ কোটি ডলার নিয়েছি। কিন্তু আসলে ২০০১ সাল থেকে আমরা তাদের কাছ থেকে নিরাপত্তা সহায়তা বাবদ ৪৮০ কোটি ডলার নিয়েছি। আর বেসামরিক সহায়তার জন্য ৫৩০ কোটি ডলার পেয়েছি।’ সামান্য গাণিতিক হিসাব করার জন্য ‘ব্যাপক প্রতিভাবান’ হওয়ার দরকার পড়ে না।

পাকিস্তানকে দেওয়া যুক্তরাষ্ট্রের সহায়তা প্রত্যাহারে ট্রাম্পের সিদ্ধান্তেরও সমালোচনা করেন হিনা রাব্বানী খার। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তার উপর নির্ভরতা পাকিস্তানের জন্যই ক্ষতিকর। তার ভাষায়, ‘আমার মনে হয় না আমরা এর (মার্কিন সহায়তা) উপর বেশি নির্ভরশীল। পাকিস্তানের গত পাঁচ বছরের পোর্টফোলিওতেও দেখা যাবে তাদের ওপর আমাদের নির্ভরতার বিষয়টি অতিরঞ্জিত করে দেখানো হয়ে থাকে।’

আফগানিস্তানে সোভিয়েত যুদ্ধের সময় পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিষয়ে তিনি বলেন, তারা দুই দেশই (যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়ন) সুবিধাজনকভাবে সম্পর্ক থেকে বেরিয়ে গেছে। ক্ষতি বয়ে বেড়াতে হচ্ছে পাকিস্তানকে।

হিনা রাব্বানি খার বলেন, ‘আমাদের দেশে সব মুজাহিদিনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জনগণের মনে সন্ত্রাসী চরমপন্থী মনোভাব ঢুকিয়ে দেওয়া হয়েছে। আবার আমাদেরকেই তা মোকাবিলা করতে দিয়ে যুক্তরাষ্ট্র খুশি মনে প্রস্থান করেছে।’

তিনি আরও বলেন, ‘সোভিয়েত ইউনিয়নের হাত থেকে আফগানিস্তানকে মুক্ত করার প্রচেষ্টা পাকিস্তানি সমাজে চরমপন্থা ঢুকিয়ে দিয়েছে। এটি আমাদের সমাজের কাঠামোকে চিরদিনের জন্য পরিবর্তন করে ফেলেছে। আফগানিস্তানে বাস্তবতায় আমরা উদাসীন হতে পারি না। তালেবানদের উৎখাতের পর সেখানকার সব জায়গায় যুদ্ধাবস্থা বিরাজ করছে।’

/আরএ/এমপি/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
দায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস আজদায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
শাহীনের বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
শাহীনের বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু