X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসবাদ থেকে সরে এবার প্রতিদ্বন্দ্বী দেশগুলোর দিকে নজর যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
২০ জানুয়ারি ২০১৮, ০৮:৫০আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ১৪:০৭

আল কায়েদা, আইএসের মতো সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে পাশে সরিয়ে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর দিকে নজর দিয়ে নতুন প্রতিরক্ষানীতি ঘোষণা করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। নতুন জাতীয় প্রতিরক্ষা কৌশল প্রকাশের পর ওয়াশিংটনে ম্যাটিস এই আভাস দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রতিদ্বন্দ্বী চীন আর রাশিয়ার মতো দেশগুলোকে সতর্ক করে দিয়ে ম্যাটিস বলেছেন, ‘আমাদের চ্যালেঞ্জ করলে সেদিনই হবে আপনাদের দীর্ঘতম ও খারাপ দিন।’

মার্কিন সেনাবাহিনীর পুরনো ছবি

২০০১ সালের টুইটন টাওয়ারে হামলার পর থেকে মার্কিন প্রতিরক্ষানীতির কেন্দ্রস্থলে চলে আসে সন্ত্রাসবাদ। সেই নীতির আওতায় প্রথমে আফগান যুদ্ধ, পরে ইরাক ও সিরিয়ায় হামলা করে মার্কিন বাহিনী। দুই দশক পরে প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে চীন আর রাশিয়ার উত্থানের পর সেই সন্ত্রাসবাদ থেকে সরে আসার ইঙ্গিত মিলছে নতুন প্রতিরক্ষানীতিতে।

বিবিসি বলছে, ওয়াশিংটনে এক অনুষ্ঠানে ম্যাটিস রাশিয়ার দিকে ইঙ্গিত করে বলেছেন তারা আমেরিকার গণতন্ত্রের পরীক্ষায় হুমকি হয়ে উঠছে। তিনি মার্কিন কংগ্রেসের কাছে পর্যাপ্ত সামরিক বাজেট বরাদ্দের দাবি করেন। চলতি বছরের প্রস্তাবিত বাজেটে প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিরক্ষা ব্যয় দশ শতাংশ বা ৫ হাজার ৪০০ কোটি ডলার ব্যয় বাড়ানোর পরিকল্পনা করছেন। বৈদেশিক মানবিক সাহায্য খাতের ব্যয় সংকোচন করে এই খরচ মেটানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে বিবিসি।

জেমস ম্যাটিস মনে করেন ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রগুলোতে টিকে থাকতে হলে সামরিকখাতে নতুন টেকনোলোজির ব্যাপক সম্প্রসারণ করতে হবে। তার জন্য প্রয়োজন হবে বিশাল বিনিয়োগ। বিবিসি বলছে, এটা শুধু টাকা বিনিয়োগের বিষয় হবে না। কারণ বিগত বছরগুলোতে বিশাল সামরিক ক্ষতির কারণে বিনিয়োগের টাকা কংগ্রেস থেকে পাস করিয়ে আনা কঠিন হবে।

ট্রাম্প প্রশাসনের নতুন প্রতিরক্ষানীতিতে দেখা গেছে আগের ওবামা প্রশাসনের চিহ্নিত করা সম্ভাব্য হুমকিগুলো প্রায় একই রয়ে গেছে। তবে ভিন্নতা এসেছে তালের ক্রমতালিকায়।

আগে আল কায়েদা বা আইএসের মতো জিহাদি সামরিক বাহিনীগুলো ছিলো মূল কেন্দ্রে। তবে স্নায়ুযুদ্ধের সময়ের প্রতিদ্বন্দ্বী রাশিয়া আর চীনের প্রতি মনোযোগ বাড়ায় নতুন নীতিতে সরে গেছে তারা।

ম্যাটিস বলেছেন, চীন ও রাশিয়ার মতো শক্তিগুলোর কাছ থেকে আমাদের হুমকি বাড়ছে। তারা নিজেদের স্বৈরতান্ত্রিক মডেলে বিশ্বকেও গড়ে তুলতে চাইছে।

নতুন নীতির একটি সারসংক্ষেপ প্রতিরক্ষা বিভাগের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
উ. কোরিয়ার হুমকির মুখে কূটনৈতিক সতর্কতা বাড়ালো দ. কোরিয়া
‘যুক্তরাষ্ট্রে ৯০০ শিক্ষার্থী গ্রেফতারের ঘটনা বিএনপির অত্যাচারের কথা মনে করিয়ে দেয়’
সর্বশেষ খবর
ততৃীয় ধাপে উপজেলা নির্বাচন: মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৫৮৮ জন
ততৃীয় ধাপে উপজেলা নির্বাচন: মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৫৮৮ জন
মুঠোফোন কানে, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
মুঠোফোন কানে, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
পড়ার টেবিল দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজপড়ার টেবিল দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
পেঁয়াজ নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানালেন কৃষিমন্ত্রী
পেঁয়াজ নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানালেন কৃষিমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে