X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সেনা ক্যাম্পে হামলার ঘটনায় পাকিস্তানকে মূল্য দিতে হবে: ভারত

বিদেশ ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪৩
image

জম্মু ও কাশ্মিরে সেনা ক্যাম্পে হামলার ঘটনায় ‘পাকিস্তান সমর্থিত’ জঙ্গিদের দায়ী করে এর জন্য ইসলামাবাদকে মূল্য দিতে হবে বলে সতর্ক করেছে ভারত। সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিতারমন অভিযোগ করেন, জঙ্গিদের হোতারা যে পাকিস্তানে ফেরত গেছে সে ব্যাপারে ভারতের কাছে যথেষ্ট প্রমাণ আছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে।  

একটি মরদেহ নিয়ে যাচ্ছে ভারতীয় সেনারা
শনিবার (১০ ফেব্রুয়ারি) ভোরে জম্মু-কাশ্মিরের সুঞ্জওয়ানের সেনা ক্যাম্পের আবাসিক এলাকায় হামলা চালানোর পর একটি ভবনে ঢুকে পড়ে হামলাকারীরা। পরে তাদের ঘিরে সেনা ও পুলিশ ও প্যারামিলিটারি সদস্যরা অভিযান শুরু করে। ৩০ ঘণ্টা পর ওই অভিযান শেষ হয়। ওই ঘটনায় পাঁচ সেনা সদস্য, এক বেসামরিক ব্যক্তি ও তিন হামলাকারী নিহত হয়। এ হামলাকে কেন্দ্র ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। ভারতের দাবি, পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী জইশ-এ-মোহাম্মদ এই হামলা চালিয়েছে। অন্যদিকে পূর্ণাঙ্গ তদন্ত হওয়ার আগেই মন্তব্য করার জন্য ভারতের সমালোচনা করেছে পাকিস্তান।

সোমবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিতারমন হুমকি দিয়ে বলেছেন, এ ঘটনার জন্য পাকিস্তানকে ‘মূল্য দিতে হবে’।

সিতারমন বলেন, ‘পাকিস্তান সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বিস্তৃত করছে। অনুপ্রবেশের সহায়তার জন্য যুদ্ধবিরতির রঙ্ঘন করছে। এর জন্য পাকিস্তানকে মূল্য দিতে হবে।’

কোনও তদন্ত ছাড়াই এভাবে দায়ী করার সমালোচনা করে একটি বিবৃতি দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, ‘এটা পূর্বনির্ধারিত। কিছু হলেই পাকিস্তানকে দায়ী করতে থাকে ভারত।’

কাশ্মিরে সশস্ত্র বিদ্রোহ দমনে সরকারের নৃশংসতা আড়াল করতেই এই অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। কাশ্মির সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় কোনোরকম সামরিক অভিযান না চালানোর বিষয়েও সতর্ক করেছে দেশটি। বিবৃতিতে বলা হয়,‘আমরা আশা করি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে মানবাধিকার নিশ্চিত করতে ভারতকে চাপ দেবে বিশ্ব। একইসঙ্গে নিয়ন্ত্রণ রেখায় যেন তারা কোনও সামরিক অভিযান না চালায় সে আহ্বানও জানাই আমরা।’

/এফইউ/
সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
নিজ্জার হত্যায় তিন ভারতীয়কে গ্রেফতারের কড়া প্রতিক্রিয়া জানালো ভারত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
সর্বশেষ খবর
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের