X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সীমানা পুননির্ধারণ নিয়ে মালেশিয়ার বিরোধী দলের আপত্তি

বিদেশ ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৪১আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৫৩

 

কয়েকটি নির্বাচনী এলাকার সীমানা পুননির্ধারণ করার পরিকল্পনা চূড়ান্ত করেছে মালেশিয়ার সরকার।  আগস্টে অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রধানমন্ত্রী নজিব রাজ্জাককে সুবিধা পাইয়ে দিতেই ওই পরিকল্পনা করা হচ্ছে দাবি করে মঙ্গলবার তাতে আপত্তি জানিয়েছে, মালেশিয়ার বিরোধী দল এবং একটি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক। পুরনো ছবি

দেশটির নির্বাচন কমিশন মালেশিয়ার ২২২টি আসনের ভেতেরে প্রায় অর্ধেকের সীমানা পুননির্ধারণ বিষয়ে কাজ করছে। বিরোধীদের দাবি, সীমানা পুননির্ধারণের পরিকল্পনা অসাংবিধানিক এবং নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে নেওয়া একটি সিদ্ধান্ত। নজিব রাজ্জাকের নেতৃত্বাধীন ‘বারিসান ন্যাশনাল’ জোট সরকারি ক্ষমতা ব্যবহার করে নির্বাচনে সুবিধা নিতে চায়। সরকার অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।

পর্যবেক্ষকরা বলছেন, সীমানা পুননির্ধারণের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে খুব সুস্পষ্ট নৃতাত্বিক সাদৃশ্য চিহ্নিত করা যাবে। মালেশিয়ায় নৃতাত্বিক বৈশিষ্ট্যের ভিত্তিতে ভোট দেওয়ার প্রবণতা আছে।

বিরোধী দলীয় জোট ‘পাকাতান হারাপানের’ নেতা ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল বলেছেন, ‘যে পরিমাণ আপত্তি উঠেছে, তাতে নির্বাচন কমিশনের উচিত আপত্তিগুলো আমলে নেওয়া।’

৩০ হাজার ভোটারের পক্ষে ওয়ান আজিজাহ এবং নির্বাচন পর্যবেক্ষক সংস্থা বেরশিহর ২০০ টি আপত্তিপত্র জমা দিয়েছে নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশনের অফিস সেলাঙ্গর প্রদেশে। সেলাঙ্গর মালেশিয়ার সবচেয়ে ধনী এবং সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা। সেখানে ভোটার প্রায় ২৩ লক্ষ। সেলাঙ্গরের প্রাদেশিক সরকার আবার বিরোধী জোটের প্রভাবাধীন।

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আদালতে গেলে, আদালত তা খারিজ করে দিয়েছিল। এরপর নির্বাচন কমিশন সীমানা পুননির্ধারণের সিদ্ধান্তটি জনসাধারণের মূল্যায়নের জন্য এক মাস সময় বেঁধে দেয়। বেরিশের সভাপতি মারিয়া চিন আব্দুল্লাহ বলেছেন, ‘রিভিউয়ের সময় শেষ হচ্ছে বুধবার। এরপর নির্বাচন কমিশন পুননির্ধারিত সীমানার ফাইল প্রধানমন্ত্রী নজিব রাজ্জাকের কাছে পাঠিয়ে দেবে। তারপর তা সংসদে উত্থাপিত হবে পাশ করানোর জন্য। কমিশন যদি সীমানা পুননির্ধারণ করে সরকারকে সুবিধা পাইয়ে দিতে চায় তাহলে এই নিয়ে মূল্যায়ন আহ্বান করার দরকার ছিল না।’

উল্লেখ্য, বিরোধী দলীয় জোটের প্রধানমন্ত্রী প্রার্থী মহাথির মোহাম্মদ। তিনি ২২ বছর মালেশিয়ার ক্ষমতায় ছিলেন।ক্ষমতায় থাকাকালীন মহাথিরের বিরুদ্ধেও সীমানা পুননির্ধারণ প্রভাবিত করার অভিযোগ উঠেছিল। মহাথিরের একসময়ের ঘনিষ্ঠ সহযোগী নজিব রাজ্জাক মহাথিরের মতোই সব অভিযোগ অস্বীকার করেছেন।

 

/এএমএ/জেজে/
সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী