X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

আইএস রুখতে উপসাগরীয় দেশগুলোর ঐক্য ধরে রাখার আহ্বান টিলারসনের

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১০:০৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১০:১০

আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য উপসাগরীয় আরব দেশগুলোকে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, আইএসের বিরুদ্ধে যুদ্ধ শেষ হওয়া এখনও বাকি আছে। কাতারের সঙ্গে অন্যদের দ্বন্দ্ব সন্ত্রাসী গোষ্ঠীটিকে সহায়তা করবে বলেও মন্তব্য করেছেন তিনি। কুয়েত সিটিতে তিনদিনের দাতা সম্মেলনের একটি বৈঠকে মঙ্গলবার টিলারসন এসব কথা বলেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন

টিলারসন বলেন, গালফ কোঅপারেশন কাউন্সিলে কাতার ও তার সাবেক মিত্র সৌদি আরব, বাহরাইন, আরব আমিরাত ও মিসরের দূরত সন্ত্রাসী গোষ্ঠীটিকে নির্মূলে বিপরীত ভূমিকা রাখবে। তিনি বলেন, বড় ধরনের যুদ্ধ শেষ হওয়া মানে আমরা আইএসকে পুরোপুরি পরাজিত করতে পেরেছি।   

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন সদস্য সংগ্রহ করে ভবিষ্যতে হামলার মাধ্যমে ইরাক ও সিরিয়ায় আইএসের তথাকথিত খেলাফত প্রতিষ্ঠা ঠেকানোই যুক্তরাষ্ট্রে প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, জোটের সদস্যদের ধারাবাহিক মনযোগ ও সমর্থন ছাড়া ইরাক ও সিরিয়ার দখলমুক্ত এলাকাগুলোতে আইএসের মতো জঙ্গিগোষ্ঠীগুলোর ফিরে আসা ও পরে অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকবে।  

সিরিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র ২০ কোটি ডলার বরাদ্দ করেছে বলে ঘোষণা করেন টিলারসন।

গত বছরের জুন মাসে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন ও মিসর। সে সময় দেশগুলো কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সহযোগিতার অভিযোগ তোলে। কাতার এসব অভিযোগ অস্বীকার করলেও দেশ চারটি কাতারের ওপর স্থল, সমুদ্র ও আকাশ পথে অবরোধ আরোপ করে। এরপর থেকে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করে। আইএসের মতো জঙ্গি সংগঠনগুলো এমন সংকটের সুযোগ নিতে চাইবে বলে মনে করিয়ে দেন টিলারসন। 

/আরএ/
সম্পর্কিত
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেফতার
সর্বশেষ খবর
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড