X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

কাশ্মির সীমান্তে নাগরিক হত্যার বদলা নেবে পাকিস্তান

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:০৪আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৪৮

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, চলতি বছরে ভারত নিয়ন্ত্রণরেখা ও কার্যকর সীমানায় তাদের ১৮ নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে ৬৮ জন। বালাকোট সীমান্তে কয়েক দফা গুলিবিনিময়ের প্রতিক্রিয়ায় ইসলামাবাদ পাকিস্তানি নাগরিকদের হতাহতের ঘটনায় প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক এক্সপ্রেস ইউকে’র খবর থেকে এসব কথা জানা গেছে।

সীমান্তে টহলরত পাকিস্তানি সেনাদল

১৯৪৭ সালে উপমহাদেশে ব্রিটিশ শাসন শেষ হওয়ার পর থেকেই জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণ নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ চলে আসছে। ওই এলাকার নিয়ন্ত্রণ নিয়ে ১৯৪৭ ও ১৯৬৫ সালে দুবার যুদ্ধে জড়িয়েছে উপমহাদেশের পারমাণবিক শক্তিধর দেশ দুটি। সম্প্রতি ওই এলাকায় গোলাগুলির ঘটনা বাড়ার প্রেক্ষাপটে দুই দেশই পরস্পরের বিরুদ্ধে সীমান্ত লঙ্ঘন ও যুদ্ধবিরতির অভিযোগ তুলেছে।

পাকিস্তানের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ফয়েজ আহমেদ এক্সপ্রেস ইউকেকে জানিয়েছেন, লাউড স্পিকারে পাকিস্তানের প্রতিশোধ নেওয়ার ঘোষণা তিনি শুনেছেন। তিনি বলেন, ‘তারা বলছে ভারত আমাদের অনেক সেনাকে হত্যা করেছে। আমরা প্রতিশোধ নিয়েই তাদের সমাহিত করবো। সাধারণ নাগরিকদের নিরাপত্তা সতর্কতা অনুসরণের উপদেশ দেওয়া হয়েছে।’

ওই এলাকার বাসিন্দা নাসের আহমেদ বলেন, তিনি বোমা বিস্ফোরণ, গুলি ও বোমাবর্ষণের শব্দ শুনেছেন। তিনি বলেন, ‘টিনের ওপরে গুলির আঘাতের শব্দ ও বোমা বিস্ফোরণের শব্দ সবাই শুনেছে। সকাল থেকে শুরু হওয়া গোলাগুলি সন্ধ্যা পর্যন্ত চলে। চারপাশের পাহাড় থেকে আমরা ধোঁয়া উড়তে দেখি। চাপে আছি। জানি না কী ঘটবে আর কখন এটা থামবে।’

ইসলামাবাদে ভারতীয় ডেপুটি হাইকমিশনারকে ডেকে নিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের বিরুদ্ধে নিয়ন্ত্রণরেখা বরাবর বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানানোর অভিযোগ করেছে পাকিস্তান। এদিকে নিয়ন্ত্রণরেখা বরাবর প্রতিদিনই গুলিবিনিময়ের ঘটনায় উদ্বেগে রয়েছে সীমান্ত এলাকার বেসামরিক নাগরিকেরা। 


কাশ্মির সীমান্তে টহলরত ভারতীয় সেনা

 মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল ড. মোহাম্মদ ফয়সাল ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার জেপি সিংহকে ডেকে পাঠান। পরে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে,  ‘২৭ ফেব্রুয়ারি নিয়ন্ত্রণরেখায় ভারতীয় দখলদার বাহিনী অনর্থক যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিকিয়াল সেক্টরে ১৩ বছরের এক বালককে শহীদ করেছে।’ এই ঘটনায় জেপি সিংহকে ডেকে নিয়ে ড. মোহাম্মদ ফয়সাল উদ্বেগ জানিয়েছেন বলে জানানো হয় ওই বিবৃতিতে।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, চলতি বছরে ভারত নিয়ন্ত্রণরেখা ও কার্যকর সীমানায় চারশ’বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এসব ঘটনায় ১৮ নাগরিক নিহত ও ৬৮ জন আহত হয়েছেন।

এই মাসের শুরুর দিকে জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি দুই দেশের মধ্যে রক্তক্ষয়ের শেষ টানতে আলোচনার আহ্বান জানান। তিনি বলেন, ‘যুদ্ধ কোনও বিকল্প হতে পারে না। রক্তক্ষয়ের শেষ টানতে পাকিস্তানের সঙ্গে আলোচনা জরুরি।’ মুখ্যমন্ত্রী বলেন, আমি জানি আজ রাতে সংবাদ উপস্থাপকরা আমাকে ‘অ্যান্টি ন্যাশনাল’ হিসেবে আখ্যায়িত করবেন, তবে আমি তার পরোয়া করি না। 

মুফতি মেহবুবা বলেন, জম্মু ও কাশ্মিরের জনগণ ভোগান্তিতে রয়েছে, আমাদের কথা বলতে হবে, কেননা যুদ্ধ কোনও বিকল্প নয়।

 

/জেজে/বিএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট দিলেন মোদি
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
জনপ্রিয়তার তুঙ্গে থেকেও হিন্দুত্ববাদে ভরসা মোদির?
সর্বশেষ খবর
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
বজ্রাঘাতে পদ্মা সেতুর টোলপ্লাজায় কারিগরি ত্রুটি, দীর্ঘ যানজট
বজ্রাঘাতে পদ্মা সেতুর টোলপ্লাজায় কারিগরি ত্রুটি, দীর্ঘ যানজট
স্যালাইনের দাম না বাড়াতে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী
স্যালাইনের দাম না বাড়াতে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী
শরীয়তপুরে আগুনে পুড়লো ৯ দোকান, ক্ষতি দুই কোটি টাকা
শরীয়তপুরে আগুনে পুড়লো ৯ দোকান, ক্ষতি দুই কোটি টাকা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র