X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘রাশিয়াকে মিসাইল দিয়ে ঘিরে ফেলতে চাইছে যুক্তরাষ্ট্র’

বিদেশ ডেস্ক
০৪ মার্চ ২০১৮, ১১:০৩আপডেট : ০৪ মার্চ ২০১৮, ১১:০৬

রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী আলেক্সান্ডার ফোমিন অভিযোগ করেছেন, তার দেশের দোরগোড়ায় ৪০০ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েনের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়াকে চারদিক দিয়ে ঘিরে ফেলার লক্ষ্যেই এমন পরিকল্পনা করা হচ্ছে। রাশিয়া ২৪ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন অভিযোগ করেন আলেক্সান্ডার ফোমিন।

‘রাশিয়াকে মিসাইল দিয়ে ঘিরে ফেলতে চাইছে যুক্তরাষ্ট্র’ রুশ উপ প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘রাশিয়াকে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা দিয়ে ঘিরে ফেলার লক্ষ্যে বড় ধরনের প্রস্তুতি চলছে। এছাড়া ক্যালিফোর্নিয়া ও আলাস্কায় এরই মধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।’

ফোমিন বলেন, রাশিয়ার পরমাণু অস্ত্রের কার্যকারিতা উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে আনতেই এসব ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র।

পূর্ব ইউরোপের পাশাপাশি জাপান এবং দক্ষিণ কোরিয়ায় মোতায়েন ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকেও রাশিয়া বিরোধী বলয়ের আওতায় নিয়ে আসার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে অভিযোগ করেন আলেক্সান্ডার ফোমিন।

ওয়াশিংটন যখন ইউরোপীয় দেশগুলোতে নিজের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে তখনই রাশিয়ার পক্ষ থেকে এমন অভিযোগ এলো।

২০১৭ সালে রাশিয়ার সীমান্তবর্তী লিথুয়ানিয়ায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ‘প্যাট্রিয়ট’ মোতায়েন করে যুক্তরাষ্ট্র। বাল্টিক প্রজাতন্ত্রগুলোতে ন্যাটো জোটের বিশাল সামরিক মহড়ায় ব্যবহারের জন্য ওই ব্যবস্থা মোতায়েন করা হয়। পোল্যান্ডে অনেক আগে থেকেই প্যাট্রিয়ট মোতায়েন রয়েছে। তবে সম্প্রতি স্টেট অব ন্যাশন ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের নতুন প্রটোটাইপ মিসাইল নিয়ে নিয়ে কথা বলেন। তিনি বলেন, এটি দুনিয়ার যে কোনও স্থানে আঘাত আনতে সক্ষম। এছাড়া মিসাইল প্রতিরোধ সিস্টেম দিয়েও এটা শনাক্ত করা যাবে না। এটি দূরপাল্লার এবং দুর্ভেদ্য ও অদম্য। একটি ভিডিওর মাধ্যমে রাশিয়ার ‘তৈরিকৃত’ নতুন ক্ষেপণাস্ত্র এবং পানির তলদেশ দিয়ে চলাচলে সক্ষমতাসম্পন্ন একটি ড্রোন প্রদর্শন করেন তিনি। এ দুই ব্যবস্থার নামকরণ করার জন্য রুশ নাগরিকদের প্রতি আহ্বান জানান পুতিন।

রুশ প্রেসিডেন্টের ওই ঘোষণার পর মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, পুতিনের অস্ত্র সক্ষমতার ঘোষণায় যুক্তরাষ্ট্র ‘বিস্মিত নয়’। পেন্টাগনের মুখপাত্র ডানা হোয়াইট সাংবাদিকদের কাছে দাবি করেন, যে কোনও অস্ত্র প্রতিহত করতে সক্ষম ওয়াশিংটন।

ডানা হোয়াইট বলেন, রাশিয়া মার্কিন পর্যবেক্ষণের আওতায় আছে। ফলে পুতিনের ভাষণে যুক্তরাষ্ট্র ভীত নয়। যে আঘাতই আসুক না কেন তা থেকে মার্কিন জাতিকে রক্ষায় প্রস্তুত রয়েছে ওয়শিংটন।

যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়াকে উদ্দেশ্য করে নয় বলেও দাবি করেন ডানা হোয়াইট। তার দাবি, মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার উদ্দেশ্য হচ্ছে দুর্বৃত্ত জাতিগুলোকে প্রতিহত করা। সূত্র: আরটি, আনাদোলু এজেন্সি, পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ৩০০ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী আটক
ইউক্রেনীয় সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় সদর দফতরে হামলার দাবি রাশিয়ার
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি ও ইসরায়েলপন্থি প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষ
সর্বশেষ খবর
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!