X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা বিদ্বেষে উসকানি দিয়েছেন সু চি: হলোকাস্ট মিউজিয়াম

বিদেশ ডেস্ক
০৮ মার্চ ২০১৮, ১৭:১৫আপডেট : ০৮ মার্চ ২০১৮, ১৭:২২
image

 

রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারে পরিচালিত বিদ্বেষমূলক প্রচারণায় রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি উসকানি দিয়েছেন বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম। এই প্রতিষ্ঠানই ৫ বছর আগে ২০১২ সালে মানবাধিকার সুরক্ষায় সু চির অবদানের কারণে তাকে সম্মাননা দিয়েছিল। এখন মিউজিয়ামের পক্ষ থেকে বলা হচ্ছে, নীরবতা ও কথিত ‘নিরপেক্ষ ভূমিকা’র  মধ্য দিয়ে সেনাবাহিনীর নিধনযজ্ঞকে বৈধতা দিয়েছেন তিনি। সু চির অবস্থান নিপীড়িত রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে নিপীড়কের অবস্থানকেই জোরালো করে বলে মন্তব্য করা হয়েছে মিউজিয়াম থেকে তাকে দেওয়া এক চিঠিতে। ওই চিঠির মাধ্যমে তাকে দেওয়া সম্মাননা প্রত্যাহার করেছে মিউজিয়াম কতৃর্পক্ষ।  মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল এই খবর নিশ্চিত করেছে।
রোহিঙ্গা বিদ্বেষে উসকানি দিয়েছেন সু চি: হলোকাস্ট মিউজিয়াম

গত বছরের আগস্টে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলার পর রাখাইনে পূর্ব পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমার সেনাবাহিনী।সেনা অভিযানের বিষয়ে নীরব থাকায় আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার মুখে পড়েন দেশটির ডি ফ্যাক্টো সরকারের রাষ্ট্রীয় উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নেত্রী অং সান সু চি। ওই নীরবতার অভিযোগে এরই মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন তাকে দেওয়া সম্মাননা বাতিল করেছে। এই তালিকায় সর্বশেষ যুক্ত হলো হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম। রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষী প্রচারণায় অভিযুক্ত হয়েছেন তিনি। পূর্ণ ভাষা প্রচারের জন্য সু চিকে অভিযুক্ত করেছে ওই জাদুঘর কর্তৃপক্ষ।

১৫ বছর ধরে গৃহবন্দিত্ব মেনে নিয়ে গণতান্ত্রিক অধিকার আদায়ে নিজে দেশের সামরিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে  লড়াই অব্যাহত রাখায় ওই জাদুঘরের কাছ থেকে ২০১২ সালে সম্মাননা পেয়েছিলেন সু চি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর হলোকাস্ট আক্রমণ থেকে বেঁচে যাওয়া এলি উইজেলের নামানুসারে দেওয়া এক সম্মাননায় ভূষিত হয়েছিলেন তিনি। সেই এলি উইজেলের একটি উদ্ধৃতি উল্লেখ করেওই চিঠিতে সু চির উদ্দেশে লেখা হয়েছে, ‘নিরপেক্ষতা আক্রমণকারীদের প্রশ্রয় দেয়, তাদের শিকারদের নয়। নিরবতা নিপীড়ককেই সাহস যোগায়, নিপীড়িতকে নয়।’

হলোকাস্ট মেমোরিয়াল জাদুঘর-এর পক্ষে সু চিকে ওই চিঠি লিখেছেন এর পরিচালক সারা জে ব্লুমফিল্ড। ওই চিঠিতে বলা হয়েছে, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘকে সহায়তা করতে অস্বীকৃতি জানিয়ে এবং সাংবাদিকদের রাখাইন প্রবেশে বাধা দিয়ে রোহিঙ্গাদের ওই জাতিগত নিধনযজ্ঞ চলমান থাকার পক্ষে ভূমিকা রেখেছেন সু চি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
আগামী বছর হজের খরচ আরও কমবে: ধর্মমন্ত্রী
আগামী বছর হজের খরচ আরও কমবে: ধর্মমন্ত্রী
জয়পুরহাটে হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন
জয়পুরহাটে হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন
শৈশব কেন অনিরাপদ?
শৈশব কেন অনিরাপদ?
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ