X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

জার্মানির জন্য ইসলাম নয়: দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
১৭ মার্চ ২০১৮, ০৬:৫৯আপডেট : ১৭ মার্চ ২০১৮, ০৭:০২

জার্মান চ্যান্সেলন অ্যাঙ্গোলা মের্কেলের পুরোপুরি বিপরীত বিশ্বাসের কথা তুলে ধরে দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হোর্স্ট সিহোফার বলেছেন, ‘ইসলাম তার দেশের নয়’। সিহোফার মের্কেলের অভিবাসন নীতির কঠোর সমালোচক ছিলেন। কিন্তু বর্তমান জোট সরকারের অন্যতম নেতা। জার্মানির কট্টর ডানপন্থীদের ভোট এএফডি দলের পক্ষে টানার জন্য এমন মন্তব্য করেছেন বলে মনে করা হচ্ছে। তবে চ্যান্সেলর এই বক্তব্য সঙ্গে নিজের কোনও সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী হোর্স্ট সিহোফার  

জার্মানির বহুল প্রচারিত পত্রিকা বিল্ড’কে দেওয়া এক সাক্ষাৎকারে সিহোফার বলেন,  জার্মানি খ্রিস্ট ধর্মের মাধ্যমে গড়ে উঠেছে। আর দেশটিকে তার ঐতিহ্য ত্যাগ করা উচিত হবে না। তিনি আরও বলেন,  ‘না, জার্মানির জন্য ইসলাম নয়। জার্মানি খ্রিস্টধর্মের জন্য গড়ে উঠেছে।’

সিহোফার আরও বলেন, আমাদের মধ্যে বসবাসকারী মুসলিমরা প্রকৃতগতভাবে জার্মানির বাসিন্দা। তার মানে এই না যে অন্যদের সম্পকের্ মিথ্যা বিবেচনার মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্য ও রীতিনীতি ত্যাগ করবো। মুসলিমদের আমাদের সঙ্গে বাস করতে হবে। আমাদের পেছনে বা বিরুদ্ধে নয়।

 সিহোফার মের্কেলের জোট সহযোগী সিএসইউ দলের প্রধান। তিনি আশ্রয়প্রার্থীদের প্রত্যাখ্যান করে বিতাড়িত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

অভিবাসনবিরোধী আন্দোলনের মধ্যেও ২০১৫ সালের নির্বাচনে সহজ জয় পান অ্যাঙ্গোলা মের্কেল। তিনি বিশ্বাস করেন ইসলাম জার্মানির একটা অংশ। তিনি মূলত দেশটির সাবেক প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান উলফের কথার প্রতিধ্বনি করেন। শুক্রবার তিনি ধর্মগুলোর মধ্যে সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

মের্কেল বলেন, আমাদের দেশ খ্রিস্টধর্ম ও ইহুদি ধর্মের দ্বারা ব্যাপক প্রভাবিত। কিন্তু একই সঙ্গে আমাদের দেশে ৪০ লাখ মুসলিম বাস করেন। তারা এখানে তাদের ধর্ম পালন করেন। এই মুসলিমরা জার্মানির মানুষ। তাই তাদের ধর্ম ইসলামও জার্মানির। 

/আরএ/
সম্পর্কিত
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী