X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

গ্রিসের কাছে নৌকাডুবিতে শিশুসহ অন্তত ১৫ অভিবাসীর মৃত্যু

বিদেশ ডেস্ক
১৭ মার্চ ২০১৮, ২০:০৯আপডেট : ১৭ মার্চ ২০১৮, ২০:১১

ইউরোপগ্রিসের উপকূলে এক নৌকাডুবিতে অন্তত ৫ শিশুসহ ১৫ জনের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার আরোহীদের নিয়ে ছোট নৌকাটি উল্টে গেলে মৃত্যুর এই ঘটনা ঘটে। তুরস্ক থেকে আসা এসব অভিবাসী শরণার্থীদের ছিল গ্রিস। গ্রিক কোস্টগার্ডের বরাতে এ খবর দেওয়া প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স উল্লেখ করেছে, তুরস্কের নিকটবর্তী গ্রিসের আজাথোনিসিস দ্বীপের কাছে নৌকাডুবির এ ঘটনা ঘটেছে।

গ্রিসের কাছে নৌকাডুবিতে শিশুসহ অন্তত ১৫ অভিবাসীর মৃত্যু

নিহত আরোহীদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। গ্রিক কোস্টগার্ডের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ‘অন্তত ৪ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।’ তাদের মতে, এ মাসে গ্রিসের দ্বীপগুলোতে পৌঁছাতে চাওয়া অভিবাসীদের মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে মধ্যে শনিবার (১৭ মার্চ) হওয়া ওই নৌকাডুবিতেই সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। নৌকাটিতে ২২ জন আরোহীর থাকার কথা জানিয়েছে দেশটি। গ্রিসের কোস্টগার্ড দুটি হেলিপকপ্টার ও নিজেদের নৌযান নিয়ে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করেছে।

এক বিবৃতিতে গ্রিসের অভিবাসনবিষয়ক মন্ত্রী দিমিত্রিস ভিতসাস বলেছেন, ‘আমরা এজিয়ান সাগরে ছোট ছোট শিশুদের মৃত্যু হওয়াটা মেনে নিতে পারি না।...মানব পাচারকারীদের পর্যদুস্ত করে সমস্যা সমাধানের জন্য আমাদের মানুষকে রক্ষা, নিরাপদ প্রক্রিয়া বাস্তবায়ন এবং শরণার্থী ও অভিবাসীদের জন্য নিরাপদ পথ নির্ধারণ করে দিতে হবে।’ ২০১৫ সালে শুরু হয়ে এখন পর্যন্ত তুরস্ক থেকে গ্রিসে হাজার হাজার শরণার্থী ও অভিবাসী যাচ্ছে। এজিয়ান সাগর দিয়ে তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথ ছোট হলেও বিপদজনক। প্রতিদিন শত শত মানুষ এভাবে সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করে।

২০১৬ সালে তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। তারপর থেকে এভাবে গ্রিসে যেতে চাওয়া অভিবাসী ও শরণার্থীদের সংখ্যা কমে এসেছে। ওই চুক্তি অনুযায়ী, যদি গ্রিসের আইন অনুযায়ী গ্রিসে গিয়ে পৌঁছানো কোনও অভিবাসী বা শরণার্থী গ্রিসে উপস্থিত হওয়ার পর যদি দেশটির আইন অনুযায়ী শরণার্থীর ,মর্যাদা না পায় তাহলে তাদেরকে তুরস্কে ফেরত পাঠানো হবে। কিন্তু যেহেতু বাছাই প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লেগে যায়, সেহেতু গ্রিসের দ্বীপগুলোতে ক্রমেই ভিড় বেড়ে চলেছে।

/এএমএ/
সম্পর্কিত
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সর্বশেষ খবর
আরও ২-৩ দিন পর্যবেক্ষণে থাকবে সুন্দরবনের আগুন লাগা এলাকা
আরও ২-৩ দিন পর্যবেক্ষণে থাকবে সুন্দরবনের আগুন লাগা এলাকা
রোহিঙ্গা গণহত্যা মামলা চালাতে ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা গণহত্যা মামলা চালাতে ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রেখে পুরস্কার পেলো সানশাইন ব্রিকস
পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রেখে পুরস্কার পেলো সানশাইন ব্রিকস
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?