X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

মুলারের তদন্তকে ‘পক্ষপাতদুষ্ট’ বললেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৯ মার্চ ২০১৮, ০০:২৫আপডেট : ১৯ মার্চ ২০১৮, ০০:৩১

২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়ার সংশ্লিষ্টতা বিষয়ে বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের তদন্তকে ‘পক্ষপাতদুষ্ট’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই টুইট বার্তায় এই তদন্তকে অন্যায্য দাবি করে নিজের প্রচারণা দলের সঙ্গে রাশিয়ার কোনও আঁতাত না থাকার বিষয়টি পুনর্ব্যক্ত করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ট্রাম্প বলেন, এই তদন্ত কট্টর ডেমোক্র্যাটদের দ্বারা প্রভাবিত ও পরাজিত প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের সমর্থক।

রবার্ট মুলার ও ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্প এমন অভিযোগ করলেও এফবিআই’র সাবেক প্রধান রবার্ট মুলার একজন রিপাবলিকান। একদিন আগে ট্রাম্পের আইনজীবী জন ‍ডুড বলেন, বিশেষ কৌঁসুলির তদন্ত এখনই শেষ করা উচিত। প্রথমে এটিকে প্রেসিডেন্টের বক্তব্য হিসেবে বললেও পরে দাবি করেন তিনি নিজেই তা মনে করেন। ট্রাম্পের সর্বশেষ টুইটের কারণে সহকর্মী রিপাবলিকানরা ‍মুলারের তদন্তে হস্তক্ষেপের ব্যাপারে সতর্ক করেছেন।

আগের টুইট বার্তায় ট্রাম্প এফবিআই’র সাবেক সহকারী পরিচালক অ্যান্ড্রু ম্যাকক্যোবের সমালোচনা করেন। তাকে অবসরের মাত্র দুই দিন আগে শুক্রবার বরখাস্ত করেন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস। এছাড়া এফবিআই’র সাবেক পরিচালক জেমস কামিরও সমালোচনাও করেন ট্রাম্প। তাকে গত বছর বরখাস্ত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এদের বরখাস্তের মাধ্যমে মুলারের তদন্তে প্রভাব ফেলার চেষ্টা করা হয়েছে।

ট্রাম্প কামির বিরুদ্ধে অভিযোগ তোলেন কংগ্রেসের সামনে শপথ ভঙ্গ করে মিথ্যা বলেছেন। আর ম্যাকক্যাবে ও কামি মিলে তার সঙ্গে আলোচনার সময় যে নোট নিয়েছেন তা ‘ভুয়া’ বলে বর্ণনা করেছেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ম্যাকক্যাবে ট্রাম্পের সঙ্গে কথা বলার সময় নেওয়া নোট আকারে নেওয়া সংক্ষিপ্ত স্মারকগুলো তদন্তের জন্য মুলারের কাছে দিয়েছেন। এসব স্মারকে এই বিষয়টি স্পষ্ট হতে পারে যে, ট্রাম্প তদন্তে বাধা দিচ্ছেন।

কিন্তু রিপাবলিকান সিনেটর লিন্ডসেই গ্রাহাম বলেন, মুলারকে কোনও ধরনের হস্তক্ষেপ ছাড়াই কাজ করতে দেওয়া উচিত। আরও অনেক রিপাবলিকানই এমন মতামত জানিয়েছেন। মুলারকে সরিয়ে দেওয়ার কোনও প্রচেষ্টা নেওয়ার ব্যাপারে ট্রাম্পকে সতর্ক করে দেন।  তিনি বলেন, যদি সে তার করার চেষ্টা করে তাহলে তা তার প্রেসিডেন্সির পতনের শুরু হবে। কারণ আমরা আইনের শাসনের দেশে বাস করি।

 

/আরএ/
সম্পর্কিত
পুতিনের পঞ্চম মেয়াদের শপথ অনুষ্ঠান বয়কট করলেন পশ্চিমা নেতারা
ইসরায়েলকে অস্ত্রের চালান দেওয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র?
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
সর্বশেষ খবর
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
রাঙামাটির দুর্গম কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
রাঙামাটির দুর্গম কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
কাজাখস্তানের নারী দাবাড়ুকে  হারিয়ে প্রথম জয় ফাহাদের
কাজাখস্তানের নারী দাবাড়ুকে  হারিয়ে প্রথম জয় ফাহাদের
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র