X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ইউটিউব অফিসে হামলাকারীর ব্যাপারে আগেই পুলিশকে সতর্ক করা হয়েছিল

বিদেশ ডেস্ক
০৫ এপ্রিল ২০১৮, ০০:০০আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ০০:৩১

ইউটিউবের সদর দফতরে হামলাকারী ইরানি বংশোদ্ভূত নারী নাসিম আঘদামের বিষয়ে আগেই পুলিশকে সতর্ক করা হয়েছিল। বুধবার সে নিবন্ধিত পিস্তল নিয়ে ক্যালিফোর্নিয়ার ইউটিউব অফিসে হামলা চালায়। নিজে আত্মঘাতী হওয়ার আগেই তার হামলায় আহত হন তিন জন।

ইউটিউব অফিসে হামলাকারীর ব্যাপারে আগেই পুলিশকে সতর্ক করা হয়েছিল এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন সান ব্রুনো এলাকার পুলিশ প্রধান এড বারবেরিনি। তিনি বলেন, 'আমরা জানি যে, সে ইউটিউবের ব্যাপারে হতাশ ছিল।'

নাসিম আঘদামের পিতা ইসমাইল জানিয়েছেন, ইউটিউব তার ভিডিও'র জন্য অর্থ দেওয়া বন্ধ করে দেওয়ায় তার মেয়ে প্রতিষ্ঠানটির ওপর ক্ষুব্ধ ছিল। এ ব্যাপারে পুলিশকে আগেই সতর্ক করা হয়েছিল। এমনকি নাসিম ইউটিউবের অফিসে যেতেও পারেন বলেও পুলিশকে জানানো হয়েছিল। গত সোমবার থেকে সে নিখোঁজ ছিল। দুই দিন ধরে সে ফোন ধরছিল না।

ইসমাইল বলেন, 'আমার মেয়ের নিখোঁজের ব্যাপারেও পুলিশকে জানানো হয়েছিল। পুলিশের পক্ষ থেকে আমাকে জানানো হয়, ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ এলাকায় গাড়িতে ঘুমাচ্ছে আমার মেয়ে। ওই জায়গাটি ইউটিউবের কার্যালয় থেকে ১৫ মাইল দূরে।'

পুলিশ প্রধান এড বারবেরিনি বলেন, 'এ ব্যাপারে তদন্ত করছে পুলিশ।'

কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলার আগে মঙ্গলবার ভোরে নাসিম আঘদামকে তার গাড়িতে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। এ সময় পুলিশ সিদ্ধান্ত নেয় সে কোনও হুমকি নয়।

নাসিমের বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল ছিল। যেগুলোতে হাজার হাজার সাবস্ক্রাইবার ছিল। কিন্তু পরে ওই চ্যানেলগুলো ডিলিট অথবা ফিল্টার করে দেওয়া হয়েছে। হামলাকারীর বাবা ইসমাইল বলেন, 'ইউটিউব নাসিমের সবকিছু বন্ধ করে দেওয়ায় সে রাগান্বিত ছিল।' নাসিমের ভাই শাহরান আঘদাম জানান, তার বোন সব সময় অভিযোগ করতেন যে, ইউটিউব তার জীবনকে ধ্বংস করে দিয়েছে।

সান বার্নো পুলিশ বলছে, ওই হামলার আগে মাউন্টেন ভিউ থেকে তারা এমন কোনও তথ্য পাননি যে, নাসিম আঘদমা সেখানে আসতে পারে। বৈধভাবে কেনা অস্ত্র দিয়েই এ হামলা চালানো হয়েছিল।

পুলিশ প্রধান এড বারবেরিনি বলেন, 'নাসিম আঘদাম কাউকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে এমন কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে আহত অবস্থায় দেখতে পায়। দুই জনকে সংলগ্ন একটি ভবনে পাওয়া যায়। আর নিজের গুলিতে নিহত অবস্থায় পাওয়া যায় হামলাকারী নাসিম আঘদামকে।'

নিহত নাসিম নিজেকে পোষা প্রাণীর অধিকারকর্মী হিসেবে পরিচিত করে নিজস্ব ওয়েবসাইটেও ইউটিউববিরোধী মনোভাবের আলামত রেখে গেছেন। তার অনেকগুলো উক্তির মধ্যে একটি ছিল, ‘প্রাণী অধিকার আমার কাছে মানবাধিকারের সমান।’

আঘদাম দাবি করেছিলেন, তার ভিডিওগুলো ফিল্টার করছে ইউটিউব।  ২০১৭ সালে এক ভিডিওতে তিনি অভিযোগ করেন ইউটিউব তার ভিডিওগুলো ফিল্টার করেছিল। ওয়েবসাইটে তিনি আরও বলেছিলেন, ইউটিউবের ফিল্টারিংয়ের কারণে তার দর্শক কমে যাচ্ছে। সূত্র: এনবিসি নিউজ।

/এমপি/এমএ/
সম্পর্কিত
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি
চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি
রোগীকে ডাক্তার দেখাতে নিয়ে এসে সড়কে প্রাণ গেলো ৩ জনের
রোগীকে ডাক্তার দেখাতে নিয়ে এসে সড়কে প্রাণ গেলো ৩ জনের
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত