X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

আন্তর্জাতিক অপরাধ আদালতের পদক্ষেপে উদ্বিগ্ন মিয়ানমার

বিদেশ ডেস্ক
১৫ এপ্রিল ২০১৮, ০৯:৩৬আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ০৯:৪৪

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) চলমান মিয়ানমারবিরোধী পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করেছে নেপিদো।  রোহিঙ্গা বিতাড়নকে সম্ভাব্য মানবতাবিরোধী অপরাধ বিবেচনা করে মিয়ানমারের বিচার শুরু করা যায় কিনা; সোমবার (৯ এপ্রিল) সে ব্যাপারে নির্দেশনা চেয়ে আইসিসি-তে আবেদন করেন এর কৌঁসুলি ফাতাও বেনসুউদা। শুক্রবার এক বিবৃতিতে মিয়ানমার সরকার এই পদক্ষেপকে ১৯৬৯ সালের জাতিসংঘের ভিয়েনা চুক্তি ও আইসিসি সনদের প্রস্তাবনার লঙ্ঘন আখ্যা দেয়। নেপিদোর পক্ষ থেকে ওই পদক্ষেপকে সার্বভৌমত্ব ক্ষুণ্ন করে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের প্রচেষ্টা আখ্যা দেওয়া হয়।

মিয়ানমার থেকে বিতাড়নের শিকার হয়েছে প্রায় সাত লাখ রোহিঙ্গা

গত বছরের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন প্রদেশে পুলিশ চেকপোস্টে সহিংসতার পর বহুদিন ধরে চালানো রোহিঙ্গা নিধনযজ্ঞ জোরালো করে মিয়ানমার সেনাবাহিনী। হত্যা ও ধর্ষণ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় সাত লাখ রোহিঙ্গা। জাতিসংঘ এই ঘটনাকে জাতিগত নিধনযজ্ঞের ‘পাঠ্যপুস্তকীয় উদাহরণ’ বলে উল্লেখ করেছে। একে নিধনযজ্ঞ বলেছে যুক্তরাষ্ট্রও। কাঠামোগত নিপীড়ন পরিচালনার মাধ্যমে রোহিঙ্গা বিতাড়নের ঘটনাকে সম্ভাব্য মানবতাবিরোধী অপরাধ বিবেচনা করে মিয়ানমারকে বিচারের আওতায় আনা যায় কিনা, সে ব্যাপারে আদালতের নির্দেশনা চান কৌঁসুলি ফাতাও বেনসুউদা। শুক্রবার মিয়ানমারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালতে রোহিঙ্গা বিতাড়নের অভিযোগ বিচারের নির্দেশনা চেয়ে আবেদনের খবরে সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

এখনও আন্তর্জাতিক অপরাধ আদালতের সনদে স্বাক্ষর করেনি মিয়ানমার। মিয়ানমারের সরকারি বিবৃতিতে আইসিসি সনদকে উদ্ধৃত করে দাবি করা হয়, যেসব দেশ আইসিসি সনদে স্বাক্ষর করে ওই আদালতের বিচার ব্যবস্থার অনুমোদন দিয়েছে, সেসব দেশই কেবল এর বিচারের আওতায় আসবে। ভিয়েনা চুক্তির ব্যাপারেও একই অবস্থান ব্যক্ত করা হয় বিবৃতিতে। আইসিসি কৌঁসুলি বেনসুউদার পদক্ষেপকে ভিয়েনা চুক্তি ও আইসিসি সনদের লঙ্ঘন দাবি করে বিবৃতিতে বলা হয়, ১৯৬৯ সালের ওই চুক্তিতে বলা হয়েছে যে দেশ এই অনুমোদন করবে না তাদের ওপর এই চুক্তি আরোপ করা যাবে না। বেনসুউদার ভূমিকার সমালোচনা করে বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় সার্বভৌমত্ব ও অন্যদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিকে পদদলিত করার চেষ্টা করছেন।

 

/জেজে/বিএ/
সম্পর্কিত
ভারতে চালু হতে চলেছে মোবাইল ভোটিং 
এক সপ্তাহে দ্বিতীয় অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পেলো থাইল্যান্ড
কঠোর নিরাপত্তায় কাশ্মীরে অমরণাথ তীর্থযাত্রা শুরু
সর্বশেষ খবর
এশিয়ান কাপে বাংলাদেশ উঠলেও চ্যাম্পিয়ন্স লিগে নেই দেশের কোনও ক্লাব!
এশিয়ান কাপে বাংলাদেশ উঠলেও চ্যাম্পিয়ন্স লিগে নেই দেশের কোনও ক্লাব!
পুতিনের সঙ্গে ফোনালাপ করবেন ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপ করবেন ট্রাম্প
আগে জুলাই সনদ ও নতুন সংবিধান, পরে নির্বাচন: নাহিদ ইসলাম
আগে জুলাই সনদ ও নতুন সংবিধান, পরে নির্বাচন: নাহিদ ইসলাম
বনভূমিকে নেচার লার্নিং হাবে রূপান্তরের প্রস্তাব পরিবেশ উপদেষ্টার
বনভূমিকে নেচার লার্নিং হাবে রূপান্তরের প্রস্তাব পরিবেশ উপদেষ্টার
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা