X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

আন্তর্জাতিক অপরাধ আদালতের পদক্ষেপে উদ্বিগ্ন মিয়ানমার

বিদেশ ডেস্ক
১৫ এপ্রিল ২০১৮, ০৯:৩৬আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ০৯:৪৪

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) চলমান মিয়ানমারবিরোধী পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করেছে নেপিদো।  রোহিঙ্গা বিতাড়নকে সম্ভাব্য মানবতাবিরোধী অপরাধ বিবেচনা করে মিয়ানমারের বিচার শুরু করা যায় কিনা; সোমবার (৯ এপ্রিল) সে ব্যাপারে নির্দেশনা চেয়ে আইসিসি-তে আবেদন করেন এর কৌঁসুলি ফাতাও বেনসুউদা। শুক্রবার এক বিবৃতিতে মিয়ানমার সরকার এই পদক্ষেপকে ১৯৬৯ সালের জাতিসংঘের ভিয়েনা চুক্তি ও আইসিসি সনদের প্রস্তাবনার লঙ্ঘন আখ্যা দেয়। নেপিদোর পক্ষ থেকে ওই পদক্ষেপকে সার্বভৌমত্ব ক্ষুণ্ন করে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের প্রচেষ্টা আখ্যা দেওয়া হয়।

মিয়ানমার থেকে বিতাড়নের শিকার হয়েছে প্রায় সাত লাখ রোহিঙ্গা

গত বছরের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন প্রদেশে পুলিশ চেকপোস্টে সহিংসতার পর বহুদিন ধরে চালানো রোহিঙ্গা নিধনযজ্ঞ জোরালো করে মিয়ানমার সেনাবাহিনী। হত্যা ও ধর্ষণ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় সাত লাখ রোহিঙ্গা। জাতিসংঘ এই ঘটনাকে জাতিগত নিধনযজ্ঞের ‘পাঠ্যপুস্তকীয় উদাহরণ’ বলে উল্লেখ করেছে। একে নিধনযজ্ঞ বলেছে যুক্তরাষ্ট্রও। কাঠামোগত নিপীড়ন পরিচালনার মাধ্যমে রোহিঙ্গা বিতাড়নের ঘটনাকে সম্ভাব্য মানবতাবিরোধী অপরাধ বিবেচনা করে মিয়ানমারকে বিচারের আওতায় আনা যায় কিনা, সে ব্যাপারে আদালতের নির্দেশনা চান কৌঁসুলি ফাতাও বেনসুউদা। শুক্রবার মিয়ানমারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালতে রোহিঙ্গা বিতাড়নের অভিযোগ বিচারের নির্দেশনা চেয়ে আবেদনের খবরে সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

এখনও আন্তর্জাতিক অপরাধ আদালতের সনদে স্বাক্ষর করেনি মিয়ানমার। মিয়ানমারের সরকারি বিবৃতিতে আইসিসি সনদকে উদ্ধৃত করে দাবি করা হয়, যেসব দেশ আইসিসি সনদে স্বাক্ষর করে ওই আদালতের বিচার ব্যবস্থার অনুমোদন দিয়েছে, সেসব দেশই কেবল এর বিচারের আওতায় আসবে। ভিয়েনা চুক্তির ব্যাপারেও একই অবস্থান ব্যক্ত করা হয় বিবৃতিতে। আইসিসি কৌঁসুলি বেনসুউদার পদক্ষেপকে ভিয়েনা চুক্তি ও আইসিসি সনদের লঙ্ঘন দাবি করে বিবৃতিতে বলা হয়, ১৯৬৯ সালের ওই চুক্তিতে বলা হয়েছে যে দেশ এই অনুমোদন করবে না তাদের ওপর এই চুক্তি আরোপ করা যাবে না। বেনসুউদার ভূমিকার সমালোচনা করে বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় সার্বভৌমত্ব ও অন্যদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিকে পদদলিত করার চেষ্টা করছেন।

 

/জেজে/বিএ/
সম্পর্কিত
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মিয়ানমারের নাগরিকসহ আটক ৪
ক্যাম্পের বাইরে গিয়ে সেমিনার করেছেন রোহিঙ্গারা, ৩২ জন আটক
সর্বশেষ খবর
এক মাসের মধ্যে চালু হচ্ছে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহতদের জন্য হাসপাতাল
এক মাসের মধ্যে চালু হচ্ছে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহতদের জন্য হাসপাতাল
চলতি বছর সৌদিতে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
চলতি বছর সৌদিতে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
কিশোরগঞ্জে নারীর মৃত্যুর ঘটনা তদন্ত করবে র‍্যাব
কিশোরগঞ্জে নারীর মৃত্যুর ঘটনা তদন্ত করবে র‍্যাব
শেখ হাসিনার বিরুদ্ধে সব ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করতে হবে: পরশ
শেখ হাসিনার বিরুদ্ধে সব ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করতে হবে: পরশ
সর্বাধিক পঠিত
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি