X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সৌদি রাজপ্রাসাদের বাইরে গোলাগুলি, ‘খেলনা ড্রোন’ ভূপাতিত করার দাবি পুলিশের

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০১৮, ০৮:৩৩আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ০৮:৪৪

সৌদি আরবের রাজধানী রিয়াদের রাজপ্রাসাদের বাইরে একটি খেলনা ড্রোনকে গুলি করে ভূপাতিত করার দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে রাজপ্রাসাদের বাইরে ভারী গোলাগুলির গোলাগুলির ভিডিও ছড়িয়ে পড়ার পর সৌদি বাহিনী এই দাবির কথা জানিয়েছে। সৌদি আরবের স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটে। এ সময় প্রাসাদে ছিলেন না সৌদি বাদশাহ সালমান।

সৌদি রাজপ্রাসাদের বাইরে গোলাগুলি, ‘খেলনা ড্রোন’ ভূপাতিত করার দাবি পুলিশের

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, রিয়াদ পুলিশের মুখপাত্র তাদের বলেছেন, শনিবার খুজুমা নিরাপত্তা চেকপোস্টের কাছে অননুমোদিত ছোট ড্রোন আকারের খেলনা শনাক্ত করার পর তার মোকাবিলা করেছে। ক্ষয়ক্ষতির কোনও খবর তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানায় বার্তা সংস্থাটি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে অন্তত ৩০ সেকেন্ড ধরে ভারী গোলাগুলির শব্দ শোনা গেছে। এসব ভিডিওর যথার্থতা সম্পর্কে নিজেরা নিশ্চিত হতে পারেনি আলজাজিরা, রয়টার্সসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যম। গোলাগুলির খবরের পর সৌদি রাজ পরিবারের বিদ্রোহের গুজব ছড়িয়ে পড়ে। একটি ভিডিওতে দেখা যায় অন্ধকার সড়কে পুলিশের দুটি গাড়ি মোতায়েন রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন সৌদি কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছেন, ঘটনার সময় প্রাসাদে ছিলেন না বাদশাহ সালমান।ওই সময় তিনি রিয়াদের অন্য প্রান্ত দিরিয়া এলাকায় খামার বাড়িতে ছিলেন বলে জানান ওই কর্মকর্তা।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও সম্পর্কে ওই কর্মকর্তা বলেন, ড্রোন ভূপাতিত করা হয়েছে। সরকার খেলনা ড্রোন ব্যবহারের নীতিমালা প্রণয়ন করবে।

ব্রিটেনের সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে দাবি করা হয় সৌদি যুবরাজ সালমানকে নিরাপত্তার জন্য কাছের একটি সামরিক ঘাঁটির বাংকারে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই খবরের সত্যতা নিশ্চিত পাওয়া যায়নি।

২০১৭ সালের অক্টোবরে জেদ্দার রাজপ্রাসাদে এক বন্দুকধারী ঢুকে পড়ে গুলি ছোঁড়া শুরু করলে অন্তত দুই নিরাপত্তা রক্ষী নিহত হন। আহত হন আরও তিনজন। পরে ওই বন্দুকধারীকে গুলি করে হত্যা করে নিরাপত্তা বাহিনী। পরে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে ২৮ বছরের সৌদি নাগরিক মনসুর আল আমরি বলে শনাক্ত করে। কালাশনিকভ রাইফেল ও তিনটি মলোটোভ বোমা নিয়ে সৌদি প্রাসাদে ঢুকে পড়েছিল মনসুর।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
ইরানি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারে ‘দুর্ঘটনা’, মেলেনি সন্ধান
দৃঢ় প্রতিরোধ হামাসেরজাবালিয়ায় ট্যাংক-বুলডোজার নিয়ে ঢুকেছে ইসরায়েলি সেনারা
জাবালিয়ায় হামাসের শক্ত ঘাঁটিতে প্রবেশ ইসরায়েলের, অগ্রগতি নেই রাফায়
সর্বশেষ খবর
টানা চতুর্থ শিরোপা জিতে ম্যানসিটির ইতিহাস 
টানা চতুর্থ শিরোপা জিতে ম্যানসিটির ইতিহাস 
খারকিভে রুশ হামলায় নিহত ১০
খারকিভে রুশ হামলায় নিহত ১০
আরও ঘনিষ্ঠ হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া
আরও ঘনিষ্ঠ হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া
হাঙ্গেরি মিশনের আগে লড়াইয়ে নামছেন রানী হামিদ-শিরিনরা
হাঙ্গেরি মিশনের আগে লড়াইয়ে নামছেন রানী হামিদ-শিরিনরা
সর্বাধিক পঠিত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ