X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় ফিলিস্তিনি বিজ্ঞানীকে হত্যার অভিযোগ অস্বীকার ইসরায়েলের

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০১৮, ১৮:২৯আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ১৯:১০

মালয়েশিয়ায় ফিলিস্তিনি বিজ্ঞানী ফাদি আল-বাতশকে হত্যার ঘটনায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী রবিবার এই হত্যাকাণ্ডকে অন্তর্দ্বন্দ্ব বলে মন্তব্য করেছেন। ইসরায়েলি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী আভিগদোর লাইবারম্যান অভিযোগ করেন, হামাসের সদস্য ওই নিহত ব্যক্তি কোনও সাধু পুরুষ ছিলেন না। তিনি রকেট তৈরির সঙ্গে যুক্ত ছিলেন। 

মালয়েশিয়ায় ফিলিস্তিনি বিজ্ঞানীকে হত্যার অভিযোগ অস্বীকার ইসরায়েলের

শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মসজিদে ফজরের নামাজ আদায়ে বাসা থেকে বের হলে ৩৫ বছর বয়সী ফাদি আল-বাতশ নামে এক ফিলিস্তিনি বিজ্ঞানীকে গুলি করে হত্যা করা হয়। নিহত ওই বিজ্ঞানী ফিলিস্তিনের এনার্জি সেক্টরের উন্নয়নে কাজ করছিলেন। অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ঘটনাস্থলেই মারা যান ফাদি। তার মাথায় এবং শরীরে অন্যান্য অংশে ১০টি গুলি করা হয় বলে জানিয়েছে মালয়েশিয়া পুলিশ। ফাদিকে হত্যার জন্য ইসরাইয়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে দায়ী করেছেন তার বাবা। হত্যার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে মালয়েশিয়া কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদিকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেরনামা জানায়, সন্দেহভাজন ঘাতকরা ইউরোপিয়ান বলে ধারণা করা হচ্ছে। তাদের সঙ্গে বিদেশি একটি গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা থাকতে পারে।

ফাদি ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের সদস্য ছিলেন বলে আলজাজিরাকে নিশ্চিত করেছেন সংগঠনটির মুখপাত্র হাজেম কাসেম। এক টুইট বার্তায় বলা হয়, গাজা উপত্যকার জাবালিয়ার তরুণ ফিলিস্তিনি পণ্ডিত ছিলেন ফাদি। তাকে শহীদ আখ্যা দিয়ে বলা হয়, এনার্জি সেক্টরের উন্নয়নে খ্যাতিমান এই বিজ্ঞানী ব্যাপক অবদান রাখছিলেন।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আভিগদোর লাইবারম্যান

সরকারি রেডিওতে দেওয়া বক্তব্যে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী লাইবারম্যান বলেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলো মধ্যে অন্তর্দ্বন্দ্বের কারণে ইসরায়েলকে দোষারোপ করার একটি প্রবণতা রয়েছে। তিনি আরও বলেন, লোকটি কোনও সাধু পুরুষ ছিলেন না আর আমরা সব সময় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে অন্তর্দ্বন্দ্ব দেখতে পাই। আমি অনুমান করছি, এখানেও একই ঘটনা ঘটেছে।

মালয়েশিয়ান কর্মকর্তারা বলেছেন, নিহত বাতশের ময়নাতদন্ত রবিবার সম্পন্ন হয়েছে।  শনিবার স্থানীয় একটি মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী দুই সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। তাদের গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সরেজমিন তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, তাকে লক্ষ্য করে ১৪টি গুলি ছোড়া হয়েছে। এর মধ্যে কয়েকটি পাশের দেয়ালে লেগেছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ জাহিদ হামিদিকে উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেরনামা জানিয়েছে, বাতশ একজন ইলিট্রিক্যাল ইঞ্জিনিয়ার ও রকেট নির্মাণে বিশেষজ্ঞ ছিলেন।

মালয়েশিন পুলিশ প্রধান মোহাম্মদ ফুজি হারুন বলেন, এই ঘটনা তদন্তে  একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এ ঘটনায় বিদেশি কোনও নাগরিক জড়িত রয়েছে বলে তা খতিয়ে দেখা হবে। ইতোমধ্যে সন্দেহভাজন হিসেবে দুই জনের ছবি প্রকাশ করা হয়েছে। রবিবার এক সংবাদ সম্মেলনে হারুন বলেন, এ ঘটনায় জড়িতরা ইউরোপিয়ান হতে পারে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। 

এ ঘটনায় বিদেশি যোগসাজশের কোনও প্রমাণ রয়েছে কিনা জানতে চাইলে হারুন বলেন, আমরা তদন্ত শেষ করতে চাই। আমরা এখনও কারণ অনুসন্ধান করছি। আমি জনগণকে কোনও সিদ্ধান্ত না নিতে আহ্বান জানাচ্ছি।

এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার বা হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে পারেনি মালয়েশিয়ার পুলিশ। মালয়েশিয়ায় ফিলিস্তিনি প্রতিনিধি আনোয়ান আল আঘা বলেন, ফাদির লাশ দাফনের জন্য ফিলিস্তিনে নিয়ে যাওয়া হবে।

প্রসঙ্গত, ফিলিস্তিনি নেতা, বিজ্ঞানী এবং শিক্ষাবিদদের হত্যায় দুনিয়াজোড়া কুখ্যাতি রয়েছে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের। সম্প্রতি ফিলিস্তিনের ড্রোন প্রকল্পের সঙ্গে যুক্ত এক বিজ্ঞানীকে তিউনিসিয়ায় হত্যার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। সূত্র : এএফপি।

/আরএ/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
ব্রাজিলে বৃষ্টি ও বন্যায় নিহত অন্তত ৩৯
ব্রাজিলে বৃষ্টি ও বন্যায় নিহত অন্তত ৩৯
গণমাধ্যম তথ্য চাইলে যেকোনও প্রতিষ্ঠান তা দিতে বাধ্য: প্রতিমন্ত্রী
গণমাধ্যম তথ্য চাইলে যেকোনও প্রতিষ্ঠান তা দিতে বাধ্য: প্রতিমন্ত্রী
ঢাকা-রাজবাড়ী রুটে দুই কমিউটার ট্রেনের উদ্বোধন
ঢাকা-রাজবাড়ী রুটে দুই কমিউটার ট্রেনের উদ্বোধন
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত