X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

প্যারিস হামলার সন্দেহভাজন আব্দেসলামের ২০ বছরের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
২৩ এপ্রিল ২০১৮, ১৬:০৮আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ১৭:২২
image

২০১৫ সালে ফ্রান্সের প্যারিসে হামলাকারীদের মধ্যে একমাত্র জীবিত সন্দেহভাজন আব্দেসলামকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন বেলজিয়ামের আদালত। ২০১৫ সালের নভেম্বরে প্যারিসে হামলা চালিয়ে ১৩০ জনকে হত্যার পর ৪ মাস পালিয়ে ছিলেন আব্দেসলাম। ব্রাসেলসে গ্রেফতার হওয়ার আগে পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ বন্দুকযুদ্ধ চালিয়ে যান তিনি। সেই ঘটনায় দোষী সাব্যস্ত করে আব্দেসলামকে এই দণ্ড দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে।
আব্দেসলাম

২০১৫ সালের ১৩ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে একযোগে কয়েকটি স্থানে আইএসের হামলায় নিহত হন ১৩০ জন। ওই হামলার অন্যতম সন্দেহভাজন সালাহ আব্দেসলামকে ২০১৬ সালের মার্চ মাসে ব্রাসেলস থেকে গ্রেফতার করা হয়। চার মাস পালিয়ে থাকার পর বেলজিয়ামের মোলেনবেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে দেশটির সন্ত্রাসবিরোধী পুলিশ। অভিযানের সময় পুলিশের সঙ্গে গোলাগুলি হলে প্রাণ হারান মোহাম্মেদ বেলকেইড। আব্দেসলাম তার সহযোগী সোফিয়েন আয়ারিসহ পায়ে গুলিবিদ্ধ হন। পুলিশের ওপর আক্রমণের ঘটনায় আয়ারিকেও ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

২৬ বছর বয়সী আব্দেসলাম ফরাসি নাগরিক হলেও দীর্ঘদিন ধরে বেলজিয়ামে বসবাস করছিলেন। সেখান থেকে গিয়েই তিনি প্যারিসে হামলা চালিয়েছিলেন। হামলার পর তিনি আবার ব্রাসেলসের ফ্ল্যাটে লুকিয়ে ছিলেন বলে ধারণা পুলিশের। হামলা চালিয়ে পালিয়ে যাওয়া আসামি সালাহ আব্দেসলামকে ফ্রান্সের একটি পেট্রোল স্টেশনের সিসিটিভি ফুটেজে শনাক্ত করে পুলিশ। ফ্রান্সের সংবাদ চ্যানেল বইএফএম টিভির বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে সে সময় বলা হয়, ওই ছবিটি পাওয়া গেছে প্যারিস হামলার পরের দিন (১৪ নভেম্বর, ২০১৫) সকালের তোলা ফুটেজ থেকে। ফুটেজে আব্দেসলামকে বেশ নিশ্চিন্ত ভঙ্গিতে পকেটে হাত ঢুকিয়ে হেঁটে যেতে দেখা যায়।
আব্দেসলাম ওইদিন ভোরেই তার দুই বন্ধুকে ফোন করে তাকে বেলজিয়াম নিয়ে যেতে বলেন। তারা প্যারিস থেকে ব্রাসেলস যাওয়ার পথে বেলজিয়াম সীমান্তের কাছে পেট্রোল স্টেশনে থামলে সিসিটিভি ক্যামেরায় তাদের দেখা যায়। পরে তাকে বেলজিয়ামে গ্রেফতার করা হয়।

/বিএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়