X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ভণ্ডামি’র অভিযোগ চীনের

বিদেশ ডেস্ক
২৪ এপ্রিল ২০১৮, ১৮:৩৭আপডেট : ৩০ এপ্রিল ২০১৮, ১৫:৪৯

নিজ দেশে বর্ণবাদ ও রাজনৈতিক কেলেঙ্কারির মতো সমস্যা থাকার পরও চীনের মানবাধিকার বিষয়ে সমালোচনা করায় যুক্তরাষ্ট্রকে ‘ভণ্ডামি’র দায়ে অভিযুক্ত করেছে চীন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সমালোচনার প্রতিবাদের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এমন অভিযোগ করে দেশটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ভণ্ডামি’র অভিযোগ চীনের

শুক্রবার চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার সরকারকে ‘নৈতিকভাবে নিন্দনীয়’ বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২০১৭ সালের বৈশ্বিক মানবাধিকার প্রতিবেদনে বলা হয়, এসব দেশে প্রতিদিনই মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে।

মার্কিন প্রতিবেদনের প্রতিক্রিয়া হিসেবে মঙ্গলবার বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে চীন। দেশটির মন্ত্রিপরিষদের ওই প্রতিবেদনে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র মিথ্যাচারের মাধ্যমে অন্যান্য দেশে ঘৃণা ছড়াচ্ছে’। প্রতিবেদনে বলা হয়, ‘মনে হয় বিশ্বে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই মানবাধিকার পরিস্থিতি নিখুঁত।’ এতে আরও বলা হয়, ‘২০১৭ সালের দিকে ফিরে তাকালে সামান্য বিচার-বুদ্ধিতেই বিষয়টি বোঝা যাবে। যুক্তরাষ্ট্রের নিজের মানবাধিকার রেকর্ড বরাবরের মতোই ভয়ংকর আর তা অব্যাহতভাবে খারাপ হচ্ছে’।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ায় প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে আফ্রিকান আমেরিকাদের খুনের অভিযোগে ভুল করে জেলে পাঠানোর ঘটনা আগের চেয়ে সাত গুণ বেড়েছে। এছাড়া দেশটিতে সহিংস অপরাধের সংখ্যাও দিন দিন বাড়ছে। ওই প্রতিবেদনে বিবিসি ও সিএনএনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যসূত্রকে উদ্ধৃত করা হয়েছে।

প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ধরন নিয়েও সমালোচনা করা হয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে অর্থের রাজনীতি এখনও বাড়ছে আর ধনীরা রাজনীতির গতিপথ নির্ধারণ করে দিচ্ছে। দুর্বল ব্যক্তিদের ভোটদানের ক্ষেত্রে কঠিন বাধার মুখে পড়তে হচ্ছে আর রাজনৈতিক কেলেঙ্কারির ঘটনা বাড়ছে।

বিশ্বের বৃহত্তম দুই অর্থনৈতিক পরাশক্তির মধ্যে মানবাধিকার্ ইস্যুতে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। বিশেষ করে ১৯৮৯ সালে বেইজিংয়ের তিয়ানানমেন চত্বরে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভে চীনের রক্তক্ষয়ী অভিযানের পর যুক্তরাষ্ট্র চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে এই দ্বন্দ্ব শুরু হয়।

চীন নিয়মিতভাবে তার মানবাধিকার পরিস্থিতি নিয়ে করা সমালোচনা অস্বীকার করে আসছে। পরিবর্তে দেশের কোটি কোটি মানুষকে দারিদ্র্য থেকে উত্তোলনের দিকে সবার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে যাচ্ছে চীন। কিন্তু চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি কোনও ভিন্নমত সহ্য করে না। আর প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশাসনকে বিভিন্ন সময় মানবাধিকার আইনজীবী ও আন্দোলন কর্মীদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালাতে দেখা গেছে।

/আরএ/
সম্পর্কিত
দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে সুলিভানের বৈঠক
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদনির্বাচনে প্রভাব ফেলবে না মার্কিন শিক্ষার্থীদের বিক্ষোভ
ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল!
সর্বশেষ খবর
একান্ত আলাপে অস্কারজয়ীর মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪সোনার বাংলা, আই ওয়ান্ট টু ভালোবাসি: এ আর রাহমান
প্রবাসীর স্বর্ণ ছিনতাই: পুলিশের এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
প্রবাসীর স্বর্ণ ছিনতাই: পুলিশের এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
এক এজেন্সির ২৬০ হজযাত্রীর কারও ভিসা হয়নি, কারণ দর্শানো নির্দেশ
এক এজেন্সির ২৬০ হজযাত্রীর কারও ভিসা হয়নি, কারণ দর্শানো নির্দেশ
‘দরিদ্ররা সরকারি স্বাস্থ্যসেবার ২০ শতাংশও ভোগ করতে পারে না’
‘দরিদ্ররা সরকারি স্বাস্থ্যসেবার ২০ শতাংশও ভোগ করতে পারে না’
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ