X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

‘এরদোয়ানবিরোধী সর্বশেষ কণ্ঠ রুখতেই তুর্কি সাংবাদিকদের কারাদণ্ড’

বিদেশ ডেস্ক
২৬ এপ্রিল ২০১৮, ১৬:২৯আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ১৯:৪৬
image

‘জুমহুরিয়েত’কে তুরস্কের ‘সর্বশেষ সরকারবিরোধী কণ্ঠস্বর’ আখ্যা দিয়ে ওই পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে সাজা ঘোষণার নিন্দা জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার (আরএসএফ)। সন্ত্রাসবাদে সংশ্লিষ্টতার অভিযোগে দোষী সাব্যস্ত করে বুধবার (২৫ এপ্রিল) ওই পত্রিকার ১৪ সংবাদকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে তুরস্ক। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) এক বিবৃতিতে ওই দিনটিকে তুরস্কের সাংবাদিকতার ইতিহাসে ‘আরেকটি অন্ধকার দিন’ আখ্যা দেয় আরএসএফ। সাংবাদিকদের ওই বিচার প্রক্রিয়াকে এরদোয়ান সরকারের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ হিসেবে দেখছে তারা। অন্যায়ভাবে বিচারের মুখোমুখি করা সকল তুর্কি সাংবাদিক ও জুমহুরিয়েত পত্রিকা ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছে সাংবাদিকদের সুরক্ষায় নিয়োজিত অমুনাফাভিত্তিক ওই সংগঠন। সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্নের কারণে বিশ্বজুড়ে সমালোচিত হয়েছেন এরদোয়ান

২০১৬ সালের জুলাইয়ে তুরস্কে ‘ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টা’র পর থেকেই বিশ্লেষকদের আশঙ্কা ছিল,ওই ঘটনাকে ব্যবহার করে ক্ষমতাকে আরও সংহত ও নিরঙ্কুশ করার চেষ্টা করবেন তুরস্কের সরকারি দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি- একেপির শীর্ষ নেতা প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোয়ান। বিশ্লেষকদের আশঙ্কাকে সত্য প্রমাণ করে এরদোয়ান সরকারবিরোধীদের ওপর রাষ্ট্রীয় দমনপীড়ন শুরু করেন।  গত মার্চে ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টায় মদদের অভিযোগ তুলে ২৫ তুর্কি সাংবাদিককে কারাদণ্ড দেওয়ার ধারাবাহিকতায় বুধবার ইস্তানবুলভিত্তিক আদালতে ১৯২৪ সালে প্রতিষ্ঠিত  ‘জুমহুরিয়েত’ এর ১৪ জন সংবাদকর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। আপিল আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাজাপ্রাপ্তদের মুক্ত অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হলেও তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করে আদালত। বৃহস্পতিবার আরএসএফ-এর তুর্কি প্রতিনিধি এরো ওনারদেরোর এক বিবৃতিতে এ সাজা ঘোষণার দিনটিকে সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে আরেকটি অন্ধকার দিন আখ্যা দিয়ে বলা হয়, ‘ওই সাংবাদিকদের ৮ বছর ৬ সপ্তাহ মেয়াদ পর্যন্ত সাজা ঘোষণার ঘটনা তুরস্কে সাংবাদিকতাকে অপরাধ হিসেবে সাব্যস্ত করার সবশেষ উদাহরণ।’

মার্চে গুলেনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ২৫ তুর্কি সাংবাদিককে কারাদণ্ড দেওয়া হয়েছে
আদালতে আহমেত সিককে সাড়ে সাত বছর,কলাম লেখক কাদরি গুরসেলকেআড়াই বছর, কার্টুনিস্ট মূসা কার্টকে তিন বছর ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রধান সম্পাদক  মুরাত সাবুনচুকে দেওয়া হয়েছে সাড়ে সাত বছরের কারাদণ্ড। পত্রিকাটির চেয়ারম্যান আকিন আতালয় দণ্ডিত হয়েছেন সাত বছরের কারাদণ্ডে। এরইমধ্যে ৫০০ দিন জেলে কাটিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে রাষ্ট্রীয়-নিয়ন্ত্রণের প্রাবল্যের মধ্যেও স্বাতন্ত্র্য বজায় রাখার প্রচেষ্টাকে জুমহুরিয়েতের ওপর সরকারের নাখোশ হওয়ার নেপথ্য কারণ বলা হয়েছে। আরএসএফ-এর তুর্কি প্রতিনিধি ওনারদেরো বলেন, ‘শুরু থেকে শেষ পর্যন্ত এ বিচার প্রক্রিয়া যেমন করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল; সাজা ঘোষণাও সেই ধারাবাহিক প্রক্রিয়ারই অংশ।’ ওনারদেরো আরও অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিশোধের তৃষ্ণা নিবারণের স্বার্থে তুর্কি সরকার সাংবাদিকদের ভয়-ভীতি প্রদর্শন করতে চায়, তুরস্কের সর্বশেষ সরকারবিরোধী সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করতে চায়। তিনি বলেন, ‘জুমহুরিয়েত এবং অন্যায়ভাবে বিচারের মুখোমুখি করা তুর্কি সাংবাদিকরা ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমরা তাদের সমর্থন দিয়ে যাব।’

/এফইউ/বিএ/
সম্পর্কিত
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা: ডব্লিউএফপি প্রধান
সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা: ডব্লিউএফপি প্রধান
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীর মুখেই কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীর মুখেই কুলুপ
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
জিকোর কপালে গভীর ক্ষত, সার্জারির পর হাসপাতালে ভর্তি 
জিকোর কপালে গভীর ক্ষত, সার্জারির পর হাসপাতালে ভর্তি 
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে