X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১
মধ্য আমেরিকার শরণার্থীরা এখন টেক্সাসে

আমাদের দক্ষিণ সীমান্ত আক্রান্ত হয়েছে: ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৫ মে ২০১৮, ১২:২৬আপডেট : ০৫ মে ২০১৮, ১৬:৫২

অভিবাসী হতে ইচ্ছুকদের যে দলটি মধ্য আমেরিকা থেকে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রের দিকে রওনা হয়েছিল তাদের শেষ অংশটি শুক্রবার টেক্সাস সীমান্তে পৌঁছেছে। তারা শরণার্থীর মর্যাদা পাওয়ার জন্য আবেদন জানিয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। বার্তাসংস্থা রয়টার্স লিখেছে, ৭০ জন নারী-পুরুষের ওই দলটিই যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের গ্রহণ করা সবচেয়ে বড় অভিবাসীদের দল। এ সপ্তাহে এ নিয়ে মোট ২২৮ জনের আবেদন গ্রহণ করল যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। অভিবাসী হতে ইচ্ছুকদের টেক্সাস সীমান্তে উপস্থিত হওয়া নিয়ে গত সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে লিখেছেন, যুক্তরাষ্ট্রের সীমানায় আক্রমণ হয়েছে। প্রায় ৪০০ জনের যে দলটি গত সপ্তাহে তিজুয়ানায় পৌঁছেছিল তাদের কেউ কেউ অভিবাসী হওয়ার দীর্ঘ প্রক্রিয়া ও প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকির কথা বিবেচনা করে মেক্সিকোতেই অপেক্ষা করছেন। আমাদের দক্ষিণ সীমান্ত আক্রান্ত হয়েছে: ট্রাম্প

এপ্রিলে মোট ১ হাজার ২০০ সদস্যের ওই দলটির মেক্সিকো পার হয়ে যুক্তরাষ্ট্রের দিকে যাওয়ার কথা জানা গিয়েছিল। দলটির সদস্যদের কেউ হন্ডুরাস, কেউ এল সালভাদর আবার কেউ গুয়েতেমালার নাগরিক। ২ হাজার মাইল পাড়ি দিতে হয়েছিল তাদের যুক্তরাষ্ট্র সীমান্তে পৌঁছাতে। সময় লেগেছিল প্রায় এক মাস। অভিবাসীদের এমন দল ২০১০ সাল থেকেই নিয়মিত মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রের সীমান্তে যাচ্ছে। মূলত দক্ষিণ আমেরিকা থেকে যাওয়া ওইসব নাগরিকরা মেক্সিকোতেও অবৈধ। মেক্সিকোতে ঢোকার কোনও বৈধ  নথি তাদের নেই।

যুক্তরাষ্ট্রের সীমান্তের দিকে যেতে থাকা অভিবাসী হতে ইচ্ছুকদের ওই বহরের কথা জনে ক্রুদ্ধ হয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি টুইটারে লিখেছিলেন,মেক্সিকো তাদের ঠেকাতে কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি। দেশটি যদি অভিবাসী হতে ইচ্ছুক দলটির যুক্তরাষ্ট্রে ঢোকা ঠেকাতে পদক্ষেপ না নেয় তাহলে নাফটা চুক্তি থেকে পাওয়া মেক্সিকোর সুবিধা বন্ধ করিয়ে দেবেন তিনি। এবার ওই অভিবাসীদের সামলাতে যুক্তরাষ্ট্রের আইনমন্ত্রী জেফ সেশনস টেক্সাস সীমান্তে আইনি প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। আর ট্রাম্প তো আগে থেকেই অসন্তুষ্ট। সোমবার তিনি টুইটারে লিখেছিলেন, ‘আমাদের দক্ষিণ সীমান্ত আক্রান্ত হয়েছে।’

রয়টার্স লিখেছে, যুক্তরাষ্ট্রে শরণার্থী হতে মায়ের সঙ্গে টেক্সাস সীমান্তে যাওয়া ৪ বছর বয়সী এক ছোট ছেলে বলেছে, ‘দেওয়াল কোথায়? আমি ট্রাম্পের দেওয়ালে চড়ব।’ ছেলেটির মা ইরমা রিভেরা (৩১)। এল সালভাদরে জমি দখলকারীদের গুলিতে তার কৃষক স্বামীর মৃত্যু হলে তিনি দেশ ত্যাগ করেন।

মেক্সিকো সীমান্তের প্রান্তে অভিবাসী হতে ইচ্ছুকদের দলটির একাংশ সহায়তাকেন্দ্র খুলে বসেছে। যুক্তরাষ্ট্রে শরণার্থী হতে আগ্রহীরা পরামর্শ ও অনুদানের জন্য যাচ্ছেন সেখানে। অন্যদিকে অভিবাসীদের নাম পরিচয় টুকে রাখছেন নেতৃস্থানীয়রা। কারণ কিছু দিনের মধ্যেই আপাতত ‘ডিটেনশন সেন্টারে’ রাখা ওই শরণার্থীদের অভিবাসী মর্যাদা না দেওয়া পর্যন্ত অভিবাসন ও শুল্ক কর্তৃপক্ষ কর্তৃপক্ষের বিভিন্ন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হবে।

/এএমএ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
সর্বশেষ খবর
পঞ্চম বারের মতো কমলো সোনার দাম
পঞ্চম বারের মতো কমলো সোনার দাম
নেত্রীর জন্য জান দেবেন আর সিদ্ধান্ত মানবেন না, সেটা উচিত না: দীপু মনি
নেত্রীর জন্য জান দেবেন আর সিদ্ধান্ত মানবেন না, সেটা উচিত না: দীপু মনি
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
টেন মিনিট স্কুলে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক
টেন মিনিট স্কুলে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে