X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ইরানকে থামাতে পুতিনের প্রতি আহ্বান থেরেসা মে’র

বিদেশ ডেস্ক
১১ মে ২০১৮, ০০:০৯আপডেট : ১১ মে ২০১৮, ০০:১৬

সিরিয়া সীমান্তে ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডে ইরানের ‘রকেট হামলা’র ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যুক্তরাজ্য ও ফ্রান্স। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, ইসরায়েলের আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে। একইসঙ্গে তিনি ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না সেজন্য ইরানকে থামাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ইরানের পদক্ষেপকে ‘মারাত্মক উসকানি’ হিসেবে আখ্যায়িত করেছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল।

থেরেসা মে এবং আঙ্গেলা ম্যার্কেল বৃহস্পতিবার থেরেসা মে’র একজন মুখপাত্র সাংবাদিকদের বলেন, আমরা ইসরায়েলে ইরানের হামলার নিন্দা জানাই। নিজের আত্মরক্ষার সব অধিকার ইসরায়েলের রয়েছে।

তিনি বলেন, এ ধরনের আরও হামলা থেকে বিরত থাকতে আমরা ইরানের প্রতি আহ্বান জানাই। একইসঙ্গে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। ইরান যাতে এমন পদক্ষেপের পুনরাবৃত্তি না ঘটায় সেজন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেশটির ওপর তার প্রভাবকে ব্যবহারের আহ্বান জানাই।

জার্মানিও ইসরায়েলে হামলার চালানোর ঘটনায় ইরানের নিন্দা জানিয়েছে। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ইরানের হামলা গভীর উদ্বেগজনক।

ইসরায়েলের সেনাবাহিনী দাবি, দেশটির দখলকৃত সিরীয় ভূখণ্ড গোলান মালভূমিতে রকেট হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের দাবি অনুযায়ী, ইরানের সেনাবাহিনী রেভ্যুলুশনারি গার্ড বৃহস্পতিবার ভোরে অন্তত ২০টি রকেট ছুড়েছে। এসব রকেটের কয়েকটি ভূপাতিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

এই সপ্তাহের শুরুতে ইসরায়েল জানিয়েছিল, অঞ্চলটিতে ইরানের সেনাবাহিনীর সন্দেহজনক কর্মকাণ্ডের কথা। এরপর দেশটি সিরিয়া-ইসরায়েল সীমান্তে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করে এবং বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দেয়।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, হামলার ঘটনাটিকে গুরুত্ব দিয়ে বড় ধরনের পরিস্থিতির প্রস্তুতি নেওয়া হয়েছে। সেনাবাহিনীর একজন মুখপাত্র জনাথন কনরিকাস জানান, ইসরায়েল ইরানি হামলার পর পাল্টা হামলা চালিয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানাননি। তবে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়ার বিমান বাহিনী।

এর আগে মঙ্গলবার সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইরানের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। সিরিয়া দাবি করেছে, কিসওয়াহ এলাকায় দুইটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ায় ইরানের অস্ত্রঘাঁটিতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৪ জন সরকারপন্থী যোদ্ধা নিহত হয়েছে। নিহতদের মধ্যে ইরানের সেনাবাহিনীর আট সদস্যও রয়েছে। সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল, রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
সর্বশেষ খবর
সুন্দরবনে ২২ বছরে ৩২ বার আগুন, তদন্ত হলেও সমাধান নেই
সুন্দরবনে ২২ বছরে ৩২ বার আগুন, তদন্ত হলেও সমাধান নেই
বাজেটে প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫ হাজার করাসহ ১১ দাবি
বাজেটে প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫ হাজার করাসহ ১১ দাবি
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মিল্টন সমাদ্দারের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
মিল্টন সমাদ্দারের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি