X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ১৩৮ দিনে বন্দুক হামলার সংখ্যা ১০১টি

বিদেশ ডেস্ক
১৯ মে ২০১৮, ১০:৫২আপডেট : ১৯ মে ২০১৮, ১০:৫৫

যুক্তরাষ্ট্রে ২০১৮ সালের পাঁচ মাস এখনও পূর্ণ হয়নি। পেরিয়েছে মাত্র ১৩৮ দিন। এর মধ্যেই দেশটিতে ১০১টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। আর গত ৮ দিনের মধ্যে এই সংখ্যা ৩টি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এখন স্বীকার বলছেন, প্রকাশ্যে গুলি চালানোর ঘটনাগুলো বেশি ঘটে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রে ১৩৮ দিনে বন্দুক হামলার সংখ্যা ১০১টি বিগত কয়েক বছরেই যুক্তরাষ্ট্রে অনেক গুলির ঘটনা ঘটছে। প্রত্যেকবার বন্দুক হামলায় প্রাণহানির ঘটনার পর সামনে আসে দেশটির অস্ত্র নিয়ন্ত্রণ আইনের বিষয়টি। বন্দুক হামলার ঘটনা বেড়ে যাওয়ার কারণ হিসেবে আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতাকে দায়ী করা হয়। সর্বশেষ শুক্রবার টেক্সাসে ১৭ বছর বয়সী এক তরুণের গুলিতে প্রাণ হারিয়েছে অন্তত ৯ জন শিক্ষার্থী ও ১ জন শিক্ষক। ঘটনার পরই ওই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাবার কাছ থেকে শটগান ও রিভলবার নিয়ে স্কুলে আসে সে। অস্ত্র বহনে আইনি অনুমতি ছিল তার বাবার।

এই ঘটনায় আবারও সামনে এসেছে অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়টি। এর আগে গত মার্চে ক্যালিফোর্নিয়ার একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ১৭ জনের প্রাণহানির পর যুক্তরাষ্ট্রজুড়ে জোরালো হয়েছিল অস্ত্র নিয়ন্ত্রণের দাবি। এই দাবিতে ক্যালিফোর্নিয়ার স্কুল শিক্ষার্থীদের আয়োজনে রাজপথে নামে কয়েক হাজার সাধারণ মানুষ। সমালোচকদের দাবি, লবিস্ট গ্রুপের জোরালো প্রচেষ্টার কারণে বারবার থেমে যায় অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার প্রচেষ্টা। এরপর আইন কিছুটা পরিবর্তন করতে বাধ্য হয় ট্রাম্প প্রশাসন। অস্ত্র কেনার ক্ষেত্রে আবেদনকারীর জীবনবৃত্তান্ত যাছাইয়ের আওতা বৃদ্ধি, বয়স সীমা বৃদ্ধি এবং আদালতের অনুমতি ছাড়াই পুলিশকে সন্দেহভাজনের অস্ত্র বাজেয়াপ্তের ক্ষমতা দিয়ে অস্ত্র আইন সংশোধনের পরিকল্পনার বিস্তারিত জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। 

মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার জানায়, যুক্তরাষ্ট্রে অন্যান্য অস্বাভাবিক মৃত্যুর চেয়ে গুলিতে নিহতের সংখ্যা অনেক বেশি। দেশটির বন্দুক হামলার ঘটনা পর্যবেক্ষণকারী অলাভজনক প্রতিষ্ঠান গান ভায়োলেন্স জানায়, ২০১৮ সালে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১০১টি বন্দুক হামলা ঘটেছে। বছরের গেছে মাত্র ১৩৮ দিন। ফলে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও গুলির ঘটনা ঘটেছে। বছরের প্রথম দিনই আলবামা রাজ্যে গুলির ঘটনা ঘটেছিল। প্রাণ হারিয়েছিলেন একজন।

শুক্রবার হামলার পর হোয়াইট হাউসের ইস্ট রুমে বক্তব্য দেওয়ার শুরুতে ট্রাম্প বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমাকে টেক্সাসের সান্তা ফে স্কুলে প্রাণঘাতি গোলাগুলির ঘটনায় শোক প্রকাশ করে শুরু করতে হচ্ছে। এটা আমাদের দেশে খুব বেশি ঘটে যাচ্ছে। অনেক বছর ধরে। অনেক দশক ধরে এখন পর্যন্ত চলছে।’ তিনি জানান, স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে ফেডারেল কর্মকর্তারা এই ঘটনার তদন্তে কাজ করছেন।

গান ভায়োলেন্সের দেওয়া তথ্য অনুসারে, ১০১টি হামলায় এ বছর এখন পর্যন্ত ১২৫ জন নিহতের খবর সংবাদমাধ্যমে পাওয়া গেছে। তবে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

জরিপকারী সংস্থা পলিফ্যাক্টের তথ্য অনুসারে, ১৯৬৮ থেকে ২০১১ সাল পর্যন্ত বন্দুক বা পিস্তলের গুলিতে যুক্তরাষ্ট্রে ১৪ লাখ মানুষ নিহত হয়েছেন।

/এমএইচ/এএ/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
উ. কোরিয়ার হুমকির মুখে কূটনৈতিক সতর্কতা বাড়ালো দ. কোরিয়া
সর্বশেষ খবর
পবিত্র কোরআনে বৃষ্টির নানা রূপ বর্ণনা
পবিত্র কোরআনে বৃষ্টির নানা রূপ বর্ণনা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে