X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ফিলিস্তিনিদের ওপর তাজা গুলি চালানোর পক্ষে ইসরায়েলের সুপ্রিম কোর্ট

বিদেশ ডেস্ক
২৬ মে ২০১৮, ১৫:৪২আপডেট : ২৬ মে ২০১৮, ২৩:২৯

অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরস্ত্র ফিলিস্তিনের বিক্ষোভকারীদের ওপর তাজা গুলি চালানোর সেনাবাহিনীর নীতিকে সমর্থন জানিয়েছে ইসরায়েলের সুপ্রিম কোর্ট। মানবাধিকারকর্মীদের দায়ের করা দুটি পিটিশন শুক্রবার সর্বসম্মতিক্রমে খারিজ করে দেন সুপ্রিম কোর্টের তিন বিচারপতি। দুটি পিটিশনের একটি যৌথভাবে দাখিল করেছিলেন আদালাহ ও আল মিজান এবং অপরটি দাখিল করেছিল ইসরায়েলের নাগরিক অধিকার অ্যাসোয়িশনের ইয়েস দীন, গিসা এবং হামোকড। ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোয় সমর্থন দিয়েছে ইসরায়েলের সুপ্রিম কোর্ট
ফিলিস্তিনের ভূমি দখল করে ১৯৪৮ সালের ১৫ মে প্রতিষ্ঠিত হয় ইসরায়েল নামের রাষ্ট্র। ১৯৭৬ সালের ৩০ মার্চ ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইহুদি বসতি নির্মাণের প্রতিবাদ করায় ছয় ফিলিস্তিনিকে হত্যা করা হয়। পরের বছর থেকেই ৩০ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত পরবর্তী ছয় সপ্তাহকে ভূমি দিবস হিসেবে পালন করে আসছে ফিলিস্তিনিরা। এবারের কর্মসূচির শেষ ২ দিনে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরকে কেন্দ্র করে বিক্ষোভ জোরালো হয়ে উঠলে ৬০ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। সব মিলিয়ে এবারের ভূমি দিবসের বিক্ষোভে শতাধিক ফিলিস্তিনি ইসরায়েলি সেনাবাহিনীর তাজা গুলিতে নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২৭০০ মুক্তিকামী। নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আর ইসরায়েলের সর্বোচ্চ আদালতের কাছে সেনাবাহিনীর গুলির বৈধতা জানতে চেয়ে আবেদন নিয়ে গিয়েছিল মানবাধিকার সংস্থাগুলো।

পিটিশন আবেদনকারীদের মধ্যে একটি সংগঠন লিগাল রাইটস সেন্টার আদালাহ বলছে, আদালতের এই সিদ্ধান্ত ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর সচল গোলাবারুদ ও দূর থেকে নিশানা করার স্নাইপার রাইফেল ব্যবহার চালিয়ে যাওয়ার বিষয়ে সবুজ সংকেত দেবে।

আদালতের রায়ের পর আদালাহ এবং আল মিজান শুক্রবার গভীর রাতে দেওয়া এক বিবৃতি বলেন, ঘটনার বিস্তৃত বর্ণনারভিত্তিতে আবেদন দাখিল করলেও ইসরায়েলের সর্বোচ্চ আদালত তা সম্পূর্ণ উপেক্ষা করেছে। পিটিশনাররা বেশ কয়েকজন আহতের সাক্ষাৎকার এবং গাজায় নিরস্ত্র ফিলিস্তিনি বিক্ষোভকারীদের গুলি করে হত্যা ও আহত করবার ঘটনা নথিভুক্ত করে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবেদনও পিটিশনে সংযুক্ত করা হয়েছিল।

সুপ্রিম কোর্ট বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলের সেনাবাহিনীর গুলি চালানোর ঘটনা সংবলিত ভিডিও ক্লিপ দেখতে অস্বীকৃতি জানায় বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছে। ঘটনা পরীক্ষা না করেই রাষ্ট্রের উপস্থাপিত তথ্য সম্পূর্ণভাবে মেনে নিয়েছে বলেও জানানো হয় বিবৃতিতে।

বিবৃতিতে বলা হয়, আদালতে উপস্থাপিত নথিতে হতাহতের সংখ্যা না থাকাটা এই বিচারের চরম পরিস্থিতির কথাই সামনে নিয়ে আসে।

আদালাহ এবং মিজানের বিবৃতিতে বলা হয়, সুপ্রিম কোর্টের রায় ইসরায়েলের সেনাবাহিনীর বেআইনিভাবে চালানো গুলির ঘটনাকে বৈধতা দিয়েছে। যে গুলির ঘটনায় একশোর বেশি মানুষকে হত্যা করা হয়েছে আহত হয়েছে নারী, শিশুসহ হাজার হাজার মানুষ। নিহতদের ৯৪ শতাংশের বেশির শরীরের ওপরের অংশে গুলি করা হয়েছে।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলবে
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলবে
ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় প্রাণ গেলো ব্যবসায়ীর
ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় প্রাণ গেলো ব্যবসায়ীর
ভুয়া মৃত সনদ নিজেই তৈরি করতো মিল্টন: হারুন অর রশীদ
ভুয়া মৃত সনদ নিজেই তৈরি করতো মিল্টন: হারুন অর রশীদ
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি