X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

সাগরে সেনা মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্রের ‘দায়িত্বহীন’ মন্তব্যের সমালোচনা চীনের

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০১৮, ১৭:৪৯আপডেট : ০৩ জুন ২০১৮, ১৭:৫৩

দক্ষিণ চীন সাগরে সামরিকায়নের মাধ্যমে প্রতিবেশিদের ভয় দেখাচ্ছ চীন- যুক্তরাষ্ট্রের এমন মন্তব্যকে দায়িত্বহীন বলে চিহ্নিত করেছে দেশটি। চীনের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা বলেছেন, নিজের সীমানার মধ্যে সেনা ও অস্ত্র মোতায়েনের অধিকার চীনের রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক খবর জানিয়েছে।

দক্ষিণ চীন সাগরে চীনের তৈরি কৃত্রিম দ্বীপ

ছয়টি দেশ দক্ষিণ চীন সাগরের মালিকানা দাবি করে আসছে। তবে দ্বীপ গড়ে তোলা ও টহল জোরদার করার মাধ্যমে চীন তার বেশিরভাগ এলাকা দখল করে নিয়েছে। 

সিঙ্গাপুরে নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেন, বেইজিংয়ের পদক্ষেপ দেশটির সীমান্ত লক্ষ্যকে প্রশ্নবিদ্ধ করেছে। একই সম্মেলনে চীনের সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল হি লেই বলেন, অন্যান্য দেশের কাছ থেকে কোনও দায়িত্বহীন মন্তব্য কখনওই গ্রহণযোগ্য নয়।

জেনারেল হি আরও বলেন, জাতীয় প্রতিরক্ষা নীতির অংশ হিসেবেই বেইজিং এই সেনা মোতায়েন করেছে। তিনি বলেন, তারা অন্য কোনও দেশের মাধ্যমে আক্রান্ত হওয়া ঠেকানোর লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে।

চীনের সামরিক কর্মকর্তা বলেন, যতক্ষণ পর্যন্ত এটা আপনার নিজের এলাকা ততক্ষণ পর্যন্ত আপনি সেখানে সেনা মোতায়েন করতে পারেন আবার অস্ত্রও মোতায়েন করতে পারেন। জেনারেল হি বলেন, কোনও দেশ এই বিষয়টি নিয়ে উচ্চবাচ্য করলে আমরা তাকে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো হিসেবেই দেখি।

সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস দাবি করেন, বেইজিং দক্ষিণ চীন সাগরে সামরিক স্থাপনা মোতায়েন করেছে। এরমধ্যে জাহাজরোধী ক্ষেপণাস্ত্র, ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ও বৈদ্যুতিক জ্যামারও রয়েছে। তিনি বলেন, চীনের ভিন্ন দাবি করলেও সরাসরি সামরিক কাজে ব্যবহারের মাধ্যমে বলপ্রয়োগ ও হুমকি দেওয়ার জন্যই এসব অস্ত্র মোতায়েন করা হয়েছে। ম্যাটিস বলেন, আমরা উন্মুক্ততার নীতি অবলম্বন করলেও দক্ষিণ চীন সাগরে চীনের নীতি তার পুরো উল্টো। বিষয়টি চীনের সীমান্ত লক্ষ্যকে প্রশ্নের মুখে ফেলেছে।

সমালোচনার পরও জেমস ম্যাটিস বলেন, যখন যে ধরনের সহায়তা দরকার তার মাধ্যমেই যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে গঠনমূলক, ফলাফল নির্ভন সম্পর্ক চালিয়ে যাওয়ার চেষ্টা করবে।

দক্ষিণ চীন সাগরের এই জলসীমার মালিকানা নিয়ে কয়েকটি দেশের বিরোধ চলছে। অনেকদিন ধরেই এই অঞ্চলে কৃত্রিম দ্বীপ তৈরি এবং সামরিক স্থাপনা নির্মাণ করে আসছে চীন। অন্যদিকে এ অঞ্চলে ‘সামরিকীকরণ’ নিয়ে যুক্তরাষ্ট্রও চীনকে দীর্ঘদিন ধরেই পরস্পরকে দোষারোপ করে আসছে। দক্ষিণ চীন সাগরের ওই অঞ্চল নিজেদের দাবি করে থাকে চীন। আর যুক্তরাষ্ট্রের দাবি তা আন্তর্জাতিক সীমারেখার অন্তর্ভূক্ত।

/আরএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ৩০০ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী আটক
হংকংয়ে টানা ১০ হাজার বজ্রাঘাত
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি ও ইসরায়েলপন্থি প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষ
সর্বশেষ খবর
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!