X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বৈঠকের ফলাফল এক মিনিটেই পেয়ে যাবেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১০ জুন ২০১৮, ১৩:৩১আপডেট : ১০ জুন ২০১৮, ১৬:০৯
image

উত্তর কোরীয় নেতা কিম জং উন সত্যিকার অর্থেই শান্তি প্রতিষ্ঠা চান কিনা তা বুঝতে 'এক মিনিটই যথেষ্ট সময়' বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, বৈঠকের প্রথম মিনিটের মধ্যেই তিনি কিমের মনোভঙ্গি বুঝে যাবেন। শনিবার (৯ জুন) জি সেভেন সম্মেলন শেষে কানাডা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করার আগে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প।

ট্রাম্প
আগামী ১২ জুন সিঙ্গাপুরের সান্টোস দ্বীপে ঐতিহাসিক বৈঠকে মিলিত হবেন কিম ও ট্রাম্প। অপেক্ষাকৃত নিরাপদ এবং সুবিধাজনক স্থান বিবেচনায় বৈঠকের স্থান হিসেবে সিঙ্গাপুরকে বেছে নেওয়া হয়েছে। পৃথিবীর অল্প কয়েকটি দেশের মধ্যে সিঙ্গাপুরে একইসঙ্গে উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের দূতাবাস রয়েছে। কিমের সঙ্গে বৈঠককে সামনে রেখে শনিবার সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন ট্রাম্প। রবিবার রাতে তার সেখানে পৌঁছানোর কথা রয়েছে।

শনিবার সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করার আগে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, দুই পক্ষের আলোচক দলের মধ্যে এখন পর্যন্ত যে যোগাযোগ হয়েছে তা ইতিবাচক। উত্তর কোরিয়া আদৌ পারমাণবিক নিরস্ত্রীকরণে রাজি হবে কিনা সে সম্ভাবনা নিয়ে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, প্রথম মিনিটেই আমি সেটা জেনে যাব। আমি মনে করি, কিম জং উন তার জনগণের জন্য বড় কিছু একটা করতে চায় আর তার সে সুযোগ আছে। এটি এক দেখাতেই বলে দেওয়ার বিষয়।’

সংবাদ সম্মেলনের পর হেলিকপ্টারে করে কানাডার বাগোতভিলে বিমানঘাঁটিতে যান ট্রাম্প। এরপর সেখান থেকে এয়ারফোর্স ওয়ান বিমানে সিঙ্গাপুরে যাত্রা করেন তিনি। এ প্রথম কোনও দায়িত্বরত মার্কিন প্রেসিডেন্ট এবং উত্তর কোরিয়ার নেতার মধ্যে বৈঠক হচ্ছে। এ বৈঠককে তাই ঐতিহাসিক হিসেবে উল্লেখ করা হচ্ছে।

বৈঠকে কোনও ধরনের শান্তি চুক্তি হবে কিনা সে ব্যাপারে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি হবে কি হবে না তা আমার জায়গা থেকে দ্রুত বলে দিতে পারব। ইতিবাচক কিছু হবে। আর আমি যদি মনে করি তা হবে না, তাহলে আমি আমার সময় নষ্ট করব না। আমি তার সময়ও নষ্ট করতে চাই না।’

/এফইউ/চেক-এমওএফ/
সম্পর্কিত
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
মালয়েশিয়ায় পুলিশ স্টেশনে হামলা, ২ কর্মকর্তা নিহত
হাইপারসনিক অস্ত্র-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করবে জাপান ও যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
‘জার্মানির তৃতীয় বিভাগের ক্লাবের সঙ্গেও বাংলাদেশকে মেলানো যায় না’
‘জার্মানির তৃতীয় বিভাগের ক্লাবের সঙ্গেও বাংলাদেশকে মেলানো যায় না’
তোরণ ও ব্যানার টানিয়ে জরিমানা গুনলেন তিন প্রার্থী
তোরণ ও ব্যানার টানিয়ে জরিমানা গুনলেন তিন প্রার্থী
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নীরবে মামুনুল হক,  শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
নীরবে মামুনুল হক, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক