X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

যৌন কেলেঙ্কারিতে জড়িত চিলির দুই বিশপের পদত্যাগ

বিদেশ ডেস্ক
২৮ জুন ২০১৮, ১৮:২২আপডেট : ২৮ জুন ২০১৮, ১৮:২৬

যৌন নির্যাতন কেলেঙ্কারিতে জড়িত চিলির আরও দুই বিশপ পদত্যাগ করেছেনর। বৃহস্পতিবার তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানের পক্ষ থেকে জানানো হয়, এর মাধ্যমে এই ঘটনায় মোট পাঁচজনের পদত্যাগপত্র গ্রহণ করা হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত চিলির বিশপ জুয়ান ব্যারোস

এক বিবৃতিতে বলা হয়, চিলির রানকাগুয়া শহরের বিশপ আলেজান্দ্রো গোয়িক কারমেলিক ও তালকা শহরের বিশপ হারিসিও দেল কারমেন ভালেনজুয়েলা আবারকার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

চার্চে শিশুদের ওপর যৌন নিপীড়নের মতো ঘৃণ্য ঘটনা প্রকাশ হয়ে পড়ার পর চিলির ৩৪ জন বিশপ একসাথে পদত্যাগ করার ঘোষণা দেন। তারা ধর্মগুরু পোপ ফ্রান্সিসের কাছে পদত্যাগপত্রও জমা দেন। নিপীড়িনের শিকার শিশুদের কাছে ‘মারাত্মক’ এই ‘ভুল’র জন্য ক্ষমাও চেয়েছেন তারা।  ভ্যাটিকানের ইতিহাসে একইসঙ্গে একটি দেশের সব পোপের পদত্যাগপত্র জমা দেওয়ার ঘটনা ওটাই প্রথম। তবে পোপ সব বিশপের পদত্যাগপত্র পোপ গ্রহণ করেননি। গত ১১ জুন পোপ ফ্রান্সিস তিনজনের পদত্যাগপত্র জমা নেন।

বিশপ গোয়িক গত মাসে ক্ষমা চেয়ে এক বিবৃতি দিয়েছিলেন। তিনি  তার পুজারীদের মাধ্যমে যৌন নির্যাতনের অভিযোগ প্রথম শোনার পরই তাৎক্ষণিক কার্যকর উদ্যোগ নিতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেন।

বিশপ ভালেনজুয়েলা হলেন ফাদার ফার্নান্দো কারাদিমার চার শিষ্যের অন্যতম। চিলিতে যৌন নির্যাতনের ঘটনার জন্য তিনি সবচেয়ে কুখ্যাত। ২০০১ সালে ভ্যাটিকানের তদন্তে দোষী সাব্যস্ত হন কারাদিমা। তার বিরুদ্ধে ৭০ ও ৮০’র দশকে ছেলে শিশুদের ওপর যৌন নিপীড়ন চালানোর প্রমাণ পাওয়া যায়। বর্তমানে ৮৭ বছর বয়সী এই ধর্মগুরু  এখন চিলির একটি নার্সিহোমে রয়েছেন। তবে নিজের বিরুদ্ধে সবসময় অভিযোগ অস্বীকার করে এসেছেন তিনি।

চিলিতে যৌন নিপীড়নের অভিযোগের কেন্দ্রে রয়েছেন বিশপ জুয়ান ব্যারোস। নিজের পদের অপব্যবহার করে তার বিরুদ্ধে নিপীড়নের তদন্ত বাধাগ্রস্ত করেছিলেন জুয়ান। তিনিও ৭০ ও ৮০’র দশকে ছেলে শিশুদের ওপর যৌন নিপীড়ন চালানোর দায়ে ২০১১ সালে ব্যারোস দোষী সাব্যস্ত হন। ৬১ বছর বয়সী ব্যারোস গত সাত বছরে বেশ কয়েকবার পদত্যাগপত্র জমা দিয়েছেন কিন্তু তা গ্রহণ করা হয়নি।

গত জানুয়ারিতে পোপ ফ্রান্সিস চিলির বিশপ জুয়ান ব্যারোসের পক্ষে সাফাই গাওয়ার পর ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন। ব্যারোসের পক্ষে পোপ ফ্রান্সিস বিতর্কিত বক্তব্য দেয়ার পর চিলির অন্তত নয়টি গির্জায় আগুন ধরিয়ে দেয়া হয়।  তবে পোপ এবার তার পদত্যাগপত্র গ্রহণ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। গত ১৭ জুন নিজের বাসভবনে রয়টার্সকে এক একান্ত সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিস বলেছেন, তিনি চিলির আরও কয়েকজন বিশপের পদত্যাগপত্র গ্রহণ করার বিষয়টি বিবেচনা করছেন।

/আরএ/
সম্পর্কিত
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
সর্বশেষ খবর
চীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
২৬ ঘণ্টা পর সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, তদন্ত কমিটি গঠন
২৬ ঘণ্টা পর সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, তদন্ত কমিটি গঠন
একদিন পর আবার বাড়লো সোনার দাম
একদিন পর আবার বাড়লো সোনার দাম
ব্যক্তি স্বার্থ রক্ষা করে ভালো আইন তৈরি করা যায় না: আইনমন্ত্রী
ব্যক্তি স্বার্থ রক্ষা করে ভালো আইন তৈরি করা যায় না: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?