X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

আইনি লড়াইয়ে প্রস্তুত নওয়াজ-মরিয়ম

বিদেশ ডেস্ক
১৪ জুলাই ২০১৮, ১৪:১৩আপডেট : ১৪ জুলাই ২০১৮, ১৫:৫০
image

গ্রেফতারকৃত সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আর তার কন্যা মরিয়ম নওয়াজ ঘোষিত সাজার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানা গেছে। সে দেশের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন মুসলিম লীগ (নওয়াজ) সূত্রের বরাতে সাবেক প্রধানমন্ত্রীর আপিল প্রস্তুতির খবর নিশ্চিত করেছে। এদিকে সামা টেলিভিশন নওয়াজের লিগ্যাল টিমের সূত্রে জানিয়েছে, মরিয়মের আইনজীবীও আপিলের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। শনিবার হাইকোর্টে এই আপিল আবেদন করা হতে পারে বলে জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।  
আইনি লড়াইয়ে প্রস্তুত নওয়াজ-মরিয়ম

লন্ডনে কেনা বিলাসবহুল চারটি ফ্ল্যাটের মূল্য পরিশোধে দেওয়া অর্থের উৎস দেখাতে ব্যর্থ হওয়ার দায়ে ৬ জুলাই নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ড দেয় আদালত।  মেয়ে মরিয়মকে দেওয়া হয় ৭ বছরের কারাদণ্ড। আদালতের রায় ঘোষণার সময় পিতা ও কন্যা লন্ডনে অবস্থান করছিলেন। শুক্রবার লন্ডন থেকে আবুধাবি হয়ে দেশে ফিরেই গ্রেফতার হন তারা। ইসলামাবাদ থেকে নওয়াজ আর তার মেয়ে মরিয়মকে রাওয়ালপিন্ডির রিয়ালের কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষা সম্পন্নের পর নওয়াজকে সেখানে রেখে মরিয়মকে ‘শিহালা ট্রেনিং কলেজ রেস্ট হাউস’-এ স্থাপিত সাব-জেলে নিয়ে যাওয়া হয়।

ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর আইনে দুর্নীতির দায়ে অভিযুক্ত ব্যক্তির ক্ষেত্রে আগাম জামিন কিংবা আপিল আবেদনের সুযোগ নেই। রায়ের বিরুদ্ধে আপিল করার পথ তাই হাইকোর্টে সশরীরে হাজির হওয়া। উচ্চ আদালতের কাছে আপিল কিংবা জামিনের আর্জি পেশ করতে হলে তাই গ্রেফতারি বরণ আবশ্যক। আইনি লড়াইয়ের জন্য গ্রেফতার হওয়া ছাড়া নওয়াজ ও তার কন্যার আর কোনও পথ ছিল না।এখন হাইকোর্টে হাজির হয়ে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের বিরুদ্ধে আপিল করতে পারবেন বা গ্রেফতারির বিরুদ্ধে স্থগিতাদেশ চাইতে পারবেন। এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ‘অ্যাকাউন্টিবিলিটি কোর্টের’ দেওয়া রায়ের বিরুদ্ধে  শনিবার আইনজীবী খাজা হারিসের আপিল আবেদন জমা দেওয়ার কথা। সোমবার বা মঙ্গলবার আবেদনের শুনানি হতে পারে।

নওয়াজের দল পাকিস্তান মুসলিম লীগ সূত্র এক্সপ্রেস ট্রিবিউনকে জানিয়েছে, অ্যাকাউন্টিবিলিটি কোর্টের ঘোষিত সাজার বিরুদ্ধে আপিলের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তাদের আইনজীবী খাজা হারিস ঘোষিত সাজাকে চ্যালেঞ্জ জানাতে আপিলের কাগজপত্র তৈরির কাজ সম্পন্ন করেছেন। সামা টেলিভিশনের খবর অনুযায়ী, শনিবার সকাল ১১ টায় মরিয়ম আপিলের গুরুত্বপূর্ণ কাগজপত্রে স্বাক্ষর করেছেন। আপিল আবেদনে বলা হয়েছে, তার বিরুদ্ধে দুর্নীতির কোনও প্রমাণ না পাওয়ার পরও এই সাজা ঘোষণা করা হয়েছে।

নব্বইয়ের দশকে লন্ডনে পার্ক লেনের অ্যাভেনফিল্ড হাউসে চারটি বিলাসবহুল ফ্ল্যাট কেনে নওয়াজের পরিবার। এ নিয়ে নওয়াজ শরিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। নওয়াজ শরিফ বরাবরই দুর্নীতির এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন। আদালতের রায়ে বলা হয়েছে, ফ্ল্যাট কেনার অর্থের বৈধ উৎস দেখাতে ব্যর্থ হয়েছেন নওয়াজ। আদালত পিতা-কন্যার পাশাপাশি মরিয়মের স্বামী ক্যাপ্টেন সফদারকে এক বছরের কারাদণ্ড দেন। কারাদণ্ডের পাশাপাশি নওয়াজকে ৮০ লাখ ব্রিটিশ পাউন্ড ও মরিয়মকে ২০ লাখ ব্রিটিশ পাউন্ড জরিমানা করা হয়। ক্যাপ্টেন সফদার আগেই গ্রেপ্তার হয়ে কারাগারে অবস্থান করছেন।

/এএমএ/বিএ/
সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
সর্বশেষ খবর
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী