X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

আবারও তালেবানের সঙ্গে অস্ত্রবিরতির কথা ভাবছে আফগানিস্তান

বিদেশ ডেস্ক
২২ জুলাই ২০১৮, ০০:৫৭আপডেট : ২২ জুলাই ২০১৮, ০১:০৪

আফগানিস্তানে আবারও তালেবানের সঙ্গে অস্ত্রবিরতির কথা ভাবছে দেশটির সরকার। আগস্ট মাসে ঈদুল আজহাকে সামনে রেখে এমনটা ভাবছে তারা। প্রথমে সংবাদমাধ্যম এমন ইঙ্গিত দিলেও শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি মুখপাত্রও। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এর আগে ঈদুল ফিতরকে কেন্দ্র করেও অস্ত্রবিরতি রেখেছিলো আফগানিস্তান সরকার ও তালেবান। সেসময় অনেক যোদ্ধারাই অস্ত্র ছাড়া রাজপথে ঘুরে বেরিয়েছে। সেনাবাহিনী ও তালেবান যোদ্ধারা ঐক্যবদ্ধভাবে ঈদুল ফিতর উদযাপন করেন। ঈদ উপলক্ষে দুই পক্ষের ঘোষিত যুদ্ধবিরতির মধ্যে বিরল এই ঘটনার দেখা মেলে। বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যমের খবর ও সোশ্যাল মিডিয়ার ছবি থেকে থেকে দেখা গেছে, পরস্পরকে জড়িয়ে ধরে, শুভেচ্ছা জানিয়ে ঈদ উদযাপন করছে আফগানিস্তানের সেনাবাহিনী ও তালেবান যোদ্ধারা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বেসামরিক নাগরিকরা অভূতপূর্ব এ দৃশ্যে নিজেদের বিস্ময় ও সন্তোষ প্রকাশ করেন।

চলতি সপ্তাহে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, ঈদুল আজহাকে কেন্দ্র করে আবারও অস্ত্রবিরতির ঘোষণা দিতে পারে আফগান সরকার। প্রেসিডেন্ট ঘানির মুখপাত্র হারুন চাকানসুরিও এই ঘটনার সদস্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুরবানির ঈদকে কেন্দ্র করে একটি অস্ত্রবিরতির প্রস্তাব দেওয়া হতে পারে। তবে এই বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

গত ৭ জুন (বৃহস্পতিবার) আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি  আগামী ২০ জুন পর্যন্ত তালেবানের সঙ্গে অস্ত্রবিরতি কার্যকরের ঘোষণা দেন। দুই দিন পর ৯ জুন (শনিবার) তালেবানের পক্ষ থেকে জানানো হয়,  ঈদের ছুটির দিনগুলোতে (৩ দিন) তারা তাদের কার্যক্রম বন্ধ রাখবে। অস্ত্রবিরতি চলাকালে সেনাবাহিনী ও তালেবান যোদ্ধাদের ঐক্যবদ্ধ ঈদ উদযাপনের বেশ কিছু ভিডিও ও ছবি প্রকাশ করেছে স্থানীয় সংবাদমাধ্যম। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সেই স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে দুই বাহিনীর সদস্যদের কোলাকুলির খবর দিয়েছে। বিভিন্ন শহরে জনতা চিৎকার করে ও শিস দিয়ে আফগান যোদ্ধাদের স্বাগত জানিয়েছে বলে জানিয়েছে আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স। জালালাবাদে তারা ফল ও মিষ্টি দিয়ে তালেবান যোদ্ধাদের বরণ করে নিয়েছে।

 

/এমএইচ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
স্যামসন-জুরেলের ব্যাটে লখনউকে সহজে হারালো রাজস্থান
স্যামসন-জুরেলের ব্যাটে লখনউকে সহজে হারালো রাজস্থান
মুগদায় তীব্র গরমে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
মুগদায় তীব্র গরমে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
কাপ্তাই হ্রদে নাব্য সংকট, ৫ উপজেলার যোগাযোগ বন্ধ
কাপ্তাই হ্রদে নাব্য সংকট, ৫ উপজেলার যোগাযোগ বন্ধ
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু