X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

‘বাংলাদেশকে যেন শরণার্থীদের প্রতি তিক্ত হতে না হয়’

ব্রজেশ উপাধ্যায়, ওয়াশিংটন
০১ আগস্ট ২০১৮, ১৭:০০আপডেট : ০১ আগস্ট ২০১৮, ১৭:৫২

বাংলাদেশ এককভাবে রোহিঙ্গা সংকটের বোঝা বহন করছে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে এটা নিশ্চিত করতে হবে যে, বাংলাদেশকে যেন শরণার্থীদের প্রতি তিক্ত হতে না হয়। এমনটাই মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা কেলি ই কুরি।

‘বাংলাদেশকে যেন শরণার্থীদের প্রতি তিক্ত হতে না হয়’ জাতিসংঘের ইকনোমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন কেলি ই কুরি। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের জন্য বাড়তি সমর্থন চেয়ে তিনি বলেন, আশ্রয়দাতা দেশকে বিপুল সংখ্যক জনসংখ্যার একটি বোঝা বহন করতে হচ্ছে। তারা যেন সব সহায়তা পায় বিশ্বকে অবশ্যই এটা নিশ্চিত করতে হবে।

কেলি ই কুরি বলেন, আমরা এমনটা দেখতে চাই না যে, রোহিঙ্গা শরণার্থীদের ব্যাপারে তারা তিক্ত ও রাগান্বিত হয়ে পড়েছে এবং পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।

চলতি বছরের এপ্রিলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রতিনিধি দলের সদস্য হিসেবে বাংলাদেশ ও মিয়ানমার সফর করেন কেলি ই কুরি।

তিনি বলেন, রোহিঙ্গাদের সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র বিশ্বের একক বৃহত্তম দাতা দেশ। ২০১৭ সালের আগস্ট থেকে এ ইস্যুতে দেশটি ২০৩ মিলিয়ন ডলারের বেশি অর্থ দিয়েছে। এরমধ্যে ৮০ ডলারেরও বেশি পরিমাণ অর্থ ব্যয় হয়েছে বাংলাদেশকে দেওয়া মানবিক সহায়তার পেছনে।

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারে নতুন করে রোহিঙ্গা নিধনযজ্ঞ শুরুর পর জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন সাত লক্ষাধিক রোহিঙ্গা। জাতিসংঘের মানবাধিকার কমিশন এই ঘটনাকে জাতিগত নিধনযজ্ঞের 'পাঠ্যপুস্তকীয় দৃষ্টান্ত' হিসেবে আখ্যায়িত করেছে। রোহিঙ্গাদের ওপর গণহত্যা সংঘটনের প্রমাণ রয়েছে বলে মন্তব্য করেছেন বহু মানবাধিকার বিশেষজ্ঞ।

ওয়াশিংটনে প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশনে দেওয়া ভাষণে কেলি ই কুরি বলেন, আমরা কী বলছি সেটা নয়; বরং আমরা কি করছি সেটাই বড় বিষয়। রাখাইনের ঘটনায় দায়ীদের শনাক্ত করতে যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে। বার্মিজ কর্মকর্তাদের ওপর পুনরায় ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটির সঙ্গে সামরিক সম্পর্ক অবদমন করা হয়েছে।

মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর সংঘটিত জাতিগত নিধনযজ্ঞে খুন-ধর্ষণ-সংঘবদ্ধ ধর্ষণের মতো ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হতে থাকে ধারাবাহিকভাবে। পাহাড় বেয়ে ভেসে আসতে শুরু করে বিস্ফোরণ আর গুলির শব্দ। পুড়িয়ে দেওয়া গ্রামগুলো থেকে আগুনের ধোঁয়া এসে মিশতে থাকে বাতাসে। মানবাধিকার সংগঠনের স্যাটেলাইট ইমেজ, আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন আর বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে জানা যায়, মায়ের কোল থেকে শিশুকে কেড়ে শূন্যে ছুঁড়ে ফেলে বর্মি সেনা। কখনও কেটে ফেলা হয় তাদের গলা। জীবন্ত পুড়িয়ে মারা হয় মানুষকে। এমন বাস্তবতায় নিধনযজ্ঞের বলি হয়ে রাখাইন ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয় অন্তত সাত লাখ রোহিঙ্গা।

মিয়ানমার সরকারের দাবি, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার কারণেই রোহিঙ্গা সংকটের উদ্ভব। তবে মিয়ানমারের এমন দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে জাতিসংঘ।

/এমপি/
সম্পর্কিত
রাখাইনে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘের মানবাধিকার কমিশনারের
মিয়ানমার সীমান্ত দিয়ে দেশে ঢুকছে ভারী অস্ত্র
প্রত্যাবাসনই একমাত্র সমাধান: মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত: উদ্ধারে বাধা প্রতিকূল আবহাওয়া
ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত: উদ্ধারে বাধা প্রতিকূল আবহাওয়া
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ