X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়ায় যুক্তরাষ্ট্রের জন্য প্রতিবন্ধকতা তৈরি করছে চীন

বিদেশ ডেস্ক
০১ আগস্ট ২০১৮, ১৯:৩৫আপডেট : ০১ আগস্ট ২০১৮, ১৯:৪৪

উত্তর কোরিয়া ইস্যুতে চীন যুক্তরাষ্ট্রের জন্য প্রতিবন্ধকতা তৈরি করছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফ্লোরিডায় এক সমাবেশে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধের কারণে চীন হয়তো উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতাকে প্রভাবিত করার চেষ্টা করছে। কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার ক্ষেত্রে দেশটি প্রতিবন্ধকতা তৈরি করছে।

উত্তর কোরিয়ায় যুক্তরাষ্ট্রের জন্য প্রতিবন্ধকতা তৈরি করছে চীন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ থেকে বিরত রয়েছেন বলেও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, তারা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে না। রকেট উৎক্ষেপণ করছে না। আমরা পর্যবেক্ষণ অব্যাহত রাখবো।

উত্তর কোরিয়া ইস্যুতে ট্রাম্পের এমন দাবি অবশ্য প্রত্যাখ্যান করেছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং বুধবার এক নিয়মিত ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোরীয় উপদ্বীপের সমস্যা নিয়ে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে চীন।

তিনি বলেন, এটা সবাই জানে যে, চীন স্থায়ীভাবে কোরীয় উপদ্বীপের সমস্যা সমাধানের চেষ্টা করে আসছে। এ ইস্যুতে বেইজিং যুক্তরাষ্ট্রের সঙ্গে বরাবরই ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে।

এদিকে ট্রাম্প উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে না বলে মন্তব্য করলেও এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, গোয়েন্দা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, উত্তর কোরিয়া যেসব স্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণ করেছিল সেখানে সক্রিয় কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। অর্থাৎ, পারমাণবিক কর্মসূচি বাদ দেওয়ার ঘোষণা দিলেও বাস্তবে তারা নতুন ক্ষেপণাস্ত্র নির্মাণের কাজ অব্যাহত রেখেছে।

জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিঙ্গাপুরে উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় নেতাই পারমাণবিক নিরস্ত্রীকরেণ কাজ করতে প্রতিশ্রুতি দেন। পরে ট্রাম্প জানান উত্তর কোরিয়া এখন আর পারমাণবিক হুমকি নয়। তবে এই বিষয়ে উত্তর কোরিয়ার কোনও সুনির্দিষ্ট সময়সীমা ও প্রতিশ্রুতি আদায় করতে না পারায় দেশের সমালোচনার মুখে পড়েন ট্রাম্প।

ওয়াশিংটন পোস্ট এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, উত্তর কোরিয়া হয়তো একটি বা দুইটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) নির্মাণে কাজ করছে। রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে সানুমডং পারমাণবিক ক্ষেত্রে এই কাজ চলছে।

এই পারমাণবিক ক্ষেত্রটিতেই হওয়াসং-১৫ নামের উত্তর কোরিয়ার প্রথম আইসিবিএম ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছিল, যা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছিল পিয়ংইয়ং। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট, রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
পুতিনের পঞ্চম মেয়াদের শপথ অনুষ্ঠান বয়কট করলেন পশ্চিমা নেতারা
ইসরায়েলকে অস্ত্রের চালান দেওয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র?
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
সর্বশেষ খবর
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
রাঙামাটির দুর্গম কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
রাঙামাটির দুর্গম কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
কাজাখস্তানের নারী দাবাড়ুকে  হারিয়ে প্রথম জয় ফাহাদের
কাজাখস্তানের নারী দাবাড়ুকে  হারিয়ে প্রথম জয় ফাহাদের
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র