X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

মার্কিন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: রাশিয়া

বিদেশ ডেস্ক
০৯ আগস্ট ২০১৮, ২১:৫৯আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ২৩:৪৬

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রমাণ ছাড়াই নিষেধাজ্ঞা আরোপের অভিযোগ তুলেছে রাশিয়া। দেশটি বলছে, যুক্তরাজ্যে সাবেক রুশ গোয়েন্দার ওপর কথিত বিষাক্ত গ্যাস হামলার অজুহাতে নিষেধাজ্ঞার কথা বলা হচ্ছে। অথচ রাশিয়াই হামলা চালিয়েছে, এমন কোনও প্রমাণ নেই। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার এক কনফারেন্স কলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, মার্কিন পদক্ষেপ একেবারেই পক্ষপাতদুষ্ট। তারা আগেও এ ধরনের ব্যবস্থা নিয়েছে। এটি পুরোপুরি অবৈধ। এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

দিমিত্রি পেসকভ একই দিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ‘আমরা প্রমাণ ছাড়া নানা বক্তব্য শুনে অভ্যস্ত হয়ে উঠছি।’

পক্ষত্যাগী রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার কন্যা ইউলিয়া স্ক্রিপালের ওপর বিষাক্ত রাসায়নিক গ্যাস প্রয়োগের ঘটনায় বুধবার রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এদিন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নোয়ার্ট জানান, যুক্তরাষ্ট্র নিশ্চিত হয়েছে যে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে অথবা নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে রাসায়নিক বা বায়োলজিক্যাল হামলা চালিয়েছে। এই হামলার কারণে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

রাশিয়ার সংবেদনশীল ইলেকট্রনিক উপাদান এবং সমজাতীয় প্রযুক্তি রফতানির ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। আগামী ২২ আগস্ট বা এর কাছাকাছি সময়ে এটি কার্যকর হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

চলতি বছরের মার্চে যুক্তরাজ্যের সালিসবুরি এলাকায় স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনার তদন্তে যুক্তরাজ্যের গোয়েন্দারা রাশিয়াকে দায়ী করেন। তবে মস্কো এই হামলায় জড়িত থাকার কথা দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে। সূত্র: আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ৩০০ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী আটক
ইউক্রেনীয় সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় সদর দফতরে হামলার দাবি রাশিয়ার
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি ও ইসরায়েলপন্থি প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষ
সর্বশেষ খবর
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!