X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

তালেবানের হাতে আফগান সেনাঘাঁটির পতন, গজনিতে জোরালো লড়াই

বিদেশ ডেস্ক
১৫ আগস্ট ২০১৮, ০০:৪৬আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ০১:৩০

তিন দিনের তুমুল লড়াইয়ের পর আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় একটি সেনাঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। রবিবার রাতে তালবান সদস্যরা ফারিয়াব প্রদেশের গোরমাক জেলার চেনাহিয়া নামের ওই ঘাঁটিতে হামলা শুরু করে মঙ্গলবার তার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এই ঘটনায় ১৭ সেনা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। এদিকে পাঁচদিন ধরে তালেবানের হাতে দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর গজনির নিয়ন্ত্রণ থাকার তা ফিরে পেতে লড়াই জোরালো করেছে আফগান কর্তৃপক্ষ। তারা শহরে পালিয়ে থাকা তালেবান সদস্যদের খোঁজার দাবি করলেও তালেবান মুখপাত্রের দাবি এখনও সেখানে বিক্ষিপ্ত লড়াই চলছে। আফগানিস্তানের একটি সেনাঘঁাটির নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান
গত ১০ আগস্ট (শুক্রবার) ভোরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দক্ষিণাঞ্চলীয় শহর গজনিতে তালেবানের হামলা শুরু করে। হামলার পরই ১৬জনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে অবশ্য শহরের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় আফগান কর্তৃপক্ষ আর হতাহতের সংখ্যা আর জানাতে পারেনি। স্থানীয় টেলিভিশন ওয়ানটিভি জানিয়েছে, নিহতের সংখ্যা একশো ছাড়িয়েছে। গজনির নিয়ন্ত্রণ নিয়ে লড়াই চলার মধ্যেই চেনাহিয়া সেনাঘাঁটি পতনের খবর পাওয়া গেল।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র গফুর আহমেদ জাওয়াদ জানান, ওই ঘাঁটিতে তালেবানের হামলায় ১৭ সেনা সদস্য নিহত ও ১৯ জন আহত হয়েছে। স্থানীয় প্রাদেশিক কাউন্সিলের প্রধান মোহাম্মদ তাহির রহমানি জানিয়েছেন, ১৪০ সেনার ঘাঁটিটিতে তিনদিন ধরে হামলার পর দখল নিয়েছে তালেবানরা। তিনি জানান, তিনদিন ধরে লড়াই চালানোর পরও বাইরে থেকে কোনও গোলাবারুদ, খাবার ও পানি না পাওয়ায় ওই ঘাঁটিটির পতন ঘটে। তিনি দাবি করেন, ৪৩ জন হতাহত হলেও সেনা সদস্যরা পরাজয় বরণ করেনি।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ওই হামলার দায়িত্ব স্বীকার করে দাবি করেছেন ৫৭ জন আফগান সেনা সদস্য আত্মসমর্পণ করেছেন। বাকি ১৭ জন যুদ্ধের সময় ধরা পড়েছে। ৮টি সামরিক যান দখল করা হয়েছে।

এদিকে দক্ষিণাঞ্চলীয় গজনি শহরের নিয়ন্ত্রণ ফিরে পেতে মঙ্গলবার পাল্টা হামলা জোরালো করেছে আফগান বাহিনী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র নাসারাত রহিমি বলেছেন, গজনির প্রতিটি ইঞ্চিতে পালিয়ে থাকা তালেবান সদস্যদের খুঁজে বেড়ানো হচ্ছে। আফগান সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় এলাকার মুখপাত্র আবদুল করিম আরগান্দিয়াল বলেছেন, স্থল বাহিনীকে সহায়তা দিতে আকাশে টহল দিচ্ছে হেলিকপ্টার।

যু্ক্তরাজ্যের টাইম ম্যাগাজিনের খবরে বলা হয়েছে, গজনিতে পাঁচদিনের লড়াইয়ে শহর ছেড়ে পালিয়েছে শত শত মানুষ। পাঁচদিনের লড়াইয়ে আফগান নিরাপত্তা বাহিনীর প্রায় ১০০ সদস্য ছাড়াও ২০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। শহরটি প্রায় ২ লাখ ৭০ হাজার মানুষের বাস।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ অবশ্য গজনিতে নিজেদের পরাজয়ের কথা অস্বীকার করেছেন। তার দাবি সেখানে বিক্ষিপ্ত বন্দুকযুদ্ধ চলছে।

গজনিতে আফগান বাহিনীকে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র সেখানে বিমান হামলার পাশাপাশি সামরিক উপদেষ্টা পাঠিয়েছে। ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে আফগান যুদ্ধের সমাপ্তি ঘটায় যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী। তারপর থেকেই আফগান নিরাপত্তা বাহিনীকে তালেবান বিরোধী যুদ্ধে সহায়তা দিয়ে যাচ্ছে তারা।

/জেজে/
সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী